দেশের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরুদ্ধে পুরনো একটি মামলা ফের চালু করেও বন্ধ করতে বাধ্য হল মিশরের আদালত। ২০১১ সালে যখন দেশ জুড়ে মুবারক-বিরোধী আন্দোলন চলছিল, সেই সময়ে তিনি প্রতিবাদীদের খুনের নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়। সেই মামলা ফের শুরু হলেও শনিবার অসুস্থ হয়ে পড়েন মুবারক। বেশ কিছু দিন ধরেই ক্যানসারে ভুগছেন তিনি।
|
শনিবার ব্রিটেনের বন্যা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ দিন মূলত তাঁর গন্তব্য ছিল সমারসেট। বন্যাবিধ্বস্ত নাগরিকদের সঙ্গে দেখা করে তিনি আশ্বাস দেন, প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ করছে সরকার। ওই এলাকার নদীগুলি থেকে পলি তোলার কাজ বন্ধের যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল তা ভুল ছিল বলেও স্বীকার করে নেন ক্যামেরন। |