টুকরো খবর
‘টেট’-এ সিবিআই তদন্তের দাবিতে বিক্ষোভ
প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ করল এসএফআই ও ডিওয়াইএফআই। বৃহস্পতিবার দুপুরে সিপিএমের ছাত্র-যুব সংগঠনের সমর্থকরা তমলুকে সংসদ অফিসের সামনে অবস্থান বিক্ষোভ পালন করে। বিকেল পৌনে তিনটে থেকে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ চলে। এরপর সংসদ অফিস থেকে মিছিল করে শহরের হাসপাতাল মোড়ে যাওয়ার পর পথসভা হয়। এ দিন অবস্থান-বিক্ষোভে নেতৃত্ব দেওয়া ডিওয়াইএফআই জেলা সম্পাদক প্রলয় দাস ও এসএফআই জেলা সম্পাদক পরিতোষ পট্টনায়েক অভিযোগ করেন, “প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য রাজ্য জুড়ে কয়েক লক্ষ শিক্ষিত বেকার যুবক-যুবতীদের ‘টেট’ পরীক্ষা নেওয়া হল। কিন্তু ‘টেট’ পরীক্ষার ফলাফলে দেখা গিয়েছে প্রকৃত মেধাবীদের পরিবর্তে বহু তৃণমূল নেতাদের আত্মীয়-ঘনিষ্ঠরা পাশ করে প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় ‘টেট’ পরীক্ষায় পাশ করা ও নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে।” তাঁদের দাবি, “প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে সিবিআই তদন্ত করতে হবে।” সদ্য নিয়োগ করা শিক্ষকদের প্যানেল বাতিল করে নতুন নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবিও জানান তাঁরা।

ট্রাক ধর্মঘটের ডাক মালিকদের
অর্নিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘট শুরু করল চন্দ্রকোনা রোড ট্রাক ওনার্স অ্যাসোশিয়েশন। ব্যবসায়ীদের বিরুদ্ধে কম ভাড়া দেওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার থেকে ট্রাক মালিকরা ধর্মঘট শুরু করেন। সরকারি নিয়মানুযায়ী, ভিন্ রাজ্যে আলু পাঠালে কৃষি বিপণন দফতরকে ব্যবসায়ীদের মার্কেট লেভি দিতে হয়। ওই টাকায় কৃষি বিপণন দফতর উন্নয়নের কাজ করে। এখন দশ চাকার লরিপিছু ৪০০ টাকা আর বারো চাকার লরিপিছু ৫০০ টাকা লেভি কাটা হয়। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা ব্যবসায়ীদের থেকে ট্রাক পিছু এই লেভির টাকা নিয়ে নেয়। ট্রাক মালিকদের অভিযোগ, নির্ধারিত ট্রাকের ভাড়া থেকে ব্যবসায়ীরা লেভির টাকা কেটে নিয়ে কম ভাড়া দিচ্ছে। সংগঠনের পক্ষে নিখিলেশ মিশ্রের হুঁশিয়ারি, “ব্যবসায়ীরা ট্রাকের ভাড়া থেকে মার্কেট লেভির টাকা কেটে নেওয়া বন্ধ না করলে এই কর্মবিরতি চলবে।” ট্রাক ধর্মঘটে বিপাকে পড়েছেন আলু ব্যবসায়ীরাও। পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ীদের পক্ষে বরেন মণ্ডল বলেন, “আমরা আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। ধর্মঘট করে কী লাভ?”

পটাশপুরে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে জখম ৩
অনেক দিন ধরেই পটাশপুরের সাতশতমাল গ্রামে তৃণমূলের দু’টি গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল চলছিল। বৃহস্পতিবার একটি গোষ্ঠীর সমর্থকদের উপর অন্য গোষ্ঠীর লোকেরা হামলা চালান বলে অভিযোগ। শেখ মুজিবর রহমান নামে এক তৃণমূল সমর্থক গুরুতর জখম হয়ে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। শেখ আশিকুল ও শেখ মুস্তাক আলি নামে অন্য দু’জন এগরা মহকুমা হাসপাতালে ভর্তি। পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ অপরেশ সাঁতরা তিন জনকে নিজের অনুগামী দাবি করে হামলা চালানোর জন্য বর্তমান বন ও ভূমি কর্মাধ্যক্ষ স্বপন মাইতি ও স্থানীয় তৃণমূল নেতা পীযূষ নন্দীকে দায়ী করছেন। তবে, স্বপনবাবু বলেন, “পারিবারিক একটা বিষয় নিয়ে গণ্ডগোলে ওই গ্রামে কয়েকজন জখম হয়েছে বলে শুনেছি। রাজনীতির ব্যাপার নেই।” থানায় অভিযোগ দায়ের না বলে পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।

