কাউন্টি ক্রিকেটে খেলতে যাওয়ার আগে তাঁকে আলাদা করে ডেকে ব্যাটিংয়ের ভুল ত্রুটি শোধরানোর ক্লাস করেছিলেন গৌতম গম্ভীর। ডব্লিউ ভি রামনের কাছে সেই ক্লাস করার পরও অবশ্য কাউন্টিতে বা রঞ্জি ট্রফিতে তাঁর ব্যাটে ধারাবাহিকতা আসেনি। তবে আইপিএলে ধারাবাহিকতা ফিরে পাবেন ভারতীয় দলের ওপেনার, মনে করেন বাংলার রঞ্জি দলের প্রাক্তন কোচ।
বৃহস্পতিবার শহরে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় বাছাই শিবিরের পর তাদের নবনিযুক্ত ব্যাটিং কোচ রামন বললেন, “ওর যা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়েই ও ফর্মে ফিরে আসবে, দেখে নেবেন।”
গৌতম গম্ভীরের সঙ্গে আলাদা ভাবে কাজ করার পর এ বার তাঁর আইপিএল দলের ব্যাটিং কোচের ভূমিকায় রামন। বললেন, “এখন তো শুধু গৌতম নয়, দলের সব ব্যাটসম্যানকে নিয়েই আমার কাজ। তবে ওর সমস্যা থাকলে তো ওকে দেখতেই হবে। আমার ধারণা, এই ক’দিনে ও নিজের ভুলগুলো শুধরে নিয়েছে। আইপিএল শুরু হলে তা পরিষ্কার বোঝা যাবে।” |
আবার বোলিং কোচের দায়িত্বে আক্রম। |
তবে তাঁর দায়িত্ব ছাড়ার পর রঞ্জি ট্রফিতে বাংলার পারফরম্যান্সে উন্নতি নিয়ে কিছু বলতে রাজি নন রামন। বললেন, “এখন আমি শুধু আইপিএল নিয়ে ভাবছি। অন্য বিষয় নিয়ে আর কোনও কথা নয়।” নাইটদের ব্যাটিংয়ের দিকটা যেমন দেখবেন রামন, তেমন বোলিং কোচের দায়িত্ব নিয়ে ফিরে আসছেন ওয়াসিম আক্রম। এ দিন এই খবর জানিয়ে কেকেআর সিইও বেঙ্কি মাইসোর বলেন, “এটা ভাল খবর যে এ বার আমরা ওয়াসিমকে পুরো টুর্নামেন্টে পাচ্ছি। গত বার ওকে খুব মিস করেছিলাম। এ বার তা হবে না।”
আসন্ন নিলামের পরিকল্পনা নিয়ে মাইসোর বলেন, “এ বারের নিলাম একেবারে অন্য রকমের হবে। পাঁচশোর উপর খেলোয়াড়ের মধ্যে থেকে বাজেটের কথা মাথায় রেখে অন্য ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে লড়াই করে ঠিকঠাক দল বেছে নেওয়াটা মোটেই সহজ কাজ হবে না। তাই এ বার আমরা নিলামে কোচ ট্রেভর বেইলিসকে একেবারে সঙ্গে করে নিয়ে বসব। দলটা যতটা সম্ভব ছোট রাখার চেষ্টা করব, যা ম্যানেজ করতে সুবিধা হবে।”
গম্ভীর ও সুনীল নারিনকে রেখে দেওয়ার পর নিলামে খেলোয়াড় কেনার জন্য নাইটদের হাতে ৩৮ কোটি টাকা রয়েছে। ভারতীয় দলের নির্ভরযোগ্য বোলার হয়ে ওঠা মহম্মদ শামিকে না রাখার সিদ্ধান্ত নিয়ে মাইসোরের বক্তব্য, “নিলামে আরও বেশি রাস্তা খোলা রাখার জন্যই এটা করতে হয়েছে। এর মানে এই নয় যে শামিকে আমরা চাই না। জোকার কার্ড ব্যবহার করে শামিকে আমরা নিলামে নিতে পারি। তবে তা নির্ভর করবে নিলাম কেমন এগোবে তার উপর। এখন আগাম কিছু বলা সম্ভব নয়।” |