আয় বাড়াতে কোচবিহারে দোকান ঘর তৈরি করে বিক্রির পরিকল্পনা করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)। নিগমের কোচবিহার রিক্রিয়েশন হল ঘর ও কেন্দ্রীয় বাস টার্মিনাস এলাকার রাস্তার পাশে ওই দোকান তৈরির পরিকল্পনা হয়েছে। তার মধ্যে রিক্রিয়েশন হলঘর চত্বরে ৬২ লক্ষ টাকায় ৩০টির বেশি দোকান তৈরি করা হবে। অন্য দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাস এলাকায় নতুন দোকান গড়তে দু’কোটি টাকার প্রকল্প তৈরি। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়দেব ঠাকুর বলেন, “অব্যবহৃত পরিকাঠামো ও জমি ব্যবহার করে বিকল্প আয় বাড়ানোয় গুরুত্ব দেওয়া হয়েছে।”
এনবিএসটিসি সূত্রে জানা যায়, কোচবিহার সিলভার জুবিলি রোড এলাকায় রিক্রিয়েশন হলঘর রয়েছে। দোতলা ওই ভবনের ওপর তলায় সংস্থার বিভিন্ন বৈঠক, অনুষ্ঠান হয়। নিচতলায় সংস্থার অ্যাকাউন্টস বিভাগ অন্যত্র সরিয়ে নেওয়ার পর থেকে তা অব্যবহৃত পড়ে। সংস্থার অফিসারেরা জানান, শহরের অন্যতম ব্যস্ততম ওই রাস্তার পাশে দোকান তৈরি করে বিক্রি করা গেলে ভাল দাম মিলবে। এককালীন টাকার বিনিময়ে দোকান ঘরগুলি বিলি করে প্রতিমাসে ভাড়া হিসাবে আয়ের রাস্তা খোলা থাকছে।
পুরানো পরিকাঠামো ও সম্পত্তি রক্ষণাবেক্ষণে রাজ্য সরকার ৬২ লক্ষ টাকা আর্থিক বরাদ্দ দিয়েছে। তাতে রিক্রিয়েশন হলঘরের নীচ তলা সংস্কার করে দোকানগুলি তৈরির বিষয়টি সংস্থার পরিচালন বোর্ডের অনুমোদন মিলেছে। টেন্ডার ডাকার কাজ সম্পূর্ণ হয়েছে। নিগমের ম্যানেজিং ডাইরেক্টর জয়দেব ঠাকুর জানান, দোকানগুলির দাম কত হবে না নিলাম করে নূন্যতম দাম ঠিক করে সেগুলি বিক্রি করা হবে, সেই সব ব্যাপারে আগামী বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে। সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনাস এলাকা শহরের প্রাণকেন্দ্রে। অবহেলা, উদাসীনতায় প্রায় ৩ একর জমির ওপর তৈরি ওই টার্মিনাস চত্বর বেহাল। টার্মিনাসের এক দিকে অন্তত ৫০ টি দোকান তৈরি করা যেতে পারে। ওই টার্মিনাসের উন্নয়নে রাজ্য সরকার ইতিমধ্যে সওয়া কোটি টাকা আর্থিক বরাদ্দ দিয়েছে। |