রাতের অন্ধকারে পাড়ার ভিতরে ঢুকে শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ শান্তিপুরের সাত নম্বর ওয়ার্ডের চাঁদুনিপাড়ার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ দিন দু’টি মোটরবাইকে চেপে কয়েকজন যুবক শূন্যে গুলি চালায়। আওয়াজ শুনে পাড়ার বাসিন্দারা বেরোলে তারা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই শান্তিপুর কলেজের ছাত্র সংসদের কার্যকরী সমিতি গঠন করা নিয়ে শহরে উত্তেজনা ছিল। কয়েকদিন আগে কলেজের ছাত্র সংসদের টিএমসিপি-র সাধারণ সম্পাদককে লক্ষ করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেই ঘটনার পরই শনিবার এমন ঘটল ঘটল। স্থানীয় বাসিন্দা মলয় মুখোপাধ্যায় বলেন, “আমি বাড়ি ঢোকার আগে দেখি আমার পাশ দিয়ে দু’টো মোটরবাইকে চেপে ছ’জন ছেলে পাড়ার ভিতরে ঢুকল। তারপরই গুলির শব্দ শুনতে পাই। এগিয়ে গিয়ে দেখি ছেলেগুলো পালিয়ে যাচ্ছে।”
৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর কুমারেশ চক্রবর্তী বলেন, “এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল। কয়েদিন আগে কলেজের সাধারণ সম্পাদকের উপর গুলি চালানো হয়েছিল। তার পাল্টা দিতেই আমাদের এলাকায় ওদের বিরুদ্ধ গোষ্ঠীর এক নেতাকে ভয় দেখাতে গুলি চালানো হয়েছে।” পুরসভা ভোটে ওই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মৃণাল মৈত্র। তিনি বলেন, “ওই যুবকরা আমাদের দলের কেউ নয়।” শান্তিপুর পুরসভার পুরপ্রধান তৃণমূলের অজয় দে বলেন, “শান্তিপুরে আমাদের দলের কোন গোষ্ঠী
কোন্দল নেই।” |