রাজ্যের অন্যত্র আগে হয়েছে। এ বার শুক্রবার বাঁকুড়া ও পুরুলিয়া শহরে মহিলা পরিচালিত দু’টি থানা চালু হল। এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ওই থানাগুলির উদ্বোধন করেন। বাঁকুড়া সদর থানা ও পুরুলিয়া সদর থানায় নতুন থানাগুলি চালু করা হয়। এই উপলক্ষে অনুষ্ঠানও হয়।
বাঁকুড়ায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুকেশ কুমার। তিনি বলেন, “প্রাথমিক ভাবে এই থানা একজন ওসি এবং কনস্টেবল-সহ ১৯ জনকে নিয়ে চালু করা হল। |
বাঁকুড়া সদর মহকুমা এলাকার থানাগুলির বিভিন্ন মহিলা সংক্রান্ত অভিযোগগুলির তদন্ত এই মহিলা পরিচালিত থানাই করবে।” তিনি জানান, বাঁকুড়া সদর থানায় একটি ‘মহিলা তদন্তকারী কেন্দ্র ছিল। কিন্তু তা শুধু বাঁকুড়া সদর থানাকে তদন্তে সাহায্য করত। মহিলা পরিচালিত এই থানা স্বাধীন ভাবে তদন্তের কাজ করবে।
পুরুলিয়ায় অনুষ্ঠানে ছিলেন জেলা পুলিশ সুপার নীলকান্ত সুধীরকুমার, অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য প্রমুখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের পশ্চিম প্রান্তে ভাটবাঁধ এলাকায় পুরুলিয়া সদর থানার অধীন একটি পুলিশ ফাঁড়ি ছিল। সেই ফাঁড়িতেই এই থানাটি গড়ে তোলা হয়েছে। আপাতত এই থানায় ১৯ জন পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই থানায় পুরুলিয়া সদর মহকুমা এলাকার মহিলা সংক্রান্ত অপরাধের অভিযোগ জানানো যাবে। |