কালিয়াচকে ফরওয়ার্ড ব্লকের পার্টি অফিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ কালিয়াচক ১ ব্লক অফিস লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। দলের অভিযোগ, পার্টি অফিসে আগুন লাগার পর দলের নেতা কর্মীরা তিনশো মিটার দূরে কালিয়াচক থানায় একাধিক বার ফোন করলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। মালদহ শহর থেকে দমকলের দুটি ইঞ্জিন কালিয়াচকে গেলেও আগুনের হাত থেকে দফতরটি বাঁচানো যায়নি। কালিয়াচক ১ ব্লকে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে আড়াই কাঠা সরকারি খাস জমিতে ১৯৮২ সালে থেকে ফরওয়ার্ড ব্লকের এই অফিসটি রয়েছে। |
ইঁটের গাথনি উপরে চাটাই ও টিনের ছাদ দেওয়া ছিল। একটি লম্বা বারান্দা-সহ দফতরে দুটি ঘর ছিল। আগুনে পুরোটাই ভস্মীভূত হয়েছে। ফব-র ব্লক সম্পাদক সামেদ আলি শুক্রবার বলেন, “রাত ১১ টা দলীয় দফতর বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। রাত দেড়টা নাগাদ পার্টি অফিস লাগোয়া সিপিএমের এক নেতা মুকাদ্দর শেখ টেলিফোন করে আমাকে বিষয়টি জানান। গিয়ে দেখি স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করছেন। শুক্রবার ভোট চারটে অবধি সেখানে পুলিশ আসেনি।”
ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক শ্রীমন্ত মিত্র এই দিন বলেন, “পার্টি অফিসে কারা আগুন লাগিয়েছে তা বোঝা যাচ্ছে না। থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। এ বার পুলিশ দেখুক কারা ওই কাজ করেছে।” তিনি জানান, “আগুন লাগার খবর জানাতে রাতেই ১০ বার কালিয়াচক থানায় ফোন করা হয়েছিল। তাও তারা আসেনি। শুক্রবার সকালে ঘটনাস্থলে পুলিশ যায়।” জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “ফরওয়ার্ড ব্লকের নেতাদের অভিযোগ ঠিক নয়। আগুন লাগার খবর পাওয়ার পরই পুলিশ দমকলকে খবর দিয়ে ঘটনাস্থলে গিয়েছিল। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। ।” |