সভার আমন্ত্রণপত্র নিয়ে ঘুরছে বিজেপি
শিলচরে জনসমাবেশে আসছেন নরেন্দ্র মোদী। তার আগে বরাক-জুড়ে প্রচারে ‘ঝড়’ তুলেছে বিজেপি। শুধু সমাবেশ, দেওয়াল লিখনই নয়, আমম্ত্রণপত্র নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছেন দলীয় কর্মী-সমর্থকেরা। খোলা হয়েছে ‘মোদী টি স্টল’। বিশেষ আমম্ত্রণ পাচ্ছেন উপত্যকার চা বিক্রেতারা।
নির্বাচনের দিন-তারিখ ঘোষণা এখনও হয়নি। চূড়ান্ত হয়নি প্রাথী-তালিকা। কিন্তু মোদীর সফর ঘিরে কোমর বেঁধে ময়দানে নেমেছে দলের কাছাড় জেলা কমিটি। ‘বরাক বিকাশ সমাবেশ’ নামে নমোর ওই সভার আমন্ত্রণ সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে বুথ কমিটিগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরাই উপত্যকার প্রতিটি বাড়িতে আমন্ত্রণপত্র নিয়ে যাচ্ছেন। জেলা সভাপতি কৌশিক রায় জানিয়েছেন, আমম্ত্রণ পাঠানো হবে সন্তোষ-বীথিকা-সুস্মিতা দেব বা গৌতম-মন্দিরা-রাহুল রায়ের ঠিকানাতেও।
বিজেপি নেতারা জানান, সমাবেশে ক্ষুদ্র চা-বিক্রেতাদের প্রত্যেকের নামে বিশেষ অতিথির অনুরোধ-পত্র পাঠানো হচ্ছে। মোদীর পুরনো পেশা নিয়ে কংগ্রেস কটাক্ষ করায়, পাল্টা জবাবে প্রস্তুত গেরুয়া শিবির। দলীয় কর্মীরা চা তৈরি করে নাগরিকদের বিনামূল্যে পরিবেশন করছেন। ‘এক নোট, কমল পর ভোট’এই স্লোগান নিয়ে ভোটারদের কাছে যাবে বিজেপি। নির্বাচনী তহবিলের জন্য অর্থ সাহায্য চাইবেন। ১১ ফেব্রুয়ারি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ দিবস থেকে শুরু হবে তহবিল সংগ্রহের কাজ।
দলীয় সূত্রে জানানো হয়েছে, ২২ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী তিনটি সভায় বক্তব্য রাখবেন। আমদাবাদ থেকে বিশেষ বিমানে তিনি উত্তর-পূর্বে পৌঁছে প্রথম সভা করবেন অরুণাচল প্রদেশের পাসিঘাটে। সেখান থেকে মোদীর বিমান নামবে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.