টুকরো খবর |
শিক্ষণ শিবির নিয়ে দুর্গাপুরে বৈঠক মুকুলের
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
মুকুল রায়ের সঙ্গে সুনীল মণ্ডল।—নিজস্ব চিত্র। |
তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনগুলিকে নিয়ে শনিবার দুর্গাপুরে অনুষ্ঠিত হবে শিক্ষণ শিবির। রবিবার সন্ধ্যায় দুর্গাপুরে শাখা সংগঠনগুলির নেতাদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। তিনি জানান, সারা রাজ্য থেকে শাখা সংগঠনের প্রতিনিধিরা এই শিবিরে যোগ দেবেন। থাকবেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বৈঠকে ছিলেন মলয় ঘটক, অপূর্ব মুখোপাধ্যায়, প্রভাত চট্টোপাধ্যায়, অভিজিৎ ঘটক-সহ অন্য নেতারা। মুকুলবাবু বলেন, “দলের নীতি, সাংগঠন, আদর্শ সম্পর্কে অবহিত করা হবে ছাত্র, যুব, যুবা, মহিলা ও সংখ্যালঘু শাখা সংগঠনগুলিকে। অনেকেই দল বা সংগঠনে পরে যোগ দিয়েছেন। এই শিবিরে যোগ দিয়ে নতুন প্রজন্ম দল সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে।” শিবির হবে রাজীব গাঁধী ময়দানে। বৈঠক শেষে মুকুলবাবু মাঠ পরিদর্শনে যান। মকুলবাবুর সঙ্গে এক গাড়িতে এসে বৈঠকে যোগ দেন সদ্য ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দেওয়া গলসির বিধায়ক সুনীল মণ্ডল। তাঁর দাবি, “আড়াই বছর বিধায়ক আছি। বামফ্রন্ট শোধরাবে বলে ভেবেছিলাম। কিন্তু কোনও পরিবর্তন হয়নি। তাই দল ছেড়েছি।” অর্থের বিনিময়ে দলত্যাগের অভিযোগ উড়িয়ে দেন তিনি। দুর্গাপুর থেকে মুকুলবাবুরা সুনীলবাবুর বাড়িতে যান বলে তৃণমূল সূত্রে খবর।
|
খনিতে লুঠপাট মাধাইপুরে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
খনিতে ঢুকে লুঠপাট চালাল এক দল দুষ্কৃতী। শনিবার গভীর রাতে ফরিদপুর (লাউদোহা) থানার মাধাইপুর কোলিয়ারির ঘটনা। খনিকর্মীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও খনির কিছু যন্ত্রাংশ নিয়ে দুষ্কৃতীরা পালায় বলে অভিযোগ। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ ও খনি সূত্রে জানা গিয়েছে, রাতের পালিতে কাজ করছিলেন বেশ কয়েক জন কর্মী। সেই সময়ে ২০-২৫ জনের একটি দল খনিতে ঢুকে পড়ে কর্মীদের কাছ থেকে জিনিসপত্র কেড়ে নেয়। এর পরে খনির বেশ কিছু যন্ত্রাংশ নিয়ে পালায় তারা। খনির নিরাপত্তাকর্মী বীরেন্দ্র প্রসাদ জানান, চিৎকার করলে খুনের হুমকি দেওয়া হয় তাঁদের। খনিকর্মী সঞ্জয় সিংহ বলেন, “হঠাৎ এমন ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়ি।” খনির ম্যানেজার বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় জানান, পুলিশকে তৎক্ষণাৎ খবর দেওয়া হয়। খবর পেয়েই তারা দ্রুত খনিতে যায় বলে জানিয়েছে পুলিশ। খনি সূত্রে জানা গিয়েছে, পুলিশ, সিআইএসএফ ও খনির নিরাপত্তারক্ষী রাতেই অজয় নদের ধার থেকে কিছু যন্ত্রাংশ উদ্ধার করে। পুলিশ জানায়, সম্ভবত দুষ্কৃতীরা অজয় নদের ওপারে বীরভূম থেকে এসেছিল। এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানিয়েছেন, খোয়া যাওয়া মোবাইল ফোনগুলির গতিবিধি নজরে রাখার চেষ্টা হচ্ছে।
|
