ক্লাসে অত্যধিক কম উপস্থিত ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসতে গেলে মাথা পিছু ১০০০ টাকা জরিমানা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরোধিতা করে অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বর্ধমানের বিবকানন্দ কলেজে। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের দাবি, কোনও কলেজই ক্লাসে কম উপস্থিতির জন্য ৩০০ টাকার বেশি জরিমানা আদায় করে না। কলেজ সূত্রে জানা গিয়েছে, যে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার শূন্য থেকে দশ ভাগ, শুধুমাত্র তাঁদেরই ১০০০ টাকা করে জরিমানা দিতে বলা হয়েছে। এই জরিমানা না দিলে তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। কলেজের গর্ভনিং বডির বৈঠকে ঠিক হয়েছে, ওই ছাত্রছাত্রীদের অভিভাবকদের ডেকে তাঁদের অনুপস্থিতির কথা জানানো হবে। প্রথমে ৮ ফেব্রুয়ারি ছাত্রছাত্রীদের জরিমানা দেবার দিন ধার্য করা হলেও পরে সেটি বাড়িয়ে করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি। কলেজের অধ্যক্ষ ও পি এস রুদ্র বলেন, “সরকার প্রতি মাসেই উচ্চশিক্ষার জন্য প্রচুর টাকা খরচ করছে। কিন্তু সেই টাকা ছাত্রছাত্রাীদের কাজে লাগছে না। ছাত্রছাত্রীরা যাতে নিয়মিত কলেজে আসেন এবং লেখাপড়ায় মন দেন, তার জন্যই ওই জরিমানা ধার্য করা হয়েছে।” কলেজের টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক প্রদীপ হাজরা বলেন, “ছাত্রছাত্রীরা কলেজের সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁদের ক্ষোভ জানিয়েছেন। নিজেদের মধ্যে বৈঠক না করে আমরা এই বিষয়ে কিছু বলতে পারছি না।”
|
সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শিশির ঘোষ। রবিবার মন্তেশ্বরের কুসুমগ্রামে তৃণমূলের সভায় শিশিরবাবু-সহ আসানপুর গ্রামের আরও দু’জন তৃণমূলে যোগ দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশিরবাবু প্রথমে প্রদেশ কংগ্রেসের নেতা ছিলেন। পরে তৃণমূলে যোগ দেন। ২০০১ সালে ফের দল বদলে যোগ দেন সিপিএমে। ২০০৩ সালে তৃণমূল, বিজেপি ও কংগ্রেস জোট মন্তেশ্বরে ক্ষমতায় এলে তিনি পঞ্চায়েতের বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত হন। ২০০৮ সালে বামজোট ক্ষমতায় আসে। প্রধান হন শিশিরবাবু। তবে ২০১১ তে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল। ভোটে হেরে পদ খোওয়ান শিশিরবাবু। ২০১৩ সালে আসানপুরের একটি পঞ্চায়েত সমিতির আসনে জয়ী হন। সিপিএমের তরফে পঞ্চায়েত সমিতির দলনেতাও নির্বাচিত হন তিনি। এ দিন দল কেন ছাড়লেন জিজ্ঞেস করা হলে শিশিরবাবু জানান, সিপিএমে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করা যাচ্ছিল না। মানুষের জন্য কাজ করতেই দল বদলের সিদ্ধান্ত। তৃণমূলের মন্তেশ্বর ব্লক সভাপতি সজল পাঁজা জানান, শিশিরবাবু দলে যোগ দেওয়ায় এলাকায় দলের শক্তি আরও বাড়ল। আর মন্তেশ্বরের সিপিএম বিধায়ক চৌধুরী মহম্মদ হেদায়তুল্লা বলেন, “কয়েকমাস ধরেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন শিশিরবাবু। তার চলে যাওয়ায় দলের কোনও ক্ষতি হবে না।”
|
রাজ্যের ১০টি জেলা সদরের সঙ্গে মহিলা পরিচালিত থানার উদ্বোধন হয়েছে বর্ধমানেও। বর্ধমান থানা চত্বরে থাকা মহিলা সেলকে এই থানায় রূপান্তর করা হয়েছে। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই ১০টি মহিলা পরিচালিত থানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “গাড়ির চালক বাদে এই থানার সমস্ত পুলিশকর্মীই হবেন মহিলা। ৭ ফেব্রুয়ারি থেকেই এই মহিলা পরিচালিত থানা জেলার অন্য থানার মতো কাজ শুরু করেছে। আপাতত মহিলা এসআই নিতু সিংহকে এই থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। আরও পাঁচজন এসআই, ১৮ জন কনেস্টেবল ও তিন জন হোমগার্ডকে নিযুক্ত করা হয়েছে এই মহিলা পরিচালিত থানায়।” পুলিশ সুপার আরও বলেন, “এই থানা বর্ধমান সদর মহকুমার সমস্ত মহিলাদের বিরুদ্ধে অপরাধ, পণ সংক্রান্ত মামলা ইত্যাদির তদন্ত করবে। আদালতকেও জানানো হয়েছে, মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত সমস্ত মামলা যেন এই থানায় পাঠানো হয়।” অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তথা এসডিপিও (বর্ধমান) এই থানার কাজকর্ম পরিদর্শন করবেন বলে জানান তিনি। ইতিমধ্যে বর্ধমান থানা, জেলা গোয়েন্দা দফতর, কাটোয়া আদালত ও বর্ধমান থানার পূর্বতন মহিলা সেল থেকে মহিলা কর্মীদের বদলি করানো হয়েছে নতুন এই থানায়।
|
স্থানীয় খাজুরডিহি গ্রামের হাটতলা থেকে এক যুবককে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন করার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের রবিবার কাটোয়া আদালতে পেশ করা হলে বিচারক তাদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতদের বিরুদ্ধে এর আগেও নানা দুষ্কর্মের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে কাটোয়া থানার পাঁচঘড়া গ্রামের সেচখালের কাছে বাঁকা শেখ ওরফে মফিজুল (২৫) নামে এক যুবককে ৫ থেকে ৭টি গুলি করে খুন করা হয়েছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছিল, নিহত মফিজুলের বিরুদ্ধেও দুষ্কর্মের অভিযোগ ছিল।
|
এক আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে কালনার উদয়পুর গ্রাম থেকে ওই যুবককে ধরা হয়। ধৃতের নাম মদন বাগ। ওই মহিলার স্বামী কালনা থানায় লিখিত অভিযোগে জানান, তিনি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে মদন ঢুকে তাঁর স্ত্রীকে ধর্ষণ করে। সে তাঁদের প্রাণে মারার হুমকি দেয় বলেও তাঁর দাবি। রবিবার ধৃতকে কালনা মহকুমা আদালতে তোলা হলে ধৃতের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
|
পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা শিবির। উদ্যোগ: কাঞ্চননগর ডি এম হাইস্কুল। সময়: সকাল ১১টা।
শক্তিগড় উত্সব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। সময়: দুপুর ২ টো থেকে রাত ৮ টা। |