রায়গঞ্জ থেকে দিল্লীগামী একমাত্র সাপ্তাহিক গরিব নওয়াজ এক্সপ্রেসকে রোজ চালানোর দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করছে বিভিন্ন সংগঠন ও কংগ্রেস। তিন বছরেরও বেশি সময় চলতে থাকা আন্দোলনের জেরে রেল সাপ্তাহিক গরিব নওয়াজ এক্সপ্রেসটির পরিবর্তে রাধিকাপুর থেকে দিল্লিগামী আনন্দবিহার এক্সপ্রেস ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এতে গোটা রায়গঞ্জ মহকুমা জুড়েই খুশির হাওয়া।
আজ, শনিবার রাত ৮টা বেজে ১০ মিনিটে রাধিকাপুর স্টেশন থেকে দিল্লিগামী আনন্দবিহার এক্সপ্রেস যাত্রা শুরু করবে। সূচনা করবেন রায়গঞ্জের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ স্টেশনে পৃথক অনুষ্ঠান হবে। ইতিমধ্যে রাধিকাপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ স্টেশনে ট্রেনের সময়সূচি ও স্টপের তালিকা পাঠিয়ে দেয় রেল। উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম অরুণ শর্মা বলেন, “রায়গঞ্জের নানা মহল থেকে দিল্লিগামী সাপ্তাহিক ট্রেনটিকে দৈনিক চালানোর তোলা হচ্ছিল। তাই আনন্দবিহার এক্সপ্রেস চালু হল।” |
রেল সূত্রের খবর, গত তিনমাস ধরে দীপাদেবী নিয়মিত দিল্লিতে গিয়ে রেলমন্ত্রী-সহ মন্ত্রকের অফিসারদেরর কাছে রায়গঞ্জ মহকুমার ব্যবসায়ী আর বাসিন্দাদের প্রয়োজনীয়তার কথা বলে রাধিকাপুর থেকে দিল্লি একটি দৈনিক ট্রেন চালানোর জন্য অনুরোধ করেন। দীপাদেবীর সাংসদ প্রতিনিধি জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেছেন, “মহকুমাবাসীর প্রয়োজনের কথা দীপাদেবী রেল মন্ত্রী ও মন্ত্রকের কর্তাদের বোঝাতে পেরেছেন। সেই কারণেই রেল নতুন ট্রেন চালু করল।”
রায়গঞ্জ স্টেশন সুপার জয়ন্ত চন্দ এ দিন জানিয়েছেন, রায়গঞ্জ মহকুমার যাত্রী, ব্যবসায়ী আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনে তিনটি স্লিপার, একটি থ্রি টায়ার শীতাতপনিয়ন্ত্রিত কামরা, দুটি পার্সেল ভ্যান সংরক্ষণের অগ্রাধিকার পাবেন। দুটি সাধারণ কামরাও থাকছে। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী ও পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত সোম বলছেন, “রাধিকাপুর-দিল্লিগামী ট্রেন সপ্তাহে এক দিন চলায় চিকিৎসা, ব্যবসা-সহ নানা কারণে দিল্লি যেতে সমস্যা হত। ট্রেনটিকে পার্সেল ভ্যানও ছিল না। আমাদের আন্দোলন ও দীপা দেবীর উদ্যোগে সমস্যা দূর হল।”
এত দিন গরিব নওয়াজ এক্সপ্রেস প্রতি রবিবার সকাল, সোমবার রাতে যথাক্রমে রাধিকাপুর ও দিল্লি স্টেশন থেকে ছাড়ত। সেটির জায়গায় আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত ৮টা ১০ মিনিটে রাধিকাপুর স্টেশন, ৮টা ২৪ মিনিটে কালিয়াগঞ্জ স্টেশন, ৮টা ৪৬ মিনিটে রায়গঞ্জ স্টেশন ছেড়ে পরদিন রাত ৮টা ৫০ মিনিটে দিল্লির আনন্দ বিহার স্টেশনে পৌঁছবে। উল্টো দিকে, প্রতিদিন সকাল ৭টা ৪০ মিনিটে আনন্দ বিহার থেকে ছেড়ে পর দিন সকাল ৬টা ৫৯ মিনিটে রায়গঞ্জ, ৭টা ৩৬ মিনিটে কালিয়াগঞ্জ ও ৮টা ২০ মিনিটে রাধিকাপুর পৌঁছবে। |