আদিবাসী নৃত্যের মাধ্যমে শুরু হল অযোধ্যা উৎসব। শুক্রবার ছবি তুলেছেন সুজিত মাহাতো পাহাড়ের পযর্টনের উন্নয়নকে জোর গিয়ে শুরু হল তিন দিনের অযোধ্যা পাহাড় পযর্টন উৎসব। শুক্রবার দুপুরে হিলটপে তিন দিনের এই উৎসবের উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সৃষ্টিধর মাহাতো। তিনি বলেন, “পাহাড়ে পযর্টনের উন্নয়নই এই উৎসবের লক্ষ।” তাঁর আশ্বাস, শিরকাবাদ হয়ে পাহাড়ের উপরে ওঠার যে রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ ওই রাস্তাটি সংস্কারে শীঘ্রই কাজ শুরু করবে। এ দিন পাহাড়ের পযর্টন নিয়ে একটি লোগো প্রকাশ করেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রবালকান্তি মাইতি। উৎসব কমিটির আহ্বায়ক সুষেনচন্দ্র মাঝি জানান, তিন দিনের এই উৎসবে ছৌ-নৃত্য সহ এই এলাকার নানা লোক-সংস্কৃতিমূলক অনুষ্ঠান থাকছে। |
দোকানে বই কিনছিলেন দুই তরুণী। তাঁদের দিকে মোবাইল তাক করেছিলেন এক যুবক। সন্দেহ হতেই যুবকের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে প্রতিবাদ জানান তরুণীরা। ওই মোবাইলে তাঁদের ছবি তোলা হয়েছে দেখে পথচলতি মানুষজনকে তাঁরা জানাতেই আটক করা হয় ওই যুবককে। শুক্রবার দুপুরে বাঁকুড়া শহরের মাচানতলা এলাকার ঘটনা। খবর পেয়ে পুলিশ এসে যুবককে গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, এক তরুণীর বাবার অভিযোগে তাকে ধরা হয়েছে। ওই মোবাইলে আরও কয়েকজন মহিলার ছবি পাওয়া গিয়েছে। যুবকটি অবশ্য পুলিশের কাছে নাম-পরিচয় প্রকাশ করেনি। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূলের মেজিয়া প্রাক্তন ব্লক সভাপতি রবি গোপের ছেলের। মৃতের নাম সোমেন গোপ (২৩)। মঙ্গলবার সকালে মেজিয়ার হাসপাতাল মোড়ের কাছে একটি গাড়ির ধাক্কায় মোটরবাইক নিয়ে তিনি আহত হন। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। |
সিমলাপাল কলেজ অব এডুকেশনের প্রশিক্ষণার্থীদের উদ্যোগে ‘গ্রামণিকা’ নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হল সম্প্রতি। এক অনুষ্ঠানের মাধ্যমে লোককবি তুলসীচরণ মণ্ডল সম্পাদিত এই পত্রিকার প্রকাশ করেন প্রতিষ্ঠানের সভাপতি অনুপ পাত্র। |