টুকরো খবর
নিদোর মৃত্যু নিয়ে সরব মিজোরাম
নিদো টানিয়ার মৃত্যু এবং দিল্লিতে উত্তর-পূর্বের নাগরিকদের সঙ্গে বিদ্বেষমূলক আচরণের প্রেক্ষিতে এ বার সরব হল মিজোরাম। নিদো-কাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত চাওয়ার পাশাপাশি, দ্রুত জাতি-বিদ্বেষ বিরোধী আইন চালুর দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠালেন সে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎবাবু তাতে লিখেছেন, উত্তর-পূর্বের সঙ্গে দিল্লি তথা দেশের মূল ভূখণ্ডের অবিশ্বাসের সম্পর্ক দানা বাঁধছে। এখানকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ধরনের নেতিবাচক মনোভাব জাতীয় ঐক্যের পক্ষে ক্ষতিকারক। নিদোর ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি পেশ করেছেন বিশ্বজিৎবাবু। তাঁর বক্তব্য, হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করুক সরকার। তা ছাড়াও দেশের সব রাজ্যে উত্তর-পূর্বের মানুষের জন্য বিশেষ হেল্প-লাইন চালু, প্রতিটি রাজ্যে উত্তর-পূর্বের মানুষদের সমস্যা দেখতে এক জন করে ক্রাইম ব্রাঞ্চের ইনস্পেক্টর নিয়োগ, সংসদে সর্বদলীয় আলোচনার মাধ্যমে সর্বসম্মত ভাবে জাতিবিদ্বেষ বিরোধী আইন প্রণয়ন-সহ অন্য কয়েকটি দাবি করেছেন তিনি।

নগ্ন মানেই অশ্লীল নয়: সুপ্রিম কোর্ট

৯ ফেব্রুয়ারি
মহিলার নগ্ন বা অর্ধনগ্ন ছবি মাত্রই অশ্লীল নয় বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। ১৯৯৩ সালে টেনিস তারকা বরিস বেকার ও তাঁর তত্‌কালীন প্রেমিকা বারবারা ফেলটাসের ছবি নিয়ে একটি মামলা খারিজ করে এই মন্তব্য করেছে বিচারপতি কে এস রাধাকৃষ্ণন ও বিচারপতি এ কে সিকরির বেঞ্চ। বেকার ও বারবারার ছবি প্রকাশের জন্য একটি সংবাদপত্রের বিরুদ্ধে অশ্লীলতার মামলা হয়েছিল। বেঞ্চের মতে, নগ্ন মহিলার ছবি যদি যৌনতা উস্কে দেওয়ার জন্য ব্যবহার করা হয় তা হলে অশ্লীলতার প্রসঙ্গ উঠতে পারে। ছবিতে কী ভাবে সেই মহিলাকে ব্যবহার করা হয়েছে সেটা বিচার করতে হবে। বেঞ্চের মতে, এক জন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি দিয়েই অশ্লীলতার বিচার করতে হবে। কারণ, অশ্লীলতার সংজ্ঞা সময় ভেদে বদলে যায়। যাকে এক সময়ে অশ্লীল বলে মনে করা হত তা-র সম্পর্কেই পরে ধারণা বদলে যেতে পারে। তা-ই সমাজের পরিবর্তনশীল মনোভাবের কথাও মাথায় রাখা প্রয়োজন। বেঞ্চ জানিয়েছে, বেকার ও বারবারার ছবি বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। অশ্লীলতার যুক্তি এ ক্ষেত্রে খাটে না।

মমতার প্রশংসায় অণ্ণা
সরল জীবযাপন করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন অণ্ণা হজারে। সেই সঙ্গে নাম না করে আক্রমণ করলেন তাঁর এক সময়ের সঙ্গী অরবিন্দ কেজরিওয়ালকে। শনিবার অণ্ণা বলেন, “মমতার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। কারণ এক জন মুখ্যমন্ত্রী হয়েও তিনি চপ্পল পরেন। সরকারি বাংলো নেননি। তাঁর বাবার ছোট বাড়িতেই তিনি থাকেন। খুবই সাধারণ শাড়ি পরেন।” তাঁর মতে, মমতার মতো মানুষেরাই জাতির উন্নতি করতে পারেন। তিনি বলেন, “কিন্তু এখানে এমন মানুষ আছেন, প্রথমে কিছু নেব না বললেও পরে সরকারি বাংলো এবং গাড়ি নেন।”

