পুস্তক পরিচয় ১...
অস্থির সময়ের আর্তনাদ অস্পষ্ট নয়
মাজ, শিক্ষা, সাহিত্য, গান, নাটক, রাজনীতি, অর্থনীতির পরিসরে অশোক মিত্রের রচনা-সংকলন বিক্ষিপ্ত অর্ধশতক (আনন্দ, ২৫০.০০)। লেখকের মতে, ‘সব মিলিয়ে হয়তো একটি অস্থির সময়ের আর্তনাদ আদৌ অস্পষ্ট নয়।’
প্রায় চল্লিশ বছর পর ‘সম্পূর্ণ পুনর্লিখিত সংস্করণ’ প্রকাশিত হল স্বপন বসুর বাংলায় নবচেতনার ইতিহাস-এর (পুস্তক বিপণি, ৪৫০.০০)। বাঙালি মধ্যবিত্তের উদ্ভব ও বিকাশ, ইয়ং বেঙ্গলের ভূমিকার পাশাপাশি ব্রাহ্মসমাজের ভাঙ্গন, যুক্তি থেকে ভক্তির পথে যাত্রা এবং হিন্দু পুনরুজ্জীবন আন্দোলন, অর্থাৎ নবচেতনার পরিণতিও পর্যালোচিত। দেওয়ান কার্তিকেয়চন্দ্র রায়ের আত্মজীবনী সম্পাদনা করেছেন অশোক চট্টোপাধ্যায় (ছোঁয়া, ৪০০.০০)।
ভাববাদ-এর মতো বস্তুবাদও নানা দার্শনিকের হাতে নানা যুগে নানা রূপ পেয়েছে। এই নিয়েই রামকৃষ্ণ ভট্টাচার্যের আলোচনা বস্তুবাদ জিজ্ঞাসা (অবভাস, ১০০.০০)। কথাসাহিত্য নিয়ে তাঁর আরও দু’টি গুরুত্বপূর্ণ বই— ন্যারেটলজি: ছোটোগল্প: ছোটোদের গল্প (কোরক, ১০০.০০) এবং বিভূতিভূষণ ও কথাসাহিত্যে বাস্তববাদ (চিরায়ত, ১০০.০০)। গত শতাব্দীর সত্তরের দশকে তারাশঙ্করকে নিয়ে কাজে নেমেছিলেন প্রদ্যুম্ন ভট্টাচার্য, জানিয়েছেন ‘সে সময়ে রাঢ়ের সমাজ সংস্কৃতিকে নিজের চোখ কান দিয়ে জানার, বোঝার, মস্ত এক সুযোগ পেয়ে যাই।’
বেরিয়েছে তাঁর আখ্যান ও সমাজ: তারাশঙ্কর (অবভাস, ১২০.০০)। বরুণকুমার চক্রবর্তী সম্পাদিত বাংলা ছড়া পরিক্রমা (অক্ষর প্রকাশনী, ৩০০.০০) প্রায় চল্লিশটি প্রবন্ধে বাংলা ছড়ার সার্বিক চরিত্র তুলে ধরেছে। ইতিহাস, পরম্পরা, ভাষা-ছন্দ, প্রকরণ, প্রয়োগ বিষয়ে আলোচনায় নজর কাড়ে আদিপাঠ-নির্ণয় এবং নতুন চিন্তাসূত্র।
১৬০০ সালের শেষ দিনে লন্ডনে প্রতিষ্ঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরবর্তী দুশো বছরে তারা ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসের ভোল পাল্টে দিয়েছিল। কী ভাবে? তীর্থংকর রায় তাঁর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ভারতের অর্থনৈতিক ইতিহাস বইয়ে (আনন্দ, ২৫০.০০) তার উত্তর খুঁজেছেন।
সৌরীন ভট্টাচার্যের অতিক্রমণ-এ (অভিযান, ৩৫০.০০) দর্শন, বিজ্ঞান, ইতিহাস, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, কার্ল মার্কস, বা আমাদের দৈনন্দিনের চর্চার নানা বিষয় নিয়ে লেখা। ভূমিকা-য় প্রশ্ন তুলেছেন লেখক, ‘আমাদের দৈনন্দিন চর্চা সত্যিই কি চোখে দেখার খুব বেশি তোয়াক্কা করে?’ ফলে ‘এই ধরনের ব্যাপারগুলোর দিকে তাকাতে গেলে কোনো একরকমের অতিক্রমী দৃষ্টি খুব কাজে লাগে বলে মনে হয়।’ তাঁর এই প্রশ্নার্ত নির্মোহ তর্কপ্রিয় মন থেকে উদ্ভূত সজীব রচনাশৈলীই এ বইয়ের প্রবন্ধাদির নিয়ামক। ‘বৈচিত্র্যের সংস্কৃতির কথাটা জোর দিয়ে বলার সময় এসেছে।... উদ্দেশ্য প্রণোদিত বিশ্বায়নের সংস্কৃতি... এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে পারবে না।’
