টুকরো খবর
৭ লক্ষ টাকার প্রতারণা
করাতকলে কাঠ সরবরাহ করার নামে অভিনব কায়দায় ৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেল একদল দুষ্কৃতী। কাঁথি থানার ঘাটুয়াতে শনিবার ঘটনাটি ঘটে। ঘাটুয়ায় দিলীপ মিশ্রের ওই করাতকলে গত ছ’মাস ধরে কলকাতার এক ব্যাক্তি নিজেকে কাঠ ব্যবসায়ী পরিচয় দিয়ে আসা-যাওয়া করছিল। শনিবার ওই ব্যক্তি আরও তিন জনকে সঙ্গে নিয়ে একটি গাড়িতে করে কাঠচেরাই কলে আসে এবং দিলীপবাবুকে জানায়, খিদিরপুরে জাহাজ থেকে প্রায় ৮ লক্ষ টাকার বিভিন্ন গাছের গুঁড়ি লরিতে তোলার কাজ চলছে। ওই কাঠ ৭ লক্ষ টাকায় পাওয়া যাবে। প্রস্তাবে রাজি হয়ে দিলীপবাবু ৭ লক্ষ টাকা একটি ফোলিও ব্যাগে গুছিয়ে রাখেন। মাঝে একবার চায়ের বন্দোবস্ত করার জন্য দিলীপবাবু উঠে গেলে সেই সুযোগে টাকা ভর্তি ফোলিও ব্যাগ দুষ্কৃতীরা পাল্টিয়ে পালিয়ে যায়। ফিরে এসে চার জনতে দেখতে না পেয়ে দিলীপবাবুর সন্দেহ জাগে। তিনি স্থানীয় কয়েকজন ব্যবসায়ীকে ডেকে বিষয়টি জানান। এরপর সকলের নজর পড়ে ফোলিও ব্যাগের দিকে। বাইরে থেকে পাল্টে গিয়েছে বোঝা যাচ্ছিল না। তবে ফোলিও ব্যাগটির তালা খোলাও যাচ্ছিল না। পরে ফোলিও ব্যাগ কেটে দিলীপবাবুরা দেখেন থরে-থরে কিছু প্যাড সাজানো রয়েছে। শনিবার রাতে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন দিলীপবাবু। তবে, দুষ্কৃতীদের আর খোঁজ মেলেনি।

দুর্ঘটনায় আহত ছাত্রী
জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত হলেন এক ছাত্রী। রবিবার সকালে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার খঞ্চি বাজারের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে। পম্পা জানা নামে আহত ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে কলকাতার হাসাপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এদিন সকালে খঞ্চি গ্রামের বাসিন্দা ১৪ বছরের ওই ছাত্রী টিউশন যাওয়ার পথে বাজারের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের একধারে দাঁড়িয়ে সহপাঠীর জন্য অপেক্ষা করছিল। সেখানে একটি লরি ঘোরানোর সময় ওই ছাত্রীর পায়ের উপর দিয়ে চলে যায়। এর ফলে ওই ছাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা ওই ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তমলুক জেলা নিয়ে এসে ভর্তি করেন। পরে চিকিত্‌সার জন্য কলকাতায় পাঠানো হয়। লরির চালক পলাতক।

প্রেমিকের দেহ
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে রবিবার সকালে চাঞ্চল্য ছড়াল মেচেদার শান্তিপুর গ্রামে। মৃতের নাম অশোক দাস (৩৬ ) তাঁর বাড়ি চণ্ডীপুর থানার মঙ্গলখালিচক গ্রামে। অশোক হায়দরাবাদে শ্রমিকের কাজ করতেন। শান্তিপুর এলাকার স্বামীবিচ্ছিন্না এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিছুদিন আগে হায়দরাবাদ থেকে ফেরেন অশোক। রবিবার সকালে শান্তিপুর গ্রামে রাজ্য সড়কের ধারে ওই মহিলার বাড়ির কাছেই অশোকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহের পাশে একটি বিষের শিশি জামার পকেটে ভোটার পরিচয়পত্র পাওয়া গিয়েছে। যাঁর সঙ্গে অশোকের সম্পর্ক ছিল, তিনি বাড়ি ছেড়ে পালিয়েছেন। বিষক্রিয়াতেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ। খুন না আত্মহত্যা জানতে দেহটি ময়না -তদন্তে পাঠানো হয়েছে।

