|
|
|
|
ধর্ষিত মণিপুরী কিশোরী, ফের উত্তাল দিল্লি |
সংবাদ সংস্থা • নয়াদিল্লি ও ইটানগর
৮ ফেব্রুয়ারি
|
নিদো টানিয়ার মৃত্যুর রেশ কাটতে না-কাটতেই উত্তর-পূর্বের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফের উত্তাল নয়াদিল্লি।
দিল্লিতে বসবাসকারী উত্তর-পূর্বের পড়ুয়াদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় বসন্ত বিহার থানা চত্বরে। পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। হয় রাস্তা অবরোধ। পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের।
পুলিশ সূত্রের খবর, গত রাতে দক্ষিণ দিল্লির মুনিরকা এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে তার বাড়িওয়ালার ছেলে ধর্ষণ করে বলে অভিযোগ। আদতে মণিপুরের বাসিন্দা ওই কিশোরীর অভিযোগ, রাত সাড়ে ১০টা নাগাদ কিছু জিনিস কিনতে পাড়ার মুদির দোকানে যাচ্ছিল সে। মাঝরাস্তায় ভিকি নামে বছর আঠারোর ওই তরুণ তাকে জোর করে তুলে নিয়ে যায়। নির্জন জায়গায় মেয়েটিকে ধর্ষণ করে সে। ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ‘প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস’ আইনে মামলা রুজু করা হয়েছে।
দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন বরখা সিংহ ঘটনাস্থলে যান। বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন। পরে, এ বিষয়ে দিল্লির উচ্চপদস্থ পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেন বরখা। তিনি বলেন, “মেয়েটির মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের ফাঁসি চাই।”
এই ঘটনায় দিল্লি পুলিশকে কাঠগড়ায় তুলেছে ক্ষমতাসীন ‘আম আদমি পার্টি’। ওই এলাকার স্টেশন হাউস অফিসারকে (এসএইচও) বরখাস্ত করার দাবি করেছে তারা। দলের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের জঘন্য ঘটনার জেরে মানুষের ক্ষোভ ক্রমে বাড়ছে। উল্লেখ্য, আজই মণিপুরে জনসভায় দিল্লিতে উত্তর-পূর্বের নাগরিকদের নিরাপত্তা দিতে কেন্দ্রীয় এবং দিল্লি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তোলেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী।
২৯ জানুয়ারি দিল্লির লাজপত নগরে এক দোকানদার ও তার বন্ধুদের মারধরে মৃত্যু হয় অরুণাচলের বাসিন্দা নিদো টানিয়ার। নয়াদিল্লিতে একটি কলেজে প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি। নিহত ওই তরুণের মা-বাবা আজ ইটানগরে জানিয়েছেন, উত্তর-পূর্বের বাসিন্দাদের সঙ্গে দেশের অন্য প্রান্তের লোকেদের বিদ্বেষমূলক আচরণ বন্ধ করতে তাঁরা লড়াই চালিয়ে যাবেন। নিদোর বাবা, সংসদীয় সচিব (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ) নিদো পবিত্রা জানান, মুখ্যমন্ত্রী নাবাম টুকির নেতৃত্বে এক প্রতিনিধি দল এ বিষয়ে আইন প্রণয়নের দাবি নিয়ে নয়াদিল্লি যাবে। |
|
|
|
|
|