দাসেরবাঁধ কঙ্কাল মামলা পিছিয়ে এপ্রিলে
ফের পিছিয়ে গেল দাসেরবাঁধ কঙ্কাল মামলা। আদালত সূত্রে খবর, মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ১৭ এপ্রিল। ওই দিন চার্জগঠন হতে পারে। মামলাটি চলছে মেদিনীপুরের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে। আগে এই আদালতের বিচারক ছিলেন অভিজিৎ সোম। ইতিমধ্যে তাঁর বদলি হয়েছে। নতুন কোনও বিচারক এই পদে যোগ দেননি। বৃহস্পতিবার আদালতে দাসেরবাঁধ কঙ্কাল মামলার দিন নির্দিষ্ট ছিল। নির্দিষ্ট সময়ই আদালতে চলে আসেন প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার বিধায়ক সুশান্ত ঘোষ সহ জামিনে-মুক্ত ২০ জন। কিন্তু বিচারক না থাকায় মামলাটি পিছিয়ে ১৭ এপ্রিলে চলে যায়। গত দেড়-দু’বছরের মধ্যে নানা কারণে বহুবার মামলাটি পিছিয়ে গিয়েছে। ফলে, এখনও চার্জগঠন করাই সম্ভব হয়নি। এ নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষও দেখা দিয়েছে।

বামেদের প্রতিবাদ
নন্দীগ্রামে তৃণমূল নেতা খুনের ঘটনায় সিপিএম নেতা অশোক গুড়িয়াকে গ্রেফতারের প্রতিবাদে কাঁথিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা করল সিপিএম। বুধবার দলের পক্ষ থেকে কাঁথি শহরের বড় ডাকঘর মোড়ে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। নন্দীগ্রামের বয়াল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সমর মাইতি দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন বলে সভায় দাবি করা হয়। অভিযোগ ওঠে, শাসক দলের নির্দেশে অশোক গুড়িয়া-সহ চার জন সিপিএম কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। লোকসভা ভোটের আগে তৃণমূলকে রাজৈ নতিক সুবিধে পাইয়ে দেওয়ার উদ্দেশেই এই কাজ করা হয়েছে। সভায় বক্তব্য রাখেন কাঁথি জোনাল কমিটির সম্পাদক সোয়েব মহম্মদ, দেশপ্রাণ জোনাল কমিটির সম্পাদক শক্তিপদ পণ্ডা, সঞ্জিত দাস, প্রলয় দাস। বিক্ষোভ সমাবেশের আগে একটি প্রতিবাদ মিছিল কাঁথি শহর পরিক্রমা করে।

টেন্ডারে দুর্নীতি, বিক্ষোভ এগরায়
সরকারি প্রকল্পের টেন্ডারে দুর্নীতি হচ্ছে অভিযোগে বৃহস্পতিবার এগরা ২ ব্লকের বিবেকানন্দ পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের বক্তব্য, ‘ইনডিভিজুয়াল বেনিফিট স্কিমে’ টেন্ডার না ডেকেই পছন্দের ঠিকাদারদের কাজের বরাত দিচ্ছেন পঞ্চায়েত কর্তৃপক্ষ। পঞ্চায়েতের উপপ্রধান ধনঞ্জয় সিংহ এই প্রকল্পে কাজ শুরু হয়ে গিয়েছে জানালেও ঠিকাদার ‘ওয়ার্ক অর্ডার’ পেয়েছেন কি না বলতে পারেননি। ব্লকের আরও কিছু পঞ্চায়েতেও এই প্রকল্প নিয়ে দুর্নীতি চলছে বলে অভিযোগ। এগরা ২ এর বিডিও মৃন্ময় মণ্ডল বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।”

বোমায় চাঞ্চল্য
রাস্তার উপর বোমা পড়ে থাকতে দেখে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল কেশপুরের ছুতারগেড়িয়া ও তার আশপাশের এলাকায়। এদিন দুপুরে ছুতারগেড়িয়া-আমলদা রাস্তার উপর কয়েকটি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বোমাগুলো উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৭টি বোমা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩টি আকারে একটু বড়, বাকি ৪টি ছোট। বোমাগুলো কী ভাবে রাস্তার উপর এল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

