টুকরো খবর
ট্রেনে উঠতে গিয়ে মৃত্যু মহিলার

ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে আটকে পড়েছিলেন বছর তিরিশের এক গৃহবধূ। ট্রেন ছেড়ে দেয় ওই অবস্থাতেই। প্ল্যাটফর্ম দিয়ে ট্রেনের সঙ্গে আটকে থেকে প্রায় ৩০ ফুট টেনে-হিঁচড়ে যান ওই মহিলা। এক সময়ে ছিটকে পড়েন প্ল্যাটফর্মেই। ট্রেন চলে গেলে দেখা যায়, মৃত্যু হয়েছে ওই মহিলার। শুক্রবার ভোরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বারুইপুর স্টেশনে। রেল পুলিশ জানায়, মৃতার নাম ললিতা মজুমদার (৩০)। তিনি স্বামী ও দুই ছেলেকে নিয়ে মধ্যপ্রদেশের বিলাসপুরে থাকতেন। কিছু দিন আগে বারুইপুরে বাপের বাড়িতে সপরিবার এসেছিলেন ললিতাদেবী। এ দিন তাঁদের বিলাসপুর ফিরে যাওয়ার কথা ছিল। সেই কারণে ট্রেন ধরে শিয়ালদহ যাচ্ছিলেন তাঁরা। সঙ্গে ছিলেন ললিতাদেবীর বাবাও। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে রেল পুলিশ জেনেছে, ভোর পাঁচটা নাগাদ লক্ষ্মীকান্তপুর লোকাল বারুইপুর স্টেশনে পৌঁছলে ললিতাদেবী তাঁর বাবা, স্বামী ও দুই ছেলেকে সাধারণ কামরায় উঠতে বলেন এবং নিজে উঠতে যান মহিলা কামরায়। তখনই কোনও ভাবে পা পিছলে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানে পড়ে যান তিনি। নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, ট্রেনের কামরা এবং প্ল্যাটফর্মের মধ্যে ব্যবধান বেশি হয়ে গিয়েছে কিছু স্টেশনে। ফলে ট্রেনে উঠতে তাঁদের অসুবিধা হয়। সেই কারণেই ওই মহিলা পড়ে যান বলে রেল পুলিশের অনুমান।

চাকরি দেওয়ার নামে প্রতারণা, বনগাঁয় ধৃত
চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে জালিয়াতির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ব্যারাকপুর মহকুমার টিটাগড় থানার তালপুকুরের বাসিন্দা ওই ব্যক্তিকে টাকার লোভ দেখিয়ে ডেকে এনে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন প্রতারিতরাই। শুক্রবার তাঁকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রের খবর, ঘটনার সূত্রপাত মাস দেড়েক আগে। গাইঘাটা থানার নোড়াদহ গ্রামের বাসিন্দা সন্দীপ পাল চাকরির দক্ষিণ ২৪ পরগনার তালদিতে একটি বেসরকারি প্লেসমেন্ট এজেন্সিতে নাম নথিভুক্ত করান। সেখানেই তন্ময় সরকার নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই ব্যক্তি নিজেকে সিবিআই অফিসার এবং আইপিএস বলে নিজের পরিচয় দেন বলে জানিয়েছেন সন্দীপবাবু। সেই ব্যক্তি এ কথাও বলেন, তার সঙ্গে যোগাযোগ করলে দু’লক্ষ টাকার বিনিময়ে একটি ব্যাঙ্কের এটিএম সংস্থায় চাকরি পাবেন সন্দীপবাবু। সন্দীপবাবু তাঁকে ১ লক্ষ ৬০ হাজার টাকা দেন। তাঁকে একটি নিয়োগপত্র দিয়ে চাকরিতে যোগদানের তারিখও জানিয়ে যান ওই ব্যক্তি। কিন্তু পরে খোঁজ নিয়ে সন্দীপবাবু জানতে পারেন, নিয়োগপত্রটি জাল। জানতে পারেন, শুধু তিনিই নন, তার গ্রামেরই তারক বিশ্বাস, মহাদেব মণ্ডল, সুব্রত দে এবং বাগদার কপিল কর-সহ আরও কয়েক জন ব্যক্তি একইভাবে ওই বাক্তির কাছে প্রতারিত হয়েছেন।

গুদামের দেওয়াল ভেঙে লুঠ
গুদামের দেওয়াল ভেঙে লক্ষাধিক টাকার গ্যাসআভেন লুঠ করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার পশ্চিম চ্যাংদানা গ্রামে একটি গ্যাস সিলিন্ডারের গুদামে। শুক্রবার সকালে গুদামের এক কর্মী সরিফুল ইসলাম কাজে এসে দেখেন গুদামের দেওয়া ভাঙা। সঙ্গে সঙ্গে তিনি গুদামের মালিক ও পুলিশকে খবর দেন। মালিকপক্ষের দাবি, প্রায় দু’লক্ষ টাকা মূল্যের ৯৬টি আভেন নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ডায়মন্ড হারবারে মহিলা থানা চালু
ডায়মন্ড হারবারে শুক্রবার একটি মহিলা থানার উদ্ভোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের নিউটাউনের ৩ নম্বর ওয়ার্ডে তিনতলা একটি ভাড়া বাড়িতে ওই মহিলা থানা শুরু হয়েছে। এই নিয়ে দক্ষিণ ২৪ পরগনায় বারুইপুরের পর দ্বিতীয় মহিলা থানার উদ্বোধন হল।

বধূ-মৃত্যুর ঘটনায় ধৃত স্বামী, দেওর ও জা
এক বধূকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার হলেন তাঁর স্বামী, দেওর ও জা। শুক্রবার, খড়দহের বিবেকানন্দ পল্লির ঘটনা। মৃতার নাম রুমা রায় (৩০)। পুলিশ জানায়, দশ বছর আগে রুমার বিয়ে হয় খড়দহের বাসিন্দা রাজেশের সঙ্গে। তাঁদের দুই ছেলে। রুমার বাপের বাড়ির লোকদের অভিযোগ, মাসখানেক ধরে রাজেশ, তাঁর ভাই শৈলেন ও শৈলেনের স্ত্রী কাকলি রুমার উপরে চাপ দিচ্ছিলেন বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য। বৃহস্পতিবার রাতে তাঁরা রুমার গায়ে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ। শুক্রবার পুলিশ ওই বধূর দগ্ধ দেহ উদ্ধার করে। মৃতার ভাই গোপাল রাজবংশী বলেন, “শ্বশুরবাড়ির লোকেরাই দিদিকে খুন করেছে।” ব্যারাকপুরের নবনিযুক্ত গোয়েন্দা প্রধান সি সুধাকর বলেন, “অভিযুক্তদের গ্রেফতার করে খুনের মামলা দায়ের হয়েছে।” অন্য দিকে, এ দিনই ঘোলার ভাস্করপাড়ায় একটি জলাশয়ের কাছ থেকে এক যুবকের বস্তাবন্দি দেহ মেলে। মৃতের দেহে আঘাতের চিহ্ন দেখে পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করে দেহটি বস্তায় ভরে ওখানে ফেলে যাওয়া হয়েছে। রাত পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.