সিবিআই ও অমিতাভ
বলিউড ইতিহাসের অন্যতম অঙ্গ অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর। নিজের ছবি ছাড়াও অন্য অনেক ছবির নেপথ্য কণ্ঠ হিসেবে ব্যবহার করা হয়েছে অমিতাভকে। এ বার সেই কণ্ঠ শোনা যাবে সিবিআইয়ের তথ্যচিত্রে। ৫০ বর্ষপূর্তি উপলক্ষে এই ২১ মিনিটের তথ্যচিত্র তৈরি করেছে সিবিআই। তার হিন্দি সংস্করণে নেপথ্য কণ্ঠ অমিতাভের। ইংরেজিতে কাজটি করেছেন কবীর বেদী। শনিবার নেপথ্য ভাষণের কিছু অংশ রেকর্ড করেছেন অমিতাভ। টুইটারে তিনি জানান, “সিবিআইয়ের কাছে চমকে দেওয়ার প্রযুক্তি আছে।”

ট্রেনের নীচে সন্তানদের ছুড়লেন মা
চলন্ত ট্রেনের সামনে দুই সন্তানকে ছুড়ে ফেলে নিজেও ঝাঁপ দিলেন এক মহিলা। ঘটনাস্থলেই দু’টি শিশুর মৃত্যু হল। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাদের মা। বিহারের বাঘা জেলার বাল্মীকি নগর এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই মহিলার নাম মুন্নি দেবী। আজ ট্রেনের সামনে তাঁর দুই সন্তান ললিতা কুমারী (৬) এবং গোলু কুমারকে (৩) ছুড়ে ফেলে দেন তিনি। নিজেও ঝাঁপ দেন।

সুকমায় মাওবাদী হানা, নিহত ২
মাওবাদী হামলায় নিহত হলেন এক ডেপুটি কম্যাড্যান্ট-সহ দুই সিআরপিএফ অফিসার। জখম হয়েছেন ১২ জন নিরাপত্তাকর্মী। রবিবার ছত্তীসগঢ়ের সুকমা জেলার বোধরাজপাদার গ্রামের কাছে জঙ্গলে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।

স্ত্রীকে খুন, ধৃত
গলা টিপে দুই স্ত্রীকে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল। উনকোটি জেলার ঢালিয়াকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। ধৃতের নাম আব্দুল মোহিত। বছর চল্লিশের ওই ব্যক্তি স্বীকার করে, স্ত্রী সাইফা বেগম এবং ফৈজুন নেসসাকে খুন করার পর দেহগুলি কাঠের চুল্লিতে ফেলে দিয়েছিল।

ফিরলেন অপহৃত
অপহরণকারীদের ডেরা থেকে পালিয়ে এলেন অপহৃত এক চা বাগান ম্যানেজার। শুক্রবার যোরহাট জেলার তিতাবরে লখিমিজান চা বাগান থেকে অপহৃত হন মুন মহন্ত। আজ সকালে তিনি টাইরুন চা বাগানে হাজির হন।

নবীন পট্টনায়ককে পাল্টা তোপ রাহুলের
নরেন্দ্র মোদীর দু’দিন আগে ওড়িশায় রোড-শো করলেন রাহুল গাঁধী। নবীন পট্টনায়কের বিজেডি সরকারের কড়া সমালোচনা করে তাঁর বক্তব্য, “রাজ্যে অনেক কেলেঙ্কারির জন্য দায়ী এই সরকার।” সম্প্রতি কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত বলেছিলেন নবীন। রবিবার রাহুল তারই জবাব দিয়েছেন বলে মনে করা হচ্ছে। রাহুলের কথায়,“বার বার কেন্দ্রের বঞ্চনার কথা বলে বিজেডি সরকার। আসলে বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের দেওয়া টাকা রাজ্যের মানুষের কাছে পৌঁছয়ই না।” রাহুলের দাবি, খনিজ সম্পদে সমৃদ্ধ ওড়িশা থেকে আকরিক লোহা ও ম্যাঙ্গানিজ লুঠ করে পকেট ভরেছে কিছু লোক। রাজ্যের মানুষ অন্ধকারেই রয়েছেন। অনেকের মতে, ওড়িশায় বিজেপি তেমন শক্তিশালী নয়। তাই ওই রাজ্য থেকে অন্তত একটি আসন বাড়ানোর আশা রয়েছে কংগ্রেসের। সম্প্রতি নবীনের প্রার্থীকে হারিয়ে রাজ্যসভায় একটি আসন দখলও করেছে তারা। তাই ওড়িশায় আক্রমণাত্মক হয়েছেন রাহুল।

