টুকরো খবর
টিএমসিপি’র মিছিলে গুলি
ছাত্র ভর্তি নিয়ে শান্তিপুর কলেজে শাসক দলের ছাত্র সংগঠনে অন্তর্কলহ নতুন নয়। বৃহস্পতিবার তা ফের সামনে এল। শুধু তাই নয়, গোষ্ঠী বিবাদের জেরে চলল গুলি। আহত হলেন এক দলীয় সমর্থক। তাঁকে কৃষ্ণনগর হাসাপাতালে ভর্তি করানো হয়েছে। আহত যুবক বাপ্পা বিশ্বাসের বাবা ওই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। নদিয়া জেলা এসপি সব্যসাচীরমণ মিশ্র বলেন, “টিএমসিপি-র মিছিলে গুলি চলায় এক জন আহত হয়েছে শুনেছি।” এ বছর বিনা লড়াইয়ে ওই কলেজে ছাত্র সংসদ দখল করেছিল টিএমসিপি। বিরোধ বাধে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচন ঘিরে। বৃহস্পতিবার সদ্য নির্বাচিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মনোজ সরকার তাঁর অনুগামীদের নিয়ে মিছিল বের করেন। অভিযোগ, শান্তিপুরের ডাকঘর মোড়ের কাছে বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন তাঁদের উপরে চড়াও হয়। তখনই বাপ্পার পায়ে গুলি লাগে। সদ্য তৃণমূলে যোগ দেওয়া শান্তিপুরের বিধায়ক অজয় দে’র দাবি, “এই ঘটনায় টিএমসিপি’র কারও যোগ নেই।”

দেহ উদ্ধার
এক ব্যবসায়ীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হল বৃহস্পতিবার সকালে সামশেরগঞ্জের লক্ষীনগরের এক আমবাগান থেকে। নাম আব্দুস সালাম (৪৫)। বাড়ি ধুলিয়ানের গাজিনগর পল্লীতে। পুলিশ জানায়, বুধবার সকাল ৯টা নাগাদ ওই ব্যবসায়ী বাড়ি থেকেও বেরিয়ে আর ফেরেননি। এ দিন সন্ধ্যে নাগাদ তাঁকে বাড়ি থেকে প্রায় আধ মাইল দূরে লক্ষীনগরে তাঁকে এলাকার কয়েকজন ঘোরাফেরা করতেও দেখেন বলে জানা গেছে। সারারাত খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার তাঁর ক্ষতবিক্ষত দেহে মেলে। ওই ব্যক্তির দেহে অজস্র ধারালো অস্ত্রের চিহ্ন ছিল বলে জানা গিয়েছে। পুলিশের সন্দেহ, ব্যবসায়িক কোনও শত্রুতার জেরেই খুন হয়েছেন ওই ব্যক্তি।

বাজেট পাশ
মুর্শিদাবাদ জেলা পরিষদের ২০১৪-২০১৫ অর্থবর্ষের বাজেট পাশ হল শাসক- বিরোধী পক্ষের সম্মতিতে। জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদার বলেন, “লোকসভা নির্বাচন ঘোষণা হলে পূর্ণাঙ্গ বাজেট পাশ করানো যাবে না। তাই বুধবার জেলাপরিষদের সাধারণ সভায় ২০১৪-২০১৫ অর্থবর্ষের জন্য ৬১৩ কোটি টাকার বাজেট পেশ করা হয়।”

