টুকরো খবর
স্পেকট্রাম নিলাম

৭ জানুয়ারি
পঞ্চম দিনের টু-জি স্পেকট্রাম নিলামে জমা পড়ল ৫৪,৬০০ কোটি টাকার দরপত্র। সব সার্কেল মিলিয়ে নিলাম হয়েছে ৩৫ রাউন্ড। প্রথমে দিল্লি, মুম্বই, কলকাতায় ৯০০ মেগাহার্ৎজের চাহিদা থাকলেও, এখন বাড়ছে ২২ সার্কেলে ১,৮০০ মেগাহার্ৎজের চাহিদা। অর্থ প্রতিমন্ত্রী জানান, নিলামে সফল সংস্থা ৪,৬৭১ কোটি টাকা পর্যন্ত বৈদেশিক ঋণ নিতে পারবে।

মারুতি ৮০০ তৈরি বন্ধ
মারুতি ৮০০ তৈরিতে অবশেষে যবনিকা পতন। ১৮ জানুয়ারি থেকে এটির উৎপাদন পুরোপুরি বন্ধ করল মারুতি-সুজুকি। তবে যন্ত্রাংশ মিলবে আরও ৮-১০ বছর।

লাভ-ক্ষতি
• আর্সেলরমিত্তল
চতুর্থ (অক্টোবর-ডিসেম্বর) ত্রৈমাসিকে বিশ্বের বৃহত্তম ইস্পাত সংস্থা আর্সেলরমিত্তলের নিট ক্ষতি কমে দাঁড়াল ১২২.৭০ কোটি ডলারে। ২০১২-র ওই সময়ে সংস্থার নিট লোকসান হয়েছিল ৩৮১ কোটি। তবে সংস্থার বিক্রি ২.৭৯% বেড়ে হয়েছে ১,৯৮৫ কোটি ডলার।
• এসিসি
চতুর্থ ত্রৈমাসিকে সিমেন্ট সংস্থাটির সামগ্রিক নিট মুনাফা ৯.৭৪% বেড়ে হয়েছে ২৭৫.৭১ কোটি টাকা। ব্যবসা থেকে আয় সামান্য বেড়ে হয়েছে ২,৭৯২.৫২ কোটি।
• পাওয়ার গ্রিড কর্পোরেশন
তৃতীয় (অক্টোবর-ডিসেম্বর) ত্রৈমাসিকে পাওয়ার গ্রিডের নিট মুনাফা হয়েছে ১,০৪২ কোটি টাকা। তার আগের বছর একই সময় সংস্থার নিট মুনাফা হয়েছিল ১,১২৯ কোটি। ব্যবসা থেকে আয় অবশ্য ৩,৩৬৮.৯৩ কোটি থেকে বেড়ে হয়েছে ৩,৬৮৪.৫৫ কোটি টাকা।
• সেন্ট্রাল ব্যাঙ্ক
তৃতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্কের নিট মুনাফা কমেছে ৬৬%। হয়েছে ২৭৫.৭১ কোটি টাকা। মোট আয় ৫,৮১৮.৮১ কোটি থেকে বেড়ে হয়েছে ৬,৭০৮.৫ কোটিতে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.