স্কুলে শিক্ষামন্ত্রী
রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভারত সেরা করতে হলে শিক্ষাকে বাস্তবমুখী করে তুলতে হবেশুক্রবার রাতে রামনগর থানার মীরগোদা মৃত্যুঞ্জয় বাণীপীঠের দু’দিনব্যাপী শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানের উদ্বোধন করে এমনটাই বললেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এদিনই কারিগরী শিক্ষা মন্ত্রী দিঘা বিদ্যাভবনের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও উদ্বোধন করেন। দিঘা বিদ্যাভবনের ছাত্র কৌস্তভ পাত্রের স্মৃতির উদ্দেশে স্কুলের কৌস্তভ হলের দ্বারোদ্ঘাটন করেন মন্ত্রী।

স্কুলে পরীক্ষাগার
এক অবসরপ্রাপ্ত শিক্ষকের দান করা অর্থে নির্মিত বাণেশ্বর চারুবালা বিদ্যামন্দিরের পদার্থবিজ্ঞান পরীক্ষাগারের উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন। বিষ্ণুপদ গিরি নামে ওই শিক্ষক রামনগর থানার দেপাল বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ছাত্রছাত্রীদের আরও বিজ্ঞানমনস্ক করে তোলার লক্ষ্যে স্কুলের পরীক্ষাগার তৈরির জন্য তিনি এক লক্ষ টাকা দান করেন। এ দিন এক অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে রামনগর থানার কৃতীদের পুরস্কৃত করা হয়।

ঝাড়গ্রামে পদযাত্রা
স্টুডেন্টস্‌ হেলথ হোম ঝাড়গ্রাম আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক এক সুসজ্জিত পদযাত্রা হল শনিবার। এ দিন সকালে ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্ক সংলগ্ন এলাকা থেকে পদযাত্রাটির সূচনা করেন প্রবীণ শিক্ষাবিদ অমলেন্দু জানা। অরণ্যশহর পরিক্রমা করার পরে শহরের পাঁচ মাথা মোড়ে পদযাত্রাটি শেষ হয়। পদযাত্রাটির স্লোগান ছিল, ‘স্বাস্থ্য বিধি মেনে চলো, সুস্থ সবল সমাজ গড়ো’।

দ্বারোদ্ঘাটন
রবিবার দুপুরে ঝাড়গ্রামের গজাশিমুল কেসিএম হাইস্কুলের নবনির্মিত ক্লাসরুম ও প্রাচীরের দ্বারোদ্ঘাটন করলেন মন্ত্রী সুকুমার হাঁসদা। রাজ্য সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বরাদ্দ করা ৪২ লক্ষ ৬২ হাজার টাকায় স্কুলের নতুন পাঁচটি কক্ষ, প্রাচীর ও দু’টি গেট হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠান
পূর্ব মেদিনীপুর জেলা কালেক্টরেট অফিস রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠান হল তমলুক শহরের মহেন্দ্র স্মৃতিসদনে। জেলা প্রশাসনিক অফিসের কর্মী-আধিকারিক ও তাঁদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন।

তৃণমূলে যোগ
রবিবার হলদিয়ার কুকড়াহাটি এলাকায় তৃণমূলের আঞ্চলিক কমিটির সম্মেলনে ১১০ জন সিপিএম সমর্থক তাদের দলে যোগ দিয়েছেন বলে দাবি করল তৃণমূল।

পথবাতি চালু
রবিবার বিকেলে হলদিয়া পুরসভার ২৪ নং ওয়ার্ডে ২৭টি পথবাতির উদ্বোধন করলেন সাংসদ শুভেন্দু অধিকারী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.