|
|
|
|
প্রাক্-স্কুল শিক্ষায় পূর্ব ভারতে প্রথম বিদেশি লগ্নি রাজ্যে
প্রজ্ঞানন্দ চৌধুরী • কলকাতা |
রাজ্যে এ বার বিদেশি লগ্নি মন্টেসরি (প্রাক্-স্কুল) শিক্ষা ক্ষেত্রে। নালন্দা লার্নিং সিস্টেমস-এ ৪ কোটি টাকা ঢালছে আন্তর্জাতিক লগ্নি সংস্থা আবিষ্কার ভেঞ্চার ম্যানেজমেন্ট সার্ভিসেস। ব্যবসা বাড়লে ৫০ কোটি টাকা পর্যন্ত লগ্নি করতে তারা প্রস্তুত। পুরো টাকাটাই শেয়ারে লগ্নি করা হবে। খুব বড় না-হলেও, প্রাক-স্কুল শিক্ষা স্তরে পূর্ব ভারতে এটাই প্রথম প্রত্যক্ষ বিদেশি লগ্নি, দাবি আবিষ্কারের সিইও বিনীত রাইয়ের।
নালন্দা লার্নিং পূর্ব ভারতে, প্রধানত পশ্চিমবঙ্গে ৫ বছরে ‘লিট্ল লরিয়েট’ ব্র্যান্ড-নামে ৩৭৫টি মন্টেসরি স্কুল চালুর পরিকল্পনা করেছে, যার সিংহভাগই খোলা হবে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শহরে। নিজেদের পুঁজিতে অবশ্য ইতিমধ্যেই রাজ্যের কিছু জেলায় ২৩টি মন্টেসরি স্কুল চালু করেছে তারা। বিহার ও আগরতলাতেও একটি করে স্কুল হয়েছে। সংস্থার সিইও ও ডিরেক্টর তমাল মুখোপাধ্যায় বলেন, “আগামী এক বছরে রাজ্যের ছোট শহরগুলিতে ৪০টি প্রি-স্কুল খোলার লক্ষ্যমাত্রা ঠিক করেছি।”
লগ্নির জন্য নালন্দা লার্নিং-এর মতো এক নতুন সংস্থাকে বেছে নেওয়ার কারণ হিসেবে বিনীতবাবু বলেন, “যে-সব উদ্যোগে প্রতিযোগিতা কম অথচ ভবিষ্যতে ব্যবসার সম্ভাবনা ভাল, সেখানেই আমরা টাকা ঢালতে চাই। প্রি-স্কুল শিক্ষায় এটাই আমাদের প্রথম লগ্নি।”
এ দিকে আবিষ্কার ভেঞ্চার প্রধানত বিদ্যুৎ, শিক্ষা ও কৃষি ভিত্তিক ব্যবসাতেই লগ্নি করে বলে জানিয়েছে বিনীতবাবু। তবে তাঁর কথায়, “দ্বিতীয় বা তার নীচের শ্রেণির শহরেই আমরা লগ্নি করি। কারণ প্রতিযোগিতা কম। এতে ঝুঁকি আছে। তবে মুনাফার সম্ভাবনাও বেশি।”
পাশাপাশি, এ রাজ্যে ছোট শহরে নামী-দামি ব্র্যান্ডের মন্টেসরি প্রতিষ্ঠান কার্যত নেই বলে সেই ফাঁকা জায়গাটিকে ধরেই বাজি মাত করতে চান লিট্ল লরিয়েটস কর্তৃপক্ষ।
ব্যবসা পরিকল্পনা প্রসঙ্গে তমালবাবু জানান, “আমাদের স্কুলগুলিতে পড়ানোর খরচ হবে সাধারণ মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে। আগামী পাঁচ বছরে ৩৭৫টি নতুন স্কুল খুলতে খরচ হবে প্রায় ৭৫ কোটি টাকা। আবিষ্কার সঙ্গে থাকায় পুঁজির জন্য চিন্তা করতে হবে না।” বিনীতবাবু জানান, পেনশন ফান্ড-সহ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থার কাছ থেকে তাঁরা তহবিল সংগ্রহ করেন। যেমন: কমলওয়েল্থ ডেভেলপমেন্ট কাউন্সিল, জার্মানির সরকারি ব্যাঙ্ক কেএফডব্লিউ, ডাচ ডেভেলপমেন্ট ফান্ড ইত্যাদি। |
|
|
|
|
|