লিখেছেন দীপেন্দু চক্রবর্তী। সংস্কৃতির বিবিধ বিষয় নিয়ে তাঁর নির্বাচিত প্রবন্ধগুচ্ছ সংস্কৃতির ক্ষয়ক্ষতি ও অন্যান্য (অনুষ্টুপ, ৫০০.০০)। ‘রবীন্দ্র-পরবর্তী বাংলা সাহিত্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্যতা... প্রকৃত সাহিত্য-নির্ভর ও অবিচ্ছিন্ন বহমান লিটল ম্যাগাজিন স্রোত’— সুবিমল মিশ্রের একটি প্রবন্ধের শিরোনাম! লিটল ম্যাগাজিন ছাড়া কোথাও একটি অক্ষরও লেখেননি সুবিমল। তাঁর দু’টি প্রবন্ধগ্রন্থ একত্রে বেরল বইসংগ্রহ-৩ (গাঙচিল, ৫০০.০০)। সাম্প্রতিক কালের তত্ত্বের সমীক্ষা, পর্যালোচনা, মূল্যায়ন ও বিশ্লেষণের মাধ্যমে নতুন তত্ত্ব ও দর্শন সন্ধান করাই প্রদীপ বসুর ভাষা দর্শন সংগীত/ সমীক্ষা ও সন্ধান-এর (অনুষ্টুপ, ৩০০.০০) প্রবন্ধাদির উদ্দেশ্য। মার্কসবাদের ব্যাখ্যা ও প্রয়োগ নিয়ে দশকের পর দশক জুড়ে যে বিতর্ক-বিচিন্তা ঘটে চলেছে, তার মধ্যে আনতোনিও গ্রামশি-র ভাবনা-চিন্তা কতটা তাৎপর্যবহ তার পরিচয় পাওয়া যাবে শমীক বন্দ্যোপাধ্যায় ও সৌরীন ভট্টাচার্য সম্পাদিত ও অনূদিত গ্রামশি-র বুদ্ধিজীবী ও শিক্ষা-য় (অনুষ্টুপ, ১৫০.০০)।
উত্তর-পূর্ব ভারতে নানা জনজাতির বাস। তাঁরা স্বাধিকারের জন্যে রাষ্ট্রের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছেন, তা জঙ্গি আকারও ধারণ করেছে কখনও। অনসূয়া বসু রায় চৌধুরী-র সংঘাত ও শাসন/ পূর্বোত্তর ভারতের ডায়েরি (গাঙচিল, ৩০০.০০) আলো ফেলেছে এই অঞ্চলের উপরে। মণিপুরের মেয়েরা/ সংগ্রাম ঘরে বাইরে বইয়ে (সুপর্ণা লাহিড়ী বড়ুয়া। সেতু, ১২৫.০০) মেয়েদের লড়াইয়ের কথা। সাম্প্রতিক ভারতের নব্য উদারনীতি ও প্রান্তিক মানুষের জীবনের অজস্র সংকট নিয়ে অনিতা অগ্নিহোত্রীর দেশের ভিতর দেশ (অনুষ্টুপ, ২৫০.০০)। বিদেশি লেখকদের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা ভূমেন্দ্র গুহ’র দূর সমুদ্রের বেলাভূমিগুলি/ কয়েকজন বৈদেশিক চিন্তক-লেখক-এ (এবং মুশায়েরা, ৪০০.০০)। মানুষ আর তার সভ্যতার বিকাশ নিয়ে কিশোরদের জন্যে লেখা হলেও সমান স্বাদ পাবেন প্রাপ্তবয়স্করা দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের যুগের পর যুগ-এ (সম্পা. রামকৃষ্ণ ভট্টাচার্য ও মলয়েন্দু দিন্দা। অবভাস, ১৪০.০০)। ‘সিন্ধু সভ্যতা’ আমাদের সুপরিচিত, কিন্তু ‘সরস্বতী সভ্যতা’ সম্পর্কে আমরা কতটুকু ওয়াকিবহাল? বাঙলা ভাষার গঠন বইয়ে (মনফকিরা, ১০০.০০) সুহৃদকুমার ভৌমিক বাংলা ভাষা গড়ে তোলায় এই অঞ্চলের প্রাচীন জনগোষ্ঠীর ভূমিকা খুঁটিয়ে দেখেছেন। বাংলা ভাষাতত্ত্ব ও ভাষাবিজ্ঞানের চর্চায় সহায়ক হবে সুভাষ ভট্টাচার্যের ভাষাকোশ (বঙ্গীয় সাহিত্য সংসদ, ২০০.০০)। প্রচলিত পরিভাষার সঙ্গে লেখক তৈরি করে নিয়েছেন নিজস্ব পরিভাষাও। কিংবদন্তির মধ্যেও লুকিয়ে থাকে ইতিহাসের উপাদান— মালদহ/ ইতিহাস-কিংবদন্তী বইয়ে (সোপান, ৪০০.০০) এই প্রাচীন ভূখণ্ড খুঁটিয়ে অনুসন্ধান করে তার সঙ্গে জড়িত ইতিবৃত্ত সংকলন করেছেন সুস্মিতা সোম।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.