আজ ফের মৃতার স্বামীর সাক্ষ্যগ্রহণ কান্দি আদালতে
খোরজুনা ধর্ষণ কাণ্ডে সাক্ষ্য গ্রহণের পঞ্চম দিনেও চলল মৃতার স্বামীর সাক্ষ্যগ্রহণ। বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতের ফার্স্ট ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়ের এজলাসে ওই মহিলার স্বামীর সওয়াল করেন অভিযুক্ত প্রকাশ দাসের আইনজীবী সফিউর রহমান। এ দিন এজলাসে হাজির ছিলেন সরকার পক্ষের আইনজীবী দেবাশিস রায়, উপল রায় ও সুনীল চক্রবর্তী। আদালত সূত্রে জানা গিয়েছে, গত ২৭ জানুয়ারি এই ধর্ষণ কাণ্ডের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। পরপর তিন দিন সাক্ষ্য গ্রহণ হয়েছিল। প্রথম দিন টানা সওয়া এক ঘন্টা, পরের দু’দিন যথাক্রমে ২৫ মিনিট ও ২০ মিনিট ধরে মৃতার স্বামীর স্বাক্ষ্য নেওয়া হয়। গত ৩ ফেব্রুরারি, সাক্ষ্য গ্রহণের চতুর্থ দিনে প্রায় ৪২ মিনিট ধরে চলে সাক্ষ্যগ্রহণ পর্ব। সোমবার ৩৫ মিনিট ধরে সাক্ষ্য দেন ওই মহিলার স্বামী। উচ্চ আদালতের নির্দেশে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ পর্ব চলছে। সফিউর রহমান জানিয়েছেন, এ দিনও মৃতার স্বামীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি। আজ, শুক্রবার ফের তাঁর সাক্ষ্য গ্রহণ করা হবে। ২০১৩ সালের জুন মাসে বড়ঞার খোরজুনা গ্রামে গত ২০১৩ সালের জুন মাসে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। তদন্তে নেমে প্রকাশ দাস নামে এক পড়শি যুবককে গ্রেফতার করে পুলিশ।

লরির ধাক্কায় মৃত্যু দু’জনের
লরির ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। জখম হয়েছেন মোটর বাইক চালক। মৃত নুরফুল শেখ (৪১) ও জখম নুরুল ইসলাম-দু’জনেরই বাড়ি সুতির খানাবাড়ি এলাকায়। পুলিশ জানায়, খানাবাড়ি থেকে ডিহিগ্রাম যাওয়ার পথে বৃহস্পতিবার সুতির বরবোনা হাটের কাছে মোটর বাইকটিকে পিছন থেকে একটি লরি ধাক্কা মারতেই এই বিপত্তি। অন্য দিকে, এই দিনই অন্য একটি বাইক দুর্ঘটনায় মৃত্যু হল আরও এক ব্যক্তির। বুধবারের এই ঘটনায় মৃতের নাম মানস পোদ্দার (৪৫)। এ দিন বাইক চালিয়ে তিনি হরমপুরের মধুপুর এলাকার বাড়ি থেকে বাস টার্মিনাসের দিকে যাচ্ছিলেন। সেই সময়ই লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানায়, লরিটিকে আটক করা হলেও চালক পলাতক।

নিয়োগে কারচুপির নালিশ, বিক্ষোভ
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বাতিল করে পুনরায় পরীক্ষা নিয়ে নিয়োগের দাবিতে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফের মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে দাবি করে বৃহস্পতিবার বহরমপুর শহর লাগোয়া পঞ্চাননতলায় প্রাথমিক বিদ্যালয় সংসদের কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ করা হয়। তার ফলে ঘণ্টা খানেক বহরমপুর-জলঙ্গি রাজা সড়ক এবং ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ডিওয়াইএফের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামাল হোসেন বলেন, “শিক্ষক নিয়োগের দুর্নীতি উদ্ঘাটনে সিবিআই তদন্ত করতে হবে। চাকরির প্যানেল বাতিল করে নতুন ভাবে পরীক্ষা নেওয়ার পর স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে।”

সর্বসম্মতিতে পুরসভায় বাজেট পেশ
মুর্শিদাবাদ জেলা পরিষদের ২০১৪-২০১৫ অর্থবর্ষের বাজেট পাশ হল সরকার ও বিরোধী পক্ষের সম্মতিতে। জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদার বলেন, “লোকসভা নির্বাচন ঘোষণা হলে পূর্ণাঙ্গ বাজেট পাশ করানো যাবে না। তাই আইন মেনে বুধবার জেলা পরিষদের সাধারণ সভায় ২০১৪-২০১৫ অর্থবর্ষের জন্য ৬১৩ কোটি টাকার বাজেট পেশ করা হয়। তৃণমূল ও বামফ্রন্ট সমর্থন করায় ওই বাজেট সর্বসম্মতিতে পাশ হয়।” তৃণমূলের জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম ও জেলা পরিষদের বিরোধী দলনেতা সিপিএমের ইনসাফ আলি অবশ্য জানিয়েছে, জেলার উন্নয়নের স্বার্থে বাজেটে সম্মতি দেওয়া হয়েছে। যে খাতে যত টাকা বরাদ্দ করা হয়েছে তা না হলে পরবর্তীতে সমর্থন করা হবে না।

