একশো দিনের কাজ নিয়ে সিপিএম-তৃণমূলের গণ্ডগোলের জেরে দুই মহিলা-সহ জখম হয়েছেন ১০ জন। আহতদের মধ্যে ৭ জন শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন। বাকি তিন জনের চিকিৎসা চলছে করিমপুর গ্রামীণ হাসপাতালে। দু’দলের মারামারি ঠেকাতে গিয়ে তাপস সিংহ নামের মুরুটিয়া থানার এক এএসআই ইটের ঘায়ে জখম হয়েছেন বলেও জানা গিয়েছে। বৃহস্পতিবার করিমপুর-১ ব্লকের পিপুলবাড়িয়া পঞ্চায়েতের পাকশি গ্রামের ঘটনা।
পুলিশ জানায়, গত ভোটে তৃণমূলকে হারিয়ে সিপিএম পিপুলবাড়িয়া পঞ্চায়েতের দখল নেয়। শাসকদলের সময়ে একশো দিনের কাজে নিযুক্ত সুপারভাইজারদের সরিয়ে দেয় সিপিএম। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই দু’দলের মধ্যে ঝামেলা চলছিল। এ দিন চরমে ওঠে। করিমপুর-১ ব্লকের বিডিও তাপস মুখোপাধ্যায় বলেন, ‘‘সুপারভাইজার নিয়োগ নিয়ে ওই পঞ্চায়েতে দু’পক্ষের মধ্যে গণ্ডগোলের জেরে এ দিন মারামারি বেধেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।’’ তৃণমূল নেতা খেদের আলি মণ্ডলের অভিযোগ, ‘‘ক্ষমতায় এসেই সিপিএম আগের সুপারভাইজারদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এ দিন পুরানো এক সুপারভাইজার কাজের মাষ্টার রোল দেখতে চাইলে সিপিএমের গুণ্ডারা তাঁর উপর চড়াও হন। প্রতিবাদ করলে সিপিএমের লোকজন আমাদের কর্মী সমর্থকদেরও মারধর করে।’’ অন্যদিকে পিপুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সিপিএমের চম্পা দাস বলেন, ‘‘দল মত নির্বিশেষে আমরা সকলকে নিয়ে কাজ করতে চাইছি। কিন্তু তৃণমূলের গুন্ডারা তা না মেনে আমাদের লোকজনকে মারধর করল।’’ |