সুতিতে দলীয় সমর্থকদের নিয়ে ধিক্কার মিছিল বের করে শুক্রবার দলীয় বিধায়ক ইমানি বিশ্বাসের পদত্যাগ দাবি করল কংগ্রেস। আবার ইমানি বিশ্বাসের সমর্থনে তাঁকে স্বাগত জানাতে শনিবার সুতিতে পাল্টা মিছিলের ডাক দিয়েছে তৃণমুল। আর মিছিল ও পাল্টা মিছিলে আপাত শান্ত বিড়ি শিল্প শহর অওরঙ্গাবাদ শুক্রবার থেকেই বেশ সরগরম।
সুতি-২ ব্লক কংগ্রেসের সভাপতি আলফাজুদ্দিন বিশ্বাস বলেন, ‘‘তৃণমূলকে সমর্থন করে ইমানি বিশ্বাস সুতির ভোটারদের অপমান করেছেন। ব্যবসায়িক স্বার্থেই প্রমোটর ও বিড়ি ব্যবসায় জড়িত ইমানি বিশ্বাস এই দল বদল করেছেন। কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন বলেই তিনি সুতির বিধায়ক হতে পেরেছিলেন। না হলে একটা গ্রাম পঞ্চায়েত থেকেও তার জেতার ক্ষমতা নেই। তাঁর যদি সৎসাহস থাকে তবে পদত্যাগ করে ফের ভোটে দাঁড়িয়ে জিতে আসুন তিনি। সুতির মানুষ তাঁর এই দলবদল মেনে
নেবে না।”
কংগ্রেসের এই ধিক্কার মিছিলের পরই স্থানীয় তৃণমুল নেতারা পাল্টা মিছিলের কথা ঘোষণা করেন। ব্লক সভাপতি মাসুদ রানা বলেন, “রাজ্যে কংগ্রেস ও বামেদের অশুভ আঁতাতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে রাজ্যসভায় তৃণমুল প্রার্থীকে ভোট দিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন ইমানি বিশ্বাস। মিছিল করে তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হবে।”
শুক্রবার ইমানির দলত্যাগের কথা ছড়িয়ে পড়তেই অওরঙ্গাবাদের বিভিন্ন এলাকায় পুলিশ টহলদারি শুরু করেছে। কংগ্রেসের দলীয় অফিসের সামনে বসানো হয়েছে পুলিশি পিকেট। বিকেল ৪টে নাগাদ কংগ্রেসের মিছিল শুরু হতেই মিছিলের আগে আগে পুলিশের গাড়ি ছিল পাহারায়। তবে কংগ্রেসের মিছিল থেকে ইমানি বিশ্বাসের বিরুদ্ধে স্লোগান ছাড়া আর বড় কিছু ঘটেনি। এবার অপেক্ষা তৃণমূলের মিছিলের। |