জম্মু থেকে সোনা চুরি
জম্মু থেকে সোনা চুরি করে আনার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। জম্মুতে সোনার কাজে গিয়েছিল দাসপুরের চকসুলতান গ্রামের যুবক শঙ্কর প্রামাণিক। দিন পাঁচেক আগে জম্মুর ডোমানা এলাকায় মালিকের কাছ থেকে প্রায় দেড় কিলো সোনা এবং নগদ কয়েক লক্ষ টাকা চুরি করে সে বেপাত্তা হয়ে যায় বলে অভিযোগ। বুধবার রাতে জম্মু থানার পুলিশ অভিযুক্তকে ধরতে দাসপুরে আসে। রাতেই বাড়ি থেকে শঙ্কর প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় ৮৫১ গ্রাম সোনা এবং ২ লক্ষ ১৫ হাজার টাকা। বৃহস্পতিবার ধৃতকে ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন।

সারদা কর্তাদের হাজিরা ঘাটালে
সারদা-কাণ্ডে বৃহস্পতিবার ঘাটাল আদালতে তোলা হল সংস্থার কর্ণধার সুদীপ্ত সেনকে। এ ছাড়াও দেবযানী মুখোপাধ্যায়, মনোজ নাগেল ও অরবিন্দ চৌহান হাজির ছিলেন। চার জনকেই ১৪ দিনের জেল হাজতে পাঠান বিচারক।

জনসংযোগ কর্মসূচি
—নিজস্ব চিত্র।
বৃহস্পতিবার সিআরপি’র ১৮৪ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে লালগড়ের শিলাপাড়ায় এক জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। লালগড় ব্লকের বেলাটিকরি, চন্দ্রপুর, ধামরো, নেড়া ও কানাইপাল এই পাঁচটি গ্রামের তিনশো স্কুল পড়ুয়াদের পড়ার সামগ্রী, স্থানীয় দশটি ক্লাবকে খেলার সরঞ্জাম দেওয়া হয়। এছাড়া সাড়ে ছ’শো বাসিন্দাকে কম্বল, শাড়ি ও রান্নার সরঞ্জাম দেওয়া হয়। স্বাস্থ্য শিবিরও হয়।

হোটেলে হানা, ধৃত ৪
হোটেলে হানা দিয়ে অবৈধ ব্যবসা চালানোর অভিযোগে দুই মহিলা-সহ ছয় জনকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। মঙ্গলবার রাতে কাঁথি শহরের বাইপাসের ধারে ওই হোটেলে হানা দেয় পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন হোটেল কর্মীও রয়েছেন। কাঁথির এসডিপিও ইন্দ্রজিৎ বসু জানান, দীর্ঘদিন ধরে ওই হোটেলটিতে অবৈধ ব্যবসা চলছে। ধৃতদের বুধবার কাঁথি আদালতে হাজির করা হলে বিচারক দুই মহিলাকে জামিনে মুক্তি দেন। তবে বাকি চার জনকে জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সমর-খুনে গ্রেফতার আরও দুই
নন্দীগ্রামের তৃণমূল নেতা সমর মাইতির হত্যাকাণ্ডে আরও দু’জন গ্রেফতার হয়েছে। বুধবার রাতে ভগবানপুরে ধরা পড়ে তেরপেখ্যা বাজারের বাসিন্দা আতাউর রহমান খান ও রেজাবুল আলি খান। মঙ্গলবার সন্ধ্যায় নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সমরবাবু তেরপেখ্যা বাজারের কাছে খুন হন। তাঁর পরিজন ও তৃণমূল নেতারা দলেরই শেখ নাজিমুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে যে অভিযোগ দায়ের হয়, তাতে নাজিমুদ্দিনের সঙ্গে ষড়যন্ত্রকারী হিসেবে কিছু সিপিএম নেতা-কর্মীর নাম রয়েছে। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক গুড়িয়া ও জেলা কমিটির সদস্য সুরপতি দেবনাথের মতো নেতার নাম রয়েছে তালিকায়।

কোথায় কী


শিল্প মেলা
জঙ্গলমহল মাইক্রো অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার ২০১৪।
মেদিনীপুর কলেজ-কলেজিয়েট স্কুল মাঠে। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

শতবর্ষ উদ্যাপন
রামনগর থানার মীরগোদা মৃত্যুঞ্জয় বাণীপীঠের শতবর্ষ উদ্যাপন
উপলক্ষে পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা। স্মারকগৃহের উদ্বোধন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.