পুস্তক পরিচয় ২...
অতিকথনের আড়াল পেরিয়ে মানুষের খোঁজে
শ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে চর্চা কম হয়নি। এ বার অনেক অতিকথনের আড়ালে ঢাকা পড়ে যাওয়া মানুষটিকে খুঁজতে চেয়েছেন ব্রায়ান হ্যাচার, তাঁর বিদ্যাসাগর/ দ্য লাইফ অ্যান্ড আফটার লাইফ অব অ্যান এমিনেন্ট ইন্ডিয়ান (রুটলেজ, ৩৪৫.০০) বইয়ে। বিদ্যাসাগরের মৃত্যুতে বাঙালি সমাজে যে ঝড় উঠেছিল, দুর্লভ নথিপত্রের মাধ্যমে সবিস্তারে সে কথাই তুলে ধরেছেন উদয়ন মিত্র (ঈশ্বরচন্দ্র/ এক নক্ষত্রের প্রয়াণ, সোপান, ৩৫০.০০)। বিদ্যাসাগরের সঙ্গে সমসময়ের বিশিষ্ট ব্যক্তিত্বদের পারস্পরিক সম্পর্কের সূত্র অনুসন্ধানের উদ্যোগ তাপস ভৌমিক সম্পাদিত বিদ্যাসাগর ও অন্যান্য ব্যক্তিত্ব বইয়ের (কোরক, ১৫০.০০) নানা গুরুত্বপূর্ণ আলোচনায়।
কেউ-কেউ মনে করেছিলেন যে ছবি আঁকাটা কবির বুড়ো বয়সের খেয়াল। কিন্তু তাঁর আঁকা ভারতীয় চিত্রকলাকে কী ভাবে বিশ্বময় আধুনিকতার রাজপথে নিয়ে গিয়েছে, এবং আধুনিক ভারতীয় শিল্পের ইতিহাসে তাঁর স্থান কোথায়, তা নিয়েই সত্যজিৎ চৌধুরীর ‘ললিতমোহন সেন স্মারক বক্তৃতা’র গ্রন্থরূপ রবীন্দ্রনাথের আঁকা ছবি/ চিত্রকর রবীন্দ্রনাথ (সহজপাঠ ও যাপন, ৬০.০০)। রবীন্দ্রনাথের গান তো শুধু বাণী নয়, সুর আর ছন্দও। এই তিনে মিলে এক নতুন রচনা রবীন্দ্রসঙ্গীত। কবির সেই শিল্পে কী ভাবে ঘটে অনির্বচনীয়ের প্রকাশ, তা নিয়েই সন্জীদা খাতুন-এর তাঁর গান: আমার কাছে (মনফকিরা, ১০০.০০)।
রবীন্দ্রনাথ ঠাকুরের যাবতীয় চিঠিপত্র, প্রাপকের পত্র-সহ খণ্ডে খণ্ডে প্রকাশের পরিকল্পনায় প্রকাশিত হয়েছে রবীন্দ্রপত্রাভিধান ২ (পত্রলেখা, ৪৫০.০০)। প্রাপক-নামের বর্ণানুক্রমে সাজানো এই সংকলনে আছে বহু প্রাসঙ্গিক টীকাও। একক উদ্যোগে কাজটি করছেন বিজন ঘোষাল। চিন্তাবিদ রবীন্দ্রনাথকে তাঁরই লেখার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা রবীন্দ্রনাথের প্রগতিভাবনা (সম্পা. অলোক রায়, এনবিটি, ২৩০.০০)। ‘নবজাগরণের অগ্রদূত’ সিরিজের সূচনা হল রবীন্দ্রনাথের রচনাসংকলন দিয়ে।
বাংলা গানের বিবর্তনের ইতিহাসের প্রেক্ষিতে রবীন্দ্রসঙ্গীতের শিল্পরূপ নিয়ে করুণাময় গোস্বামীর বই দি আর্ট অব টেগোর সংস (সাহিত্য প্রকাশ, পরি: নয়া উদ্যোগ, ২০০০.০০)। আর্ট পেপারে সুমুদ্রিত বই, সুলিখিতও। বাংলা রবীন্দ্ররচনায় বই ও বইয়ের অনুষঙ্গ থেকে সংকলন রবীন্দ্র-রচনায় গ্রন্থ ও প্রাসঙ্গিক বিষয় (সম্পা. অনির্বাণ রায়, ছাতিম বুকস, ৩৯৫.০০)। শুধু সাহিত্য-সমালোচনার বই ছাড়া রবীন্দ্ররচনার বাকি অংশ থেকে প্রসঙ্গ সংকলিত। পরিশিষ্টে কয়েকটি স্মৃতিকথা সংযোজিত। আশ্রমিক জগদানন্দ রায়ের জীবন ও কর্মের কথা তেমন ভাবে আলোচিত হয়নি। সুবিমল মিশ্র সেই কাজটিই করলেন তাঁর সম্পাদিত শান্তিনিকেতন ব্রহ্মবিদ্যালয়/ জগদানন্দ ও রবীন্দ্রনাথ বইয়ে (পরি: দে’জ, ৩৫০.০০)। জগদানন্দকে নিয়ে নানা লেখা, তাঁর স্মৃতি, রচনাপঞ্জি।
আইনস্টাইন-রবীন্দ্রনাথ সাক্ষাৎ-পরিচয়ের দিন ক্ষণ-স্থান নিয়ে এখনও আঁধার কাটেনি। নানা দেশের অভিলেখাগার থেকে বহু পরিশ্রমে তথ্য সংকলন করে পরিচিত বিবরণীর পর্যালোচনা করেছেন সঞ্জীব মুখোপাধ্যায়, তাঁর রবীন্দ্রনাথ-আইনস্টাইন/ এক অমীমাংসিত সংলাপ (সাহিত্য সংসদ, ৫০০.০০) বইয়ে। দুই মনীষীর আলোচনার সূত্র ধরে দেশিবিদেশি লেখকদের বক্তব্য একত্র করতে পেরেছেন সম্পাদক, আছে নানা দুর্লভ নথি। নির্মলকুমারী মহলানবিশের কবির সঙ্গে দাক্ষিণাত্যে নতুন করে প্রকাশ পেল (সম্পা: সুপ্রিয় ভট্টাচার্য, সাগ্নিক বুকস, ২০০.০০)। কবিই যে পণ্ডিচেরিতে শ্রীঅরবিন্দের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তা প্রামাণিক নথি সহ দেখিয়েছেন সম্পাদক।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.