|
|
|
|
সেমিফাইনালের জন্য এক পয়েন্ট চাই ইউনাইটেডের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চরম আর্থিক দুর্দশার মধ্যেও আইএফএ শিল্ড সেমিফাইনালে যাওয়ার সোনালি রেখা ইউনাইটেড স্পোর্টসের সামনে। আজ যুবভারতীতে সিঙ্গাপুরের গেলাং ইন্টারন্যাশনালের সঙ্গে ড্র করলেই শেষ চারে পৌছে যাবেন এরিক-লালকমলরা। কোচ অঞ্জন নাথ অবশ্য চাইছেন, ম্যাচ জিততে। “গেলাং ভাল টিম। ওদের তিন-চার জন ফুটবলার বেশ ভাল। ড্র নয়, আমরা ম্যাচটা জিততে চাই।”
ইউনাইটেডের বড় সমস্যা হল কার্ডের জন্য র্যান্টি মার্টিন্স খেলতে পারছেন না গুরুত্বপূর্ণ এই ম্যাচে। তবে দল সেমিফাইনালে উঠলে তিনি খেলবেন। সেই ছাড়পত্র এ দিন দিয়েছে শিল্ড কমিটি। লালকার্ড দেখা গোলমেশিনকে শাস্তি কমিয়ে এক ম্যাচ সাসপেন্ড করেছে তাঁরা। র্যান্টির জায়গায় আজ খেলবেন বলদীপ সিংহ। হাসানের চোট। ফলে এরিক আর বেলো রাজ্জাক এই দুই বিদেশি শুধু রয়েছেন ইউনাইটেডে।
র্যান্টি না খেলায় তাঁদের সুবিধা হবে মানছেন গেলাং কোচ কানন। তবে পেটের গণ্ডগোল ও চোটের জন্য তিন জন নিয়মিত ফুটবলার খেলতে পারবেন না। এ দিন সিঙ্গাপুরের দলটিকে অনুশীলন করতে যেতে হল বারাসত মাঠে। এ দিকে, শেষ চারে যে-ই উঠুক, আজ শনিবার থেকেই সেমিফাইনালের টিকিট বিক্রি শুরু করে দিচ্ছে আই এফ এ। |
শনিবারে আই এফ এ শিল্ড
ইউনাইটেড স্পোর্টস: গেলাং ইন্টারন্যাশনাল (যুবভারতী ৬-০০)। |
|
|
|
|
|