ব্যবসায়ীদের ক্ষোভ বহরমপুরে
নসিপুর-আজিমগঞ্জ রেলসেতু চালু করা, বহরমপুর শহরের পঞ্চাননতলা ও চুঁয়াপুরে রেলগেটের উপর উড়ালপুল নির্মাণ এবং ৩৪ নম্বর জাতীয় সড়ক দ্রুত সম্প্রসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করল মুর্শিদাবাদ জেলা চেম্বার অব কমার্স। বৃহস্পতিবার বহরমপুর শহরের টেক্সটাইল মোড়ে ওই বিক্ষোভ সমাবেশ করার পর তাঁরা অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) এনাউর রহমানের কাছে স্মারকলিপি জমা দেন। মুর্শিদাবাদ জেলা চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, “সাড়ে ৭ একর জমিজটে আটকে রয়েছে নশিপুর-আজিমগঞ্জ রেলসেতু চালু করার কাজ। সেই জট দ্রুত কাটিয়ে উঠে খুব শীঘ্রই রেলসেতু চালু করা হবে বলে অতিরিক্ত জেলাশাসক আমাদের আশ্বাস দিয়েছেন।

তাঁত শিল্পীদের প্রশিক্ষণ নবদ্বীপে
রাজ্য ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের উদ্যোগে মাস দু’য়েক ধরে নবদ্বীপের মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতের প্রায় শ’দুয়েক শিল্পীকে হস্তচালিত তাঁতে উন্নততর শাড়ি বোনার জন্য বিশেষ প্রশিক্ষনের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় মুকুন্দপুরে তন্তুবায়দের একটি সমবায় সমিতি ভবনে এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা। এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন নদিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক কর্মাধ্যক্ষ হরিদাস দেবনাথ সহ আরও অনেকে।

ঘেরাও শিক্ষিকা
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হাইমাদ্রাসা পরীক্ষা। বৃহস্পতিবারও অ্যাডমিট কার্ড না পেয়ে প্রধান শিক্ষিকাকে তালাবন্দি করে বিক্ষোভ দেখাল বেলডাঙার ভাবতা হাসিনা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের কিছু ছাত্রী। বিক্ষোভ চলে রাত ৯টা পর্যন্ত। দেড়শো পরীক্ষার্থীর মধ্যে ৯ জন এখনও কার্ড পায়নি বলে স্কুল সূত্রের খবর। যথাসময়ে তা মিলবে বলে আশ্বস্ত করেছেন স্কুল কর্তৃপক্ষ।

কাশির সিরাপ আটক ফরাক্কায়
২৩০০ বোতল কাশির সিরাপ আটক করল ফরাক্কা থানার পুলিশ। সিরাপ পাচারের অভিযোগে পুলিশ গাড়ির চালক কামাল শেখ ও তার দুই সহযোগী মসলেউদ্দিন শেখ ও আমিন মোমিনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা মালদহের কালিয়াচকের বাসিন্দা। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ফরাক্কার শঙ্করপুরের কাছে ওই গাড়িটিকে তাড়া করে পুলিশ।

গ্যাস পাচারে ধৃত
রান্নার গ্যাসের পাচার করার সময় বড়ঞা থানার পুলিশের হাতে ধরা পড়ল চার যুবক। বুধবার রাতে বাহাদুর মোড় থেকে ওই চারজনকে প্রায় দু’শোটি গ্যাস সিলিন্ডার সহ গ্রেফতার করে পুলিশ। ধৃত নুর আলম শেখ, টুটুন শেখ, রিঙ্কু শেখ দৌলতাবাদ থানার ছয়ঘড়িয়ার বাসিন্দা। ধৃতদের মধ্যে অন্যজন, সালাহিন শেখের বাড়ি ডোমকলে।



রুজির টানে। বহরমপুরে গৌতম প্রামাণিকের তোলা ছবি।


আসছে দোল। তার আগে আবির তৈরির ব্যস্ততা। ছবি: সুদীপ ভট্টাচার্য।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.