ধোনি, আজ কেরিয়ারের
শুরুর মতো ব্যাট করো
নিবার সকালে আপনারা যখন এই লেখাটা পড়বেন, তখনও ভারত খুব ভাল অবস্থায় থাকবে বলে মনে হয় না। প্রথমে তো বল হাতে বিপক্ষ টিমকে প্রচুর রান দেওয়া। তার পরই আবার টপ অর্ডারে ব্যাটিং ধস। এখন যা অবস্থা, তাতে এই টেস্টটা ভারতের জন্য খুব লম্বা হবে বলে মনে হচ্ছে।
নিউজিল্যান্ড যে সাড়ে চারশোর উপর রান তুলে দেবে, সেটা নিয়ে কোনও সন্দেহ ছিল না। ওদের দুই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন আর ব্রেন্ডন ম্যাকালামের ফর্ম আর শুরুর দিকে সাফল্য পেয়েও ভারতীয় বোলারদের ছন্দ হারানো এই দুটো ব্যাপার থেকে সেটা খুব পরিষ্কার হয়ে গিয়েছিল। একটা নতুন দিন বা দ্বিতীয় নতুন বল বা বোলারদের তরতাজা ভাব, কোনও কিছুই ভারতের সাহায্যে এল না। একমাত্র স্পিনার রবীন্দ্র জাডেজার বোলিং তো রীতিমতো উল্লাসের সঙ্গে ছিঁড়েখুড়ে দিল নিউজিল্যান্ড। প্রায় সারা দিন বল করে বাঁ-হাতি স্পিনার জাডেজা পেল মাত্র একটা উইকেট, করল মাত্র একটা মেডেন ওভার।
এই উইকেটে ফুল লেংথে বল করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। যেটা ভারতীয় বোলাররা মোটেই নিয়মিত ভাবে করতে পারল না। টানা অনেকটা সময় ধরে স্লিপে ফিল্ডার রাখা হচ্ছিল। কিন্তু বেশির ভাগ সময় তাদের কাজ কী ছিল? না, গোটা মাঠ জুড়ে চার আর ছয়ের বন্যা দেখা। এই যে নিউজিল্যান্ড এত রান করল, তার ষাট শতাংশেরও বেশি রান এসেছে বাউন্ডারি থেকে।

মহাসঙ্কটের দিনই ইশান্ত তুললেন ৬ উইকেট। ছবি: এএফপি।
ভারত যখন এই বিশাল টার্গেট তাড়া করা শুরু করল, তখন তাদের ব্যাটসম্যানদের মনোভাবটা যে বিপক্ষ ব্যাটসম্যানদের চেয়ে কতটা আলাদা, সেটা খুব ভাল ভাবে বোঝা গেল। নিউজিল্যান্ডের বোলাররা সমানে ফুল লেংথে বল করে গেল। আর তার বিরুদ্ধে ব্যাটসম্যানদের নড়বড়ে ফুটওয়ার্ক ভারতকে শুরু থেকেই বেশ খানিকটা পিছিয়ে দিয়েছিল। পরের এক বছরে ভারতীয়দের জন্য আমার রেসিপি হল: ওয়ান ডে ম্যাচে শর্ট বল আর টেস্ট ম্যাচে ফুল লেংথ। আর হ্যাঁ, একটা টেস্ট সিরিজ শুরুর আগে কোচেরা বা স্থানীয় মিডিয়া কী বলল, সে সবে একদম কান না দেওয়া।
অন-ড্রাইভ করতে গিয়ে ধবন যে বলটা স্লিপে জমা দিল, তার সুইংয়ের জন্য ও একেবারেই তৈরি ছিল না। ফুল, ওয়াইড একটা ডেলিভারি তাড়া করতে গিয়ে আউট হল পূজারা। উঠে আসা একটা বল ডিফেন্ড করতে গিয়ে ক্লোজ-ইন ফিল্ডারের হাতে জমা পড়ল কোহলি। আর এত কিছু হয়ে গেল ভারতীয় ইনিংসের হাফ-ডজন ওভার শেষ হওয়ার আগেই!
বিজয় আর রোহিত পাল্টা লড়াই দেওয়ার একটা চেষ্টা শুরু করেছিল। কিন্তু মাঝে মধ্যেই ওদের দেখে মনে হল ক্রিজে আটকে যাচ্ছে। ফ্রন্ট বা ব্যাকফুট, কোনও মুভমেন্টই ছিল না। শেষমেশ বলের লাইন ধরতে না পেরে আউট হল বিজয়। আরও এক বার ভাল শুরু করেও টিকে থাকতে পারল না ভারতীয় ওপেনার।
ভাগ্য ভাল, রোহিত নিজের ছন্দ খুঁজে পেল। আর রাহানের ফুটওয়ার্ক দেখলাম ভারতীয়দের মধ্যে সবচেয়ে দৃঢ়। এর মধ্যেই ওদের জুটিতে ৭৯ রান উঠে গিয়েছে। তবে এটা নিঃশ্বাস নেওয়ার সামান্য জায়গা মাত্র। এখন ভারতের দরকার মহেন্দ্র সিংহ ধোনির কাছ থেকে এমন একটা ইনিংস, যে রকম ইনিংস নিজের টেস্ট কেরিয়ারের শুরুর দিকে খেলত ও। সেটা হবে কি না, শনিবার সকালে চা খেতে খেতে আমরা বোধহয় বুঝে যাব।

নিউজিল্যান্ড
প্রথম ইনিংস
(আগের দিন ৩২৯-৪)
ব্রেন্ডন ক জাডেজা বো ইশান্ত ২২৪
অ্যান্ডারসন এলবিডব্লিউ ইশান্ত ৭৭
ওয়াটলিং ক ধবন বো ইশান্ত ১
সাউদি বো শামি ২৮
সোধি ক রোহিত বো ইশান্ত ২৩
ওয়াগনার ক কোহলি বো জাডেজা ০
বোল্ট ন.আ ১
অতিরিক্ত ১৪,
মোট ৫০৩।
পতন: ১৯, ২৩, ৩০, ২৫১, ৩৮৪, ৩৯৮, ৪৩৪, ৪৯০, ৪৯৫।
বোলিং: শামি ২৮-৬-৯৫-১, জাহির ৩০-২-১৩২-২, ইশান্ত ৩৩.৪-৪-১৩৪-৬,
জাডেজা ২৬-১-১২০-১, বিরাট ১-০-৪-০, রোহিত ৩-০-১২-০।
ভারত
প্রথম ইনিংস
ধবন ক উইলিয়ামসন বো বোল্ট ০
বিজয় বো ওয়াগনার ২৬
পূজারা ক ওয়াটলিং বো বোল্ট ১
বিরাট ক ফুলটন বো সাউদি ৪
রোহিত ব্যাটিং ৬৭
রাহানে ব্যাটিং ২৩
অতিরিক্ত
মোট ১৩০-৪।
পতন: ১, ৩, ১০, ৫১।
বোলিং: বোল্ট ১০-১-২০-২, সাউদি ১২-৩-২৭-১, অ্যান্ডারসন ২-০-৯-০,
ওয়াগনার ৭-০-৪৬-১, সোধি ৬-০-১৩-০, উইলিয়ামসন ২-০-৯-০।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.