|
|
|
|
লরির রং বদলে বিক্রির চেষ্টা, ধৃত ৩ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
লরি চুরি করার পরে রং বদলে অন্যত্র বিক্রির চেষ্টার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে নন্দকুমারের নরঘাটের কাছে একটি গ্যারাজের মধ্যে রাখা ওই লরিটিকে উদ্ধার করেছে পুলিশ। ওড়িশার বালেশ্বর থেকে লরিটি চুরি করে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে নম্বর ও রং পরিবর্তন করা হয়েছিল। ধৃতেরা হলেন রমেশ সাউ, বাপি প্রধান ও শেখ রবিউল। পুলিশ জানিয়েছে, কলকাতার বাসিন্দা রমেশ সাউ গাড়ি চুরি চক্রের মুল পাণ্ডা। চণ্ডীপুরের বাসিন্দা বাপি প্রধান গ্যারাজ মালিক ও শেখ রবিউল তাঁর গ্যারাজের কর্মী। ধৃত তিনজনকে বৃহস্পতিবার তমলুক আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ওড়িশা পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৭ জানুয়ারি ওড়িশার বালেশ্বর জেলার সোরো এলাকায় সড়কের উপর রাখা একটি খালি লরি চুরি করে নিয়ে পালিয়ে আসে রমেশ ও তার সঙ্গীরা। ওই লরির মালিক খয়রা থানায় গাড়ি চুরির অভিযোগ দায়ের করে। এদিকে গাড়ি চুরির পাণ্ডা রমেশ সাউ ওই লরিটির আসল নম্বর প্লেট বদল করে দেয়। নরঘাটের কাছে ওই গ্যারাজে লরিটি রং বদল করার জন্য সে দিয়েছিল বলে অভিযোগ। বুধবার সন্ধ্যায় নন্দকুমার থানার পুলিশ ও ওড়িশার বালেশ্বর জেলা পুলিশের যৌথদল ওই গ্যারাজে হানা দিয়ে লরিটি উদ্ধার করে। বাপি ও শেখ রবিউলকে গ্রেফতার করা হয়। রমেশ সাউকে রাতেই গ্রেফতার করে পুলিশ। |
|
|
|
|
|