টুকরো খবর
ট্রাকের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়র। রবিবার বেলা এগারোটা নাগাদ ভরতপুরের তালগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার শেরপুর গ্রামের রাস্তার এই দুর্ঘটনায় মৃতের নাম বিমলা মোহন সরকার (৫৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন মোহনবাবু সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় মাটি বোঝাই একটি ট্রাক্টর ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মারা যান মোহনবাবু। পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি সাইকেলে ধাক্কা মারায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ট্রাক্টরটিকে আটক করলেও চালক পলাতক।

পরীক্ষার্থীদের আবেদনে পিছোল নবদ্বীপ বইমেলা
চলতি বছরের মাধ্যমিক শুরু হচ্ছে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে। মাধ্যমিক শেষ হতে না হতেই আগামী ১২ মার্চ থেকে শুরু উচ্চ মাধ্যমিক। পরপর এই দুই পরীক্ষার ঠিক আগে ১৩ ফেব্রুয়ারি থেকে নবদ্বীপ বইমেলা শুরুর কথা ছিল। কিন্তু আপত্তি জানায় নবদ্বীপ বইমেলা কমিটির বেশ কিছু শিক্ষার্থী সদস্য। তাদের বক্তব্য, এই সময়ে বইমেলার হলে নবদ্বীপের কয়েক হাজার মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী বইমেলার আনন্দ থেকে বঞ্চিত হবে। তাই মেলা হোক পরীক্ষার শেষে। সদস্যদের আবেদনের যৌক্তিকতা বুঝে তা মেনেও নিয়েছেন নবদ্বীপ বইমেলা কমিটি। ফলে আপাতত পিছিয়ে গিয়েছে চতুর্দশতম নবদ্বীপ বইমেলা। নবদ্বীপ বইমেলার সম্পাদক দেবাশিস সরকার বলেন, “বইমেলার একটা বড় অংশ হল মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পড়ুয়ারা। তাদের বাদ দিয়ে মেলা হয় না। এই বইমেলা হবে এপ্রিলের একেবারে প্রথম দিকে। চূড়ান্ত দিন পরে জানানো হবে।” এমনিতে নবদ্বীপ শহরে দুটি বইমেলা হয়। পুরসভার উদ্যোগে শ্রীচৈতন্য বইমেলা সবে শেষ হয়েছে। কার্যত ডিসেম্বর থেকে একের পর এক অনুষ্ঠানে ঠাসা নবদ্বীপের উৎসব ক্যালেন্ডার। আর তাতে কীর্তন মহোৎসব থেকে নাট্য উৎসব, ইতিহাস সম্মেলন থেকে পথনাটক বাদ নেই কিছুই। তবে সব উৎসবের মধ্যে মানুষ সবচেয়ে বেশি যোগ দেন বইমেলাতেই।

দু’টি দেহ উদ্ধার চাকদহে
দু’টি পৃথক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। রবিবার সকালে চাকদহ থানার বলরামপুরে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে মৃত উত্তম মণ্ডল(২০) পেশায় কাঠ কারখানার শ্রমিক। গাছে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির দেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর আর বাড়ি ফেরেননি। দেহটি কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্য দিকে, চাকদহের বিষ্ণুপুর এলাকায় একটি পুকুর থেকে উদ্ধার হয় এক যুবকের দেহ। পুলিশ জানিয়েছে মৃতের নাম উৎপল বিশ্বাস (২৪)। রবিবার পুকুরে দেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যে তারের মাধ্যমে পুকুরপাড়ে আলোর ব্যবস্থা করা হয়েছিল তাতেই তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অনুপ্রবেশ, ধৃত ৯
অনুপ্রবেশকারী সন্দেহে ৯জন বাংলাদেশি ও দু’জন দালালকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে রানাঘাটের পায়রাডাঙা থেকে তাঁদের ধরা হয়। এদের মধ্যে রয়েছেন চারজন পুরুষ, তিনজন মহিলা ও দুই শিশু। বাংলাদেশের যশোহর জেলার বিভিন্ন জায়গা থেকে গেদে বর্ডার দিয়ে তাঁরা ভারতে এসেছেন বলে পুলিশের কাছে জানিয়েছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, ভারতে প্রবেশের বৈধ কাগজ না থাকায় তাঁদের গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিয়ে রুখল প্রশাসন
বছর ষোলোর এক নাবালিকার বিয়ে রুখল পুলিশ। রবিবার নবদ্বীপের গঞ্জডাঙার ওই নাবালিকার বিয়ে ঠিক করেছিল পরিবার। পরে প্রশাসনিক হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়।

দোকানে চুরি
দু’টি মোবাইলের দোকানের ছাদের টিন কেটে ভিতরে ঢুকে কয়েকটি মোবাইল ফোনের সেট ও টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা। শনিবার রাতে কৃষ্ণগঞ্জ বাজারের ঘটনা। রবিবার সকালে দোকান খুলে দেখা যায় শো-কেস ভাঙা। এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন দোকানের মালিকরা।

দেহ উদ্ধার
এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম সাখিনা বিবি (২২)। শনিবার সকালে রঘুনাথগঞ্জের কাটাখালি গ্রামের ঘটনা। ওই ঘটনায় পুলিশ মৃতার জা ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.