শ্বশুরবাড়িতে মিলল বধূর দেহ
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
এক দিনে একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে পুরুলিয়ায়। শনিবার সন্ধ্যায় আড়শা থানার তুম্বা গ্রামে শ্বশুরবাড়িতে উদ্ধার হয় পূর্ণিমা মাহাতো (৩০) নামে এক বধূর দেহ। ওই রাতেই বলরামপুর থানার লায়াডি গ্রাম থেকে উদ্ধার হয়েছে মালাবতী মাহাতো (২৩) নামে এক বধূর ঝুলন্ত দেহ। বাড়ির শৌচাগারে তাঁর দেহ মেলে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, দু’টি ঘটনাই আত্মহত্যার। অন্য দিকে শনিবার সন্ধ্যায় পুরুলিয়া মফস্সল থানা এলাকার রাঘবপুর গ্রামের অদূরে ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ের অদূরে অজয় রাজোয়াড় (৩০) নামে এক যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের বাড়ি রাঘবপুরেই। পুলিশ জানিয়েছে, ওই যুবকের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। তাই খুনের মামলা রুজু করা হয়েছে। একই দিনে মফস্সল থানার কুশতুপা গ্রামের একটি পুকুরের পাড় থেকে বছর তিরিশের অজ্ঞাতপরিচয় এক মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরের দিকে রঘুনাথপুর মহকুমা ক্রীড়াঙ্গনের অদূরে বছর চল্লিশের এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়। রবিবার সকালে কেন্দা থানার টাড়া গ্রামে বাড়ির কড়িকাঠ থেকে ঝোলা দড়িতে এক তরুণীর ফাঁস দেওয়া দেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম কল্যাণী ভুঁইয়া (১৯)।
|
টিউশন থেকে বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল পুরুলিয়ার বরাবাজার থানা এলাকায়। রবিবার সকালের ঘটনা। অভিযোগের ভিত্তিতে পরে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায় ধৃতের হল শঙ্কর মাহাতো এবং শক্তিপদ মাহাতো।
|
ধর্ষণের অভিযোগে ধৃত পড়শি |
এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তাঁরই পড়শি এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ঝন্টু বাগ। তার বাড়ি ইন্দাস থানার খট্টনগর গ্রামে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার এলাকার এক বধূ ঝন্টুর বিরুদ্ধে আড়াই মাস আগে তাঁকে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্তকে ধরা হয়। শনিবার ধৃতকে বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে বিচারক তাকে চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। বধূর দাবি, লোকলজ্জায় এতদিন তিনি কাউকে জানাননি। ধৃতের পরিবারের দাবি, পারিবারিক শত্রুতার জেরে মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানো হয়েছে।
|
বধূ নির্যাতনে গ্রেফতার স্বামী |
স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। হিড়বাঁধ থানার ব্রহ্মডাঙা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, অরুণা মুদি নামে ওই গ্রামের এক বধূ শনিবার থানায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রাতেই বধূটির স্বামী গণেশ মুদিকে গ্রেফতার করা হয়েছে। শাশুড়ি পলাতক। রবিবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। দু’বছর আগে ওই দম্পতির বিয়ে হয়েছিল।
|
উন্নয়নকে হাতিয়ার করেই জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি ফিরিয়েছেন বলে শনিবার কাশীপুরে দাবি করলেন বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক শোভনদেব চট্টেপাধ্যায়। ওই সভায় ছিলেন বিধায়ক তাপস রায়, স্বপন বেলথরিয়া, কে পি সিংহদেও, সভাধিপতি সৃষ্টিধর মাহাতো।
|
রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল শনিবার। উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার প্রদীপ দত্ত ও বিশ্বজিৎ ভট্টাচার্য। শারীর শিক্ষার শিক্ষক অশোক ঘোষাল জানান, ৩০টি বিভাগে প্রায় ৪৫০ জন যোগ দেয়। ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়ন অ্যাথলিট হয়েছে দশম শ্রেণির ছাত্র ও গোবোচাঁদ। দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চিত্তরঞ্জন প্ল্যার্টুন। উপস্থিত অধ্যক্ষ স্বামী জ্ঞানলোকানন্দ ও প্রধান শিক্ষক স্বামী শক্তিপ্রদানন্দ।
|
রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের তিনদিনের অনুষ্ঠান শেষ হল রবিবার। ধর্মসভা, পদাবলী কীর্তন, বাউল, লোকগীতি র মতো নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিল নরনারায়ণ সেবাও।
|
তপশিলি ছাত্রদের একটি ছাত্রাবাস ও অতিরিক্ত শ্রেণিকক্ষের উদ্বোধন হল মানবাজার রাধামাধব বিদ্যায়তনে। শনিবার ওই অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো প্রমুখ। |