টুকরো খবর
মৃতের নামে আত্মসাতের অভিযোগ মাথাভাঙায়
মৃত ব্যক্তির নাম মাস্টার রোলে দিয়ে ১০০ দিনের কাজের লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠছে গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। শুক্রবার ওই অভিযোগ জানিয়ে মাথাভাঙা মহকুমা শাসককে স্মারকলিপি দেন কুর্শামারি পঞ্চায়েতের বাসিন্দাদের একাংশ। ওই গ্রাম পঞ্চায়েতের বড় খলিসামারি এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই মাস্টাররোলে ৬২ জনের নাম ভুয়ো রয়েছে। এদের মধ্যে অধিকাংশের মৃত্যু হয়েছে। বাকিরা বাইরে থাকেন। গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ অবশ্য এমন ঘটনা ঠিক নয় বলে দাবি করেছেন। মাথাভাঙার মহকুমাশাসক শশীকুমার চৌধুরী তদন্তের নির্দেশ দিয়েছেন। গ্রাম পঞ্চায়েত সূত্রের খবর, কিছুদিন আগে বড় খলিসামারি গ্রামে একটি রাস্তা তৈরির কাজ হয়। গ্রামের বাসিন্দা আবদুর রঊফ, সফিরুল হক, বাবুলাল মিঁয়াদের অভিযোগ, “ওই কাজে দেখানো হয়েছে ১৪০ জন শ্রমিক ১৪ দিন করে কাজ করেছেন। তাঁদের নামে ২ লক্ষ ৯৯ হাজার টাকা তা তুলে নেওয়া হয়। মাস্টাররোলে ৬২ জনের নাম ভুয়ো ঢোকানো হয়েছে। তাঁদের নামে ১ লক্ষ ৩১ হাজারের বেশি টাকা তুলে নেওয়া হয়েছে।” গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান অধর চন্দ্র বর্মন বলেন, “গ্রাম পঞ্চায়েতকে বদনাম করার জন্য চক্র কাজ করছে। এটা সেখান থেকে হচ্ছে বলে মনে হচ্ছে। এলাকার পঞ্চায়েত সদস্য এবং কাজের সুপারভাইজারকে ডেকে কথা বলব।” সম্প্রতি ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় দিন কয়েক আগেও ১০০ দিনের কাজের টাকা না পাওয়ার অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন গ্রামের বাসিন্দারা। তিন মাস ধরে তাঁরা ১০০ দিনের কাজের টাকা পাচ্ছিলেন না বলে অভিযোগ। পরে বিডিওর আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সুবর্ণজয়ন্তী উৎসব শুরু
মালদহের রাষ্ট্রীয় শিক্ষক প্রশিক্ষণ কলেজের সুবর্ণজয়ন্তী বর্ষপূর্তি উৎসব বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ১৯৬৪ সালে পথ চলা শুরু করেছিল এই কলেজের। এখন পর্যন্ত১২ হাজার ছাত্র ছাত্রী এই শিক্ষক প্রশিক্ষণ কলেজ থেকে পাশ করে জেলা ও জেলার বাইরে বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতা করছেন। চার দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যে পযর্টনমন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী। প্রাক্তনীদের গান, কলকাতার নাটক থেকে শুরু সমকালীন সমাজ ও বাংলা নাটকের গতিপ্রকৃতি নিয়ে আলোচনায় সামিল হন মনোজ মিত্র। শুক্রবার সন্ধ্যায় অন্য থিয়েটারের ছোট ছোট বাড়ি সকলের মন জয় করেছে। শনিবার বিগ সায়েন্স এন্ড দ্য ফিউচার অফ সায়েন্স হোয়াই সায়েন্স সেমিনারে আলোচনা করবেন পথিক গুহ ও অধ্যাপক সুবীর সরকার। রবিবার একবিংশ শতকের প্রেক্ষাপটে ঐতিহ্য আধুনিকতা নিয়ে সেমিনারে আলোচনা করবেন শিক্ষাবিদ পবিত্র সরকার ও অধ্যাপক শক্তি পাত্র। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে।

