টুকরো খবর
ধৃত জেল পালানো কয়েদি
সংশোধানাগার থেকে পালিয়ে যাওয়া এক কয়েদিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে গোয়ালতোড় থানার বাঁদি গ্রামে বাড়ি থেকে মনোরঞ্জন সাউ নামে যাবজ্জীবন কারাদণ্ডে সাজাপ্রাপ্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে গোয়ালতোড় থানার পুলিশ। খুনের ঘটনায় অভিযুক্ত মনোরঞ্জনকে বৃহস্পতিবার মেদিনীপুর সিজিএম আদালতে তোলা হয়। বাঁকুড়া থানার পুলিশ তাকে হেফাজতে চাইলে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। পুলিশ সূত্রে খবর, মনোরঞ্জন বাঁকুড়ার সিমলাপালে নিজের পিসিকে খুনের ঘটনায় অভিযুক্ত ছিল। দীর্ঘদিন বিচার চলার পর বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। বছর সাতেক ধরে সে বাঁকুড়া জেলা সংশোধনাগারে ছিল। ২০১৩ সালের ৩১ অগস্ট রাত প্রায় তিনটে নাগাদ বাঁকুড়া জেলা সংশোধনাগারের পাঁচিল টপকে পালায় মনোরঞ্জন। ওই সময় সংশোধনাগারে কর্তব্যরত পুলিশকর্মীদের গাফিলতির অভিযোগে বিভাগীয় তদন্তও শুরু হয়। তবে, ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করেও মনোরঞ্জনের সন্ধান পাওয়া যায়নি। জেরায় মনোরঞ্জন জানিয়েছে, সংশোধনাগার থেকে পালিয়ে সে ভিন্‌ রাজ্যে চলে গিয়েছিল। সেখানে দিনমজুরির কাজ করত। বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছে ভেবে বুধবার সন্ধ্যায় বাড়িতে আসে সে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতেই গোয়ালতোড় থানার আইসি হিরন্ময় হোড়ের নেতৃত্বে পুলিশ বাহিনী বাঁদি গ্রামে বাড়ি থেকে মনোরঞ্জনকে গ্রেফতার করে।

ফর্ম অমিল, পথ অবরোধ
এসএসসি-র ফর্ম না মেলায় বৃহস্পতিবার মানবাজার ডাকঘরের সামনে শতাধিক প্রার্থী বিক্ষোভ দেখালেন। পরে তাঁরা রাস্তা অবরোধও করেন। অবরোধ ওঠাতে গেলে আবেদনকারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ গিয়ে অবস্থা আয়ত্তে আনে। এ দিন সকাল ৯টায় ফর্ম নেওয়ার জন্য মানবাজার ডাকঘরের সামনে লম্বা লাইন পড়ে। পুঞ্চার প্রদীপ মাহাতো, বোরো থানার বুরুডির শশাঙ্ক সিংহদের ক্ষোভ, “ভোরে বেরিয়েছি। পোস্ট মাস্টার বললেন, ফর্ম শেষ। আজ পাওয়া যাবে না। এত দূর থেকে এসে খালি হাতে ফিরে যাব না।” বিক্ষোভের জেরে এ দিন সকালেই পোস্ট অফিস মোড় অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ তখনকার মতো অবস্থা সামাল দেয়। দুপুর ২টো থেকে ফের মূল রাস্তা অবরোধ করা হয়। মানবাজারের পোস্ট মাস্টার বিভূতি মাহাতো বলেন, “দু’দফায় মোট ৯০০ ফর্ম পেয়েছিলাম। বুধবার রাত ১১টা অবধিও প্রার্থীদের ফর্ম দিয়েছি। আর ফর্ম ছিল না।” তিনি জানান, আরও ৮০০ ফম এসেছে। ১১ ফেব্রুয়ারি অবধি দেওয়া হবে।

বুধপুর মেলা
মেলার সূচনা ঠিক কী ভাবে হয়েছিল, তার কারণ অজানা। কিন্তু, বহু বহু বছর আগে বুধপুরের যে মেলা শুরু হয়েছিল, তা এখন আড়েবহরে এখন বহুগুণ বেড়েছে। পুলিশের হিসেবে, বৃহস্পতিবার বুধপুরের মেলায় ৭০-৮০ হাজার মানুষ সমবেত হয়েছিলেন। মানবাজার ও পুঞ্চা থানার সীমানায় কংসাবতী নদীর তীরে ফি বছর সরস্বতী পুজোর এক দিন পরে এক দিনের এই মেলাটি হয়। স্থানীয় ভাবে যা মাকুড়ি মেলা হিসাবে পরিচিত। বুধপুরে পাথরের তৈরি প্রাচীন একটি শিবমন্দিরও রয়েছে। শুধু পুরুলিয়া নয়, লাগোয়া বাঁকুড়া এবং ঝাড়খণ্ডের গ্রাম থেকেও বহু মানুষ এসেছিলেন।

তৃণমূলে যোগ
সোনামুখীর পাঁচাল গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য বন্দনা সরেন যোগ দিলেন তৃণমূলে। বন্দনাদেবী বলেন, “আদিবাসী সমাজের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিতে চেয়ে দলের সোনামুখী ব্লক সভাপতিকে চিঠি দিয়েছি।” সোনামুখী পুরসভার বিরোধী দলনেতা, তৃণমূলের সুরজিত্‌ মুখোপাধ্যায় বলেন, “আমরা বন্দনাদেবীকে দলে নিয়েছি।” সিপিএমের সোনামুখী জোনাল কমিটির সম্পাদক শেখর ভট্টাচার্যের দাবি, বন্দনাদেবী দল ছাড়ায় তাঁদের সংগঠনের কোনও ক্ষতি হবে না।

বধূহত্যায় যাবজ্জীবন
পণের দাবিতে এক বধূকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল স্বামী, শ্বশুর ও শাশুড়ির। বৃহস্পতিবার বিষ্ণুপুর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক দুর্গা খৈতান পাত্রসায়রের রাজকুমার বৈরাগ্য, তাঁর বাবা স্বপন বৈরাগ্য ও মা কৃষ্ণা বৈরাগ্যকে সাজা দিয়েছেন। সরকারি আইনজীবী গুরুপদ ভট্টাচার্য জানান, ২০১২-র ১০ সেপ্টেম্বর পৌলমী বৈরাগী নামে ওই বধূকে খুন করা হয়।

জামিনে মুক্তি
জামিন পেলেন পাত্রসায়র ব্লক তৃণমূল নেতা নব পাল। সিপিএম কর্মী লিয়াকত মিদ্যা খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত নববাবু গত ২৭ জানুয়ারি বিষ্ণুপুর আদালতে আত্মসমর্পণ করেছিলেন। ১২ দিন জেল হাজতে থাকার পরে বৃহস্পতিবার তিনি তাঁর জামিন মঞ্জুর হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.