বোলিং ইউনিট হিসেবে অন্যতম সেরা স্পেল, বলছেন জাহির
প্রথম ইনিংসে তিনশোর উপর রানে পিছিয়ে পড়ার পরে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১০৫ রানে শেষ করে দেওয়াটা ভারতীয় বোলিং বিভাগের অন্যতম সেরা দলগত পারফরম্যান্স। এমনটাই মনে করছেন টিম ইন্ডিয়ার সবচেয়ে অভিজ্ঞ পেসার জাহির খান।
“একটা বোলিং ইউনিট হিসেবে এটা আমাদের অন্যতম সেরা স্পেল। সব বোলারই দুর্দান্ত খেলেছে। ইউনিট হিসেবে আমাদের বোঝাপড়া একদম ঠিক ছিল। এটা দলগত সাফল্য। বিপক্ষকে কম রানে আউট করার জন্য এই জিনিসটা সবচেয়ে জরুরি,” বলে জাহির আরও যোগ করেছেন, “শেষ বার মনে হয় ২০০১ সালে ত্রিনিদাদে এ রকম দলগত সাফল্য পেয়েছিলাম। সব বোলারই তিনটে করে উইকেট তুলেছিল। ওটাও দলগত চেষ্টা ছিল।”
ভারতীয় বোলারদের মধ্যে প্রথম টেস্টে সবচেয়ে সফল ইশান্ত শর্মা। দুই ইনিংস মিলিয়ে ন’উইকেট পেয়েছেন তিনি। ৫৪টা টেস্ট খেলার অভিজ্ঞতা যে ইশান্ত কাজে লাগাতে পারছেন, তা নিয়ে খুশি জাহির। তিনি বলেছেন, “ইশান্ত অনেক দিন ধরে খেলছে। ওর উইকেট পাওয়াটা খুব জরুরি। এই পর্যায়ের ক্রিকেটে প্রভাব ফেলার মতো ক্ষমতা ওর আছে। ইশান্ত যে উইকেটের মধ্যে ফিরল, তাতে আমি খুব খুশি।”

জাহির: ৯-২-২৩-২
শনিবারের ইডেন পার্কে ভারতীয় বোলারদের সাহায্য করেছে দলের দুর্দান্ত ফিল্ডিংও। রবীন্দ্র জাডেজা আর অজিঙ্ক রাহানের ক্যাচে যেমন এসেছে কেন উইলিয়ামসন আর রস টেলরের গুরুত্বপূর্ণ উইকেট। প্রথম ইনিংসে কয়েকটা ক্যাচ ফস্কানোর প্রেক্ষিতে এই ফিল্ডিং পারফরম্যান্স আরও দামি, মনে করছেন জাহির। “স্লিপ কর্ডনেও আমরা দুর্দান্ত ফিল্ডিং করেছি। ক্যাচ ধরতে পারাটা সত্যিই তফাত গড়ে দেয়,” বলেছেন তিনি।
প্রথম ইনিংসে শর্ট বলের আধিক্যের তুলনায় দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলাররা লেংথে বদল এনে ফুল লেংথে বেশি বল করছিলেন। যা নিয়ে জাহিরের ব্যাখ্যা, “ওদের প্রথম ইনিংসে ওটাই আমাদের পরিকল্পনা ছিল। দলগত ভাবে আগ্রাসী বল করা। বাউন্সার দেওয়ায়ও আমাদের প্ল্যানের একটা অংশ ছিল। দ্বিতীয় ইনিংসে ফোকাস ছিল একটা নির্দিষ্ট জায়গায় বল করে যাওয়া। যেটা খুব কাজে লেগেছে।”
জাহিরের মতে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ের পিছনে ইডেন পার্ক পিচ নয়, আসল ভূমিকা ভারতীয় বোলারদের। “পিচটা ভাল। কিন্তু ওদের বিপর্যয়ের পিছনে ছিল আমাদের শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ের তৈরি করা চাপ। মনে হয় না উইকেটে খুব বেশি বদল হয়েছে। বরং বলব পিচটা আরও ভাল হয়েছে,” বলছেন জাহির। পাশাপাশি নতুন বলটা কাজে লাগানো নিয়ে তিনি বলেছেন, “নতুন বলে এমনিই আমরা বেশি সাহায্য পাই। আজ নতুন বলটা আমাদের ব্যাটসম্যানরা সামলে দিয়েছে। আশা করব কালকের দিনটা আরও ভাল যাবে। ম্যাচের ছন্দ এখন আমাদেরই হাতে। কাল শুরুটা ভাল হওয়া এখন খুব গুরুত্বপূর্ণ।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.