|
|
|
|
শহরের চ্যালেঞ্জার রীতিমতো আকর্ষণীয়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হপ্তাদেড়েক আগে ফেডেরার-ওয়ারিঙ্কাদের সঙ্গে সুইৎজারল্যান্ড দলের লকার-রুম ‘শেয়ার’ করাই নয়। দেশকে ডেভিস কাপ কোয়ার্টার ফাইনাল ওঠানোর পথে জিমোনজিচদের জুটিকে ডাবলসে হারানোর নায়ক মার্কো চিউডিনেল্লি এখন কলকাতার কোর্টে!
এই সে দিন জাপানের প্রথম ডেভিস কাপ শেষ আট দেখা ঐতিহাসিক দলের অন্যতম নায়ক গো সোয়েদা-ও তো এখন শহরের টেনিস টুর্নামেন্টে!
জকোভিচের দেশের হয়ে ডেভিস কাপ টাইয়ে প্রারম্ভিক সিঙ্গলস খেলা ইলিজা বোজোলিয়াক-কেও দেখা যাবে সল্টলেকে রাজ্য টেনিস সংস্থার কোর্টে খেলতে!
সঙ্গে বর্তমানের কার্যত গোটা ভারতীয় ডেভিস কাপ টিমসোমদেব দেববর্মন, য়ুকি ভামব্রি, সাকেত মিনেনি!
বাংলার টেনিস ইতিহাসে ৫০ হাজার মার্কিন ডলারের এটিপি চ্যালেঞ্জার টুর্নামেন্ট এই প্রথম। (১৯৯৮-এ শেষ বার কলকাতায় এটিপি চ্যালেঞ্জারের পুরস্কার অর্থ এত মোটা ছিল না।) কোয়ালিফাইং রাউন্ডের মাধ্যমে শনিবারই টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়ছে। ৩২ জনের সিঙ্গলস এবং ১৬ জুটির ডাবলসের মূলপর্ব শুরু সোমবার। শুক্রবার দেওয়া হল চার ওয়াইল্ড কার্ড। পেলেন চার ভারতীয় সাউথ ক্লাবে জাতীয় গ্রাসকোর্ট চ্যাম্পিয়ন বিষ্ণু বর্ধন, সনম সিংহ, সাকেত এবং সোমদেব। এঁদের সঙ্গে ৪ কোয়ালিফায়ার, ২২ ডিরেক্ট এন্ট্রি এবং ২ বিশেষ সুযোগধারী মিলিয়ে ৩২ জনের ড্র। সংগঠক বিটিএ সূত্রের খবর, সেই বিশেষ দু’জন হতে পারেন, পেশাদার ট্যুরে অতি পরিচিত চিনের জি ঝাং এবং গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল কক্স।
প্রায় ২০ দেশের প্লেয়ারদের সামনের আট দিন শহরের হার্ডকোর্ট দাপাতে দেখা যাবে। যাঁদের মধ্যে এটিপি র্যাঙ্কিংয়ে সর্বসেরা কাজাখস্তানের আলেকসান্ডার নেডোভাইয়েসভ (৯৫)। দুই রুশ ইভজেনি ডনস্কয় (১১৪) এবং আলেকজান্ডার কুদ্রিয়াভসেভের মতো নাম থাকলেও কলকাতার টেনিসপ্রেমীদের চোখ সম্ভবত বেশি থাকবে সোমদেব-য়ুকির দিকে। অনেক দিন পর ভারতীয় টেনিসের বর্তমান প্রজন্মের দুই সেরা তারকা শহরে খেলছেন যে! তা-ও টাটকা হারের প্রতিশোধ নেওয়ার সম্ভাব্য মঞ্চে! শুক্রবারই যে চেন্নাই চ্যালেঞ্জারে য়ুকি হারিয়ে দিয়েছেন সোমদেবকে! পরের ডুয়েলটা দেখার জন্য কলকাতা তাই স্বভাবতই অধীর আগ্রহী! |
|
|
|
|
|