আজ অ্যাডমিট পরীক্ষার্থীদের
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
বেলডাঙার ভাবতা হাসিনা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের যে নয়জন পড়ুয়া আ্যাডমিট কার্ড পায়নি, তাদের হাতে আজ অ্যাডমিট তুলে দেওয়ার কথা জানাল স্কুল কর্তৃপক্ষ। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হাই মাদ্রাসা পরীক্ষা। কিন্তু অ্যাডমিট না পাওয়ার অভিযোগে বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষিকাকে টানা ১০ ঘণ্টা তালাবন্দি করে বিক্ষোভ দেখিয়েছিল বেলডাঙার ভাবতা হাসিনা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। স্কুল সূত্রে জানা গিয়েছে, পড়ুয়াদের বিক্ষোভের চাপে পড়ে বৃহস্পতিবার রাতেই কলকাতায় রওনা হয়েছিলেন স্কুল কর্তারা। মাদ্রাসা বোর্ডের রাজ্য দফতর থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে আনেন তাঁরা। স্কুল পরিচালন কমিটির সদস্য এহেসান হাবিব বলেন, ‘‘প্রধান শিক্ষিকা আমাদের সঙ্গে ছিলেন। আমরা অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছি। শনিবার আমরা তা স্কুলের পরীক্ষার্থীদের হাতে তুলে দেব।”
|
খোরজুনা কাণ্ডে ফের সাক্ষ্যগ্রহণ আগামী সোমবার |
ছয় দিন সাক্ষ্য গ্রহণের পর শেষ হল খোরজুনা ধর্ষণ কাণ্ডে মৃতার স্বামীর সাক্ষ্যগ্রহণ। শুক্রবার কান্দি মহকুমা আদালতের ফার্স্ট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়ের এজলাসে ওই মহিলার স্বামীর সাক্ষ্য গ্রহণ হয়। এ দিন প্রায় এক ঘন্টা ধরে অভিযুক্ত প্রকাশ দাসের আইনজীবী সফিউর রহমান ও সনাতন স্বর্ণকার ওই মহিলার স্বামীকে সওয়াল করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, এর পরে এই কাণ্ডের সাক্ষ্য গ্রহণ হবে আগামী সোমবার। গত ২৭ জানুয়ারি থেকে কান্দি আদালতে শুরু হয়েছে খোরজুনা কাণ্ডের সাক্ষ্য গ্রহণ। প্রথম দিন থেকেই সাক্ষ্য দিচ্ছেন ওই মহিলার স্বামী। এ দিন আদালত থেকে বেরিয়ে অভিযুক্ত পক্ষের আইনজীবীরা জানান, মহিলার স্বামীর সওয়াল শেষ হয়েছে। সরকার পক্ষের আইনজীবী উপল রায় ও সুনীল চক্রবর্তী বলেন, “আগামী সোমবার ওই ঘটনার অন্য সাক্ষীরা আদালতে সাক্ষ্য দেবে।” ২০১৩ সালের জুন মাসে বড়ঞার খোরজুনায় এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। তদন্তে নেমে পুলিশ প্রকাশ দাস নামে এক পড়শি যুবককে গ্রেফতার করেছিল পুলিশ।
|
জেল হেফাজতে থাকা বিচারাধীন এক বন্দির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান রাজু শেখ (২৫) নামে ওই ব্যক্তি। তিনি বহরমপুর শহরের জমিদারি এলাকার বাসিন্দা। জেল সূত্রে জানা গিয়েছে, শ্বাসকষ্ট ও পেটে যন্ত্রণার ব্যথা নিয়ে তাঁকে বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই তিনি শুক্রবার সকালে মারা যান। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “সাইকেল চুরির চেষ্টার অভিযোগে গত ২৯ জানুয়ারি বহরমপুর শহরের মোহনের মোড়ে রাজুকে মারধর করেছিল জনতা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে গ্রেফতার করে। জানা গিয়েছে, ওই বন্দি ড্রাগ আসক্ত ছিলেন। জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশিকা মেনে মৃত দেহের ময়না-তদন্ত করা হয়েছে।” তবে মৃতের বাড়ির অভিযোগ, মারধরের কারণে রাজু শেখ মারা গিয়েছে।
|
শিশুকে যৌন নিগ্রহ, ধৃত যুবক |
বছর তিনেকের এক শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে পড়শি এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত সুখদেব বিশ্বাস চাকদহের সান্যালচর মালোপাড়ার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে ওই শিশুটির বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে সুকদেব শিশুটির উপর অত্যাচার চালায়। শিশুটির কান্না শুনে পড়শিরা পড়শিরা ছুটে এসে ধরে যুবককে। পরে পুলিশ শিশুটির বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে সুকদেবকে গ্রেফতার করে। শিশুটি কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।
|
প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মুরগির খাবার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ। শুক্রবারের এই ঘটনায় ধৃত শোভন বিশ্বাস চাপড়া বাজার এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে খড়গপুর এলাকার একটি কোম্পানি থেকে লরিতে মুরগির খাবার আসছিল রানাঘাটের এক ব্যবসায়ীর কাছে। হঠাৎ খোঁজ মিলছিল না লরিটির। পরে পুলিশ জানতে পারে সেই লরি বোঝাই খাবার রয়েছে শোভন বিশ্বাসের গুদামে। বৃহস্পতিবার রাতে পুলিশ সেই গুদামে হানা দিয়ে গ্রেফতার করে ওই ব্যক্তিকে।
|
নদিয়া জেলার প্রাথমিক শিক্ষা সংসদে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধি নির্বাচনে বিনা লড়াইয়ে জিতল শাসকদল। শুক্রবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু বিরোধীরা মনোনয়নপত্র জমা দেয়নি। সিপিএম এর জেলা সম্পাদক সুমিত দে’র অভিযোগ, “মনোনয়নপত্র জমা দিতে গেলে তৃণমূলের লোকের আমাদের প্রার্থীদের হঠিয়ে দেয়। বিষয়টি জেলা শাসকের দফতরে জানিয়েছি।” তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “প্রার্থী জোগাড় করতে না পেরে সিপিএম হাস্যকর অভিযোগ করছে।” জেলা শাসক পি বি সালিমের বক্তব্য, “আমি কোন অভিযোগ আমি পাইনি।” |