নতুন হাতিয়ার
সিবিআই-কে যে রাজনৈতিক কারণে অপব্যবহার করা হয়, সিবিআই প্রধান রঞ্জিত সিন্হার মন্তব্যের পরে তা প্রমাণ হয়ে গিয়েছে বলে অভিযোগ করল বিজেপি। সম্প্রতি সিন্হা বলেছিলেন, ইশরাত জহান মামলার চার্জশিটে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ অমিত শাহের নাম থাকলে ইউপিএ খুশি হত। যদিও শনিবার সিন্হা দাবি করেছিলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। সিন্হা এই কথা বললেও লোকসভা ভোটের আগে কংগ্রেসের বিরুদ্ধে এই অস্ত্রকে ছেড়ে দিতে রাজি নয় বিজেপি। বরাবরই বিজেপি সিবিআই-কে কটাক্ষ করে কংগ্রেস ব্যুরো অব ইনভেস্টিগেশন বলে থাকে। আর রবিবার অরুণ জেটলি বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন এই সরকার ‘সিবিআই-এর অপব্যবহারকে শিল্পের পর্যায়ে’ নিয়ে গিয়েছে। জেটলির কথায়, “সিবিআই প্রধান মুখ ফস্কে সত্য বলে ফেলেছেন। পরে তিনি যতই অস্বীকার করুন না, তার গুরুত্ব নেই।”

নিহত দুই জঙ্গি
যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল দু’জন জিএনএলএ জঙ্গির। ঘটনাটি ঘটেছে গোয়ালপাড়া জেলায়। পুলিশ জানায়, শনিবার রাতে সেনাবাহিনী ও পুলিশের একটি দল অসম-মেঘালয় সীমানার লক্ষ্মীপুর বরঝার এলাকায় টহল দিচ্ছিল। মোটরবাইক আরোহী দু’জন সন্দেহজনক যুবককে দেখে জওয়ানরা ধাওয়া করেন। নিরাপত্তা বাহিনীর দিকে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা গুলিতে দু’জন নিহত হয়। তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়েছে।

ব্যাহত জনজীবন
বিচ্ছিন্নতাবাদীদের তিন দিনের বন্ধ আর প্রশাসনের জারি করা কার্ফু। দুইয়ে মিলে রবিবার, আফজল গুরুর প্রথম মৃত্যুবার্ষিকীর দিন স্বাভাবিক জনজীবন ব্যাহত হল কাশ্মীরের। গুরুর প্রথম মৃত্যুবাষির্কীতে সতর্কতামূলক পদক্ষেপের জন্য কার্ফু জারির পাশাপাশি ভূস্বর্গের মোবাইল এবং ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার থেকেই গুরুর দেহ ফেরানোর দাবিতে তিন দিনের বন্ধ ডেকেছেন বিচ্ছিন্নতাবাদী নেতারা। হিংসাত্মক ঘটনা এড়াতে ২০০ জনেরও বেশি বিচ্ছিন্নতাবাদী নেতাকে আটক করেছে পুলিশ।

ফের আবেদন
ফের স্ত্রী মান্যতার অসুস্থতার কারণ দেখিয়ে প্যারোলের আবেদন করলেন মুম্বই বিস্ফোরণে দোষী সাব্যস্ত সঞ্জয় দত্ত। যদি তাঁর আবেদন মঞ্জুর করা হয়, তা হলে এই নিয়ে স্ত্রীর চিকিৎসা করানোর জন্য দ্বিতীয় বার জেলের বাইরে পা রাখবেন তিনি। এর আগেও মান্যতার অসুস্থতার কারণে প্যারোলে মুক্তি পেয়েছিলেন সঞ্জয়। কিন্তু তখন ‘অসুস্থ’ মান্যতাকে একটি পার্টিতে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক হয়। ফের এক বার সেই একই কারণে প্যারোলের আবেদন করলেন সঞ্জয় দত্ত।

মন্দিরে চুরি, অবরোধ
মন্দিরের বিগ্রহের গয়না চুরির প্রতিবাদে শিলচর থেকে হাইলাকান্দি সড়কে চারঘণ্টা অবরোধ করল ক্ষুব্ধ জনতা। আজ শিলকুড়ি এলাকায় ঘটনাটি ঘটে। প্রশাসনিক আশ্বাসে অবরোধ ওঠে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.