আন্তঃ জেলা অনূর্ধ্ব ১৪ ক্রিকেটের বীরভূম জোনে চ্যাম্পিয়ান হল বর্ধমান। এই জোনের খেলাগুলি হয় বীরভূমে। প্রথম ম্যাচে মুর্শিদাবাদকে বড় ব্যবধানে হারানোর পরে বীরভূমকে ১৩৫ রানে হারায় বর্ধমান। এই জয়ের সুবাদে বর্ধমান প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উঠল। বীরভূমের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বর্ধমান ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান করে। বর্ধমানের হয়ে প্রদীপ ভকত করেন অনবদ্য ১২০ রান। এ ছাড়াও সুব্রত চক্রবর্তী (৪৬) ও অর্ক সরকার (৩০) ভাল রান করেন। পরে ব্যাট করতে নেমে বীরভূম ৩১ ওভারে মাত্র ৫৩ রানে অল আউট হয়ে যায়। বর্ধমানের অফস্পিনার শাশ্বত ঘোষ ৪ ওভার বল করে মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট দখল করেন। দলের অন্য অফ স্পিনার সুব্রত চক্রবর্তী ৬ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট পান। দুই পেসার অভিজিত্ শীল ১২ রানে ২ উইকেট ও অর্ক সরকার ১০ রানে ২ উইকেট দখল করেছে। অনূর্ধ্ব ১৪ বিভাগের রাজ্য স্তরের ক্রিকেটের এ বছরের খেলা হবে ১৪-১৬ ফেব্রুয়ারি হুগলিতে।
|
৩৭তম বর্ধমান জেলা জঙ্গলমহল আদিবাসী ক্রীড়া অনুষ্ঠিত হল রবিবার। প্রতিযোগিতাটি হয় কাঁকসার রঘুনাথপুর একলব্য মাঠে। জেলার এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, এই প্রতিযোগিতায় বর্ধমানের আউশগ্রাম, বুদবুদ কাঁকসা ছাড়াও বীরভূম জেলার পাঁচটি থানার প্রায় শ’খানের প্রতিযোগী যোগ দিয়েছিল। প্রতিযোগিতার ৩২টি ইভেন্টে ছিলেন প্রায় ১৫০০ আদিবাসী। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ও চন্দ্রনাথ সিংহ।
|
রাধারানি স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তঃ মহকুমা অ্যাথলেটিক্স মিটে মেয়েদের বিভাগে ১১৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ান হল বর্ধমান। দ্বিতীয় হয়েছে দুর্গাপুর ও তৃতীয় হয়েছে আসানসোল। প্রতিযোগিতার সেরা অ্যাথলিট হয়েছেন বর্ধমানের শ্রাবনী মিত্র। তিনি ১০০, ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান পেয়েছেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলাশাসক সৌমিত্র মোহন।
|
কল্যাণ স্মৃতি সঙ্ঘের উদ্যোগে দাঁইহাট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে পাণ্ডুয়া ও চুঁচুড়া বি এম। প্রথম সেমিফাইনালে পাণ্ডুয়া হাওড়া সহযাত্রীকে ও দ্বিতীয় সেমিফাইনালে চুঁচুড়া নাইজেরিয়া একাদশকে হারিয়ে ফাইনালে ওঠে।
|
তৃণমূল ক্রীড়া সেল ও ‘মমতা ব্রিগেড’-এর যৌথ উদ্যোগে আয়োজিত হল দেবাশিস ঘটক স্মৃতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ছিল ৩৮টি ইভেন্ট। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ অভিজিত্ ঘটক, কাউন্সিলর রকেট চট্টোপাধ্যায় ও বোরো চেয়ারম্যান প্রবাল বসু। ও আয়োজক সংস্থার সম্পাদক রাজু ইকবাল।
|