ধৃত চিকিৎসকের মুক্তি চেয়ে সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মাওবাদী কার্যকলাপে জড়িত সন্দেহে ধৃত চিকিৎসক সমীর বিশ্বাসের নিঃশর্ত মুক্তি চেয়ে রবিবার আসানসোলে একটি গণ সম্মেলনের আয়োজন হয়। আয়োজক সংগঠন ‘আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের’ নেত্রী স্বাতী ঘোষ ওই চিকিৎসকের নিঃশর্ত মুক্তি চেয়ে প্রস্তাব পাঠ করেন। মানবাধিকার কর্মী সুজাত ভদ্রের দাবি, সমীর বিশ্বাস এক জন জনদরদী চিকিৎসক। তাঁকে দেশ ও জাতীর স্বার্থে তাঁকে মুক্তি দিতে হবে। সম্মেলনে অনেকেই দাবি করেন, ওই চিকিৎসক খুবই অসুস্থ। চিকিৎসার জন্যও তাঁকে মুক্তি দেওয়া প্রয়োজন। গত ১২ ডিসেম্বর রাতে আসানসোলের মহিশীলা কলোনিতে আত্মীয়ের বাড়ি থেকে ইসিএলের প্রাক্তন চিকিৎসক সমীরবাবুকে গ্রেফতার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশ জানায়, প্রায় তিন বছর তিনি অন্যত্র গা ঢাকা দিয়েছিলেন। বছর তিনেক আগে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে সমীরবাবুর পরিচারককে গ্রেফতার করা হলেও তিনি পালিয়ে গিয়েছিলেন।
|
কারখানায় কর্মী মৃত জামুড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • জামুরিয়া |
কারখানায় কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হল এক কর্মীর। ঘটনাটি ঘটেছে জামুরিয়ার শেখপুর এলাকায় একটি স্পঞ্জ আয়রন কারখানায়। পুলিশ জানায়, মৃতের নাম সঞ্চয় দত্ত (২৮)। কারখানা সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতের পালিতে কাজ করছিলেন সঞ্চয়বাবু। কাজ সেরে একটি সিঁড়ি দিয়ে নামার সময়ে হঠাৎ পা হড়কে নিচে পড়ে যান তিনি। হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এবং মৃতের স্বজনের চাকরির দাবিতে আইএনটিটিইউসি-র নেতৃত্বে রবিবার কাজ বন্ধ করে দিনভর বিক্ষোভ দেখান কর্মীরা। কর্তৃপক্ষ জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে।
|
রানিগঞ্জে উৎসব
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বিবেকানন্দ সেবাকেন্দ্রের উদ্যোগে দু’দিনের রামকৃষ্ণ-সারদা-বিবেকান্দ জন্ম উৎসব আয়োজিত হল রানিগঞ্জ কুমারবাজারে। শনিবার ‘বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন’-এ ১৬৭ জন যুবক ও ১৫০ জন যুবতী অংশ নেন। বেলুড় ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের আচার্য স্বামী দেবপ্রিয়ানন্দ এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের শিক্ষক স্বপন বন্দ্যোপাধ্যায় এক আলোচনায় যোগ দেন। রবিবার সকালে শোভাযাত্রা হয়। দুপুরে ধর্মসভায় ছিলেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ ও আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সুখানন্দ। দু’দিনের অনুষ্ঠানে যোগব্যায়াম, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
|
সগড়ভাঙায় অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
একটি সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে দু’দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান হল সগড়ভাঙার হাউসিং প্রাথমিক স্কুলে। শনিবার ও রবিবার এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিল্পীরা যোগ দেন। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক ও লোকগানের উপরে প্রতিযোগিতা হয়। উদ্যোক্তারা জানান, যোগ দিয়েছিলেন সাড়ে চারশো জন। ওই সংস্থার সভাপতি তপন দে জানান, এই অনুষ্ঠান দ্বিতীয় বছরে পড়ল। শনিবার গুণীজন ও স্থানীয় শিল্পীদের সংবর্ধনাও দেওয়া হয়।
|
টিএমসিপি-র মিছিল |
মহকুমার সব ক’টি কলেজে ছাত্র সংসদ দখল করায় আসানসোলে বিজয় মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের বর্ধমান জেলা সভাপতি অশোক রুদ্রের নেতৃত্বে আয়োজিত এই মিছিল আসানসোল শহরে পরিক্রমা করে। |
|