ভুয়ো বিল বানিয়ে টাকা আত্মসাত করার নালিশ
একশো দিনের কাজে ভুয়ো বিল বানিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিজেপির এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, এক মহিলা সহ বেশ কয়েক জন শ্রমিকের জব কার্ড ও পাশ বই ব্যবহার করে ভুয়ো বিল বানিয়ে টাকা আত্মসাত করা হয়েছে। আলিপুরদুয়ার ২ ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের বাকলা স্কুলডাঙ্গার বাসিন্দা রতিবালা মজুমদার পঞ্চায়েত প্রধান এবং বিডিও-র কাছে লিখিত ভাবে এই অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, “বার্ধক্য-ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে আমার থেকে জব কার্ড ও পাশ বুক নিয়ে নেওয়া হয়। খোঁজ নিয়ে জানতে পারি আমার জব কার্ড ব্যাবহার করে ৩০২০ টাকা মজুরি তোলা হয়েছে। আমি কোনও কাজ করিনি, তবু জব কার্ডে কাজ দেখিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে।” এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলন শুরু করেছে তৃণমূল। তৃণমূল নেতা সুবল পণ্ডিত, পরেশ দেবনাথদের অভিযোগ, গ্রামের অনেকের নামেই ভুয়ো বিলে টাকা তুলে নেওয়ার অভিযোগ মিলেছে। অবিলম্বে তদন্ত করে কড়া পদক্ষেপ করতে হবে। অভিযুক্ত বিজেপির ওই পঞ্চায়েত সদস্য কৃষ্ণ দেবনাথ বলেন, “ওই মহিলা আমার কাছে আসেননি। পদ্ধতিগত ভুলে এমন ঘটতে পারে। তবে খোঁজ নিয়ে দেখব। এ ভাবে কেউ টাকা তুলতে পারে না।” বিডিও সজল তামাং বলেন, “তদন্ত করতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।”

খুলল কলেজ
দশটা দিন বন্ধ থাকার পর শুক্রবার ফের খুলল মালদহের চাঁচল কলেজ। ২৭ জানুয়ারি কলেজের ছাত্র সংসদ ভোটের দিন ব্যালট বাক্স লুঠের নালিশ কেন্দ্র করে ৩ ছাত্র সংগঠন সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারপর দিন থেকেই কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পরিচালন সমিতি। শুক্রবার কলেজে স্বাভাবিক ভাবে পঠন-পাঠন শুরু হয়েছে।

ফর্ম বিলি শুরু
মালদহের চাঁচল ডাকঘর থেকে স্কুল সার্ভিস কমিশনের ফর্ম দেওয়া শুরু হল। শুক্রবার থেকে ওই ফর্ম দেওয়া শুরু হয়েছে বলে ডাকঘর সূত্রে জানা গিয়েছে। চাঁচল ডাকঘর থেকে ফর্ম দেওয়ার ব্যবস্থা না থাকায় বৃহস্পতিবার বিক্ষোভ দেখায় নাগরিক মঞ্চের সদস্যরা। এরপরই চাঁচল ডাকঘর থেকে ফর্ম দেওয়ার সিদ্ধান্ত নেয় ডাকঘর কর্তৃপক্ষ।

বৃদ্ধের দেহ উদ্ধার
শুক্রবার সকালে বালুরঘাট থানার গোপালবাটি অঞ্চলের নপাড়া মাঠ থেকে এক বৃদ্ধের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উপেন মণ্ডল (৬০)। তাঁর বাড়ি হিলি থানার বিনশিরা অঞ্চলের ঈশ্বরপাড়া এলাকায়।

দুর্ঘটনায় মৃত্যু
ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম মহম্মদ রাজা (১৭)। এ দিন বাড়ির পাশের রেল লাইনে কলকাতাগামী একটি ট্রেন ওই যুবককে ধাক্কা মারলে তাঁর শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.