আবার বাইশ গজে ব্যাট হাতে দেখা যাবে তাঁকে। আবার বাইশ গজে তাঁর এক চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ‘গার্ড’ নেবেন তিনি।
তিনি— সচিন তেন্ডুলকর, অবসর নেওয়ার পর আবার ফিরতে চলেছেন ক্রিকেট মাঠে। নামতে চলেছেন খোদ ক্রিকেটের মক্কা লর্ডসে। আর তাঁর বিরুদ্ধে বল করতে দেখা যাবে অবসর নিয়ে নেওয়া আর এক কিংবদন্তিকে— শেন ওয়ার্ন। ৫০ ওভারের যে লড়াই দেখা যাবে ৫ জুলাই।
দু’জনে শুধু খেলবেনই না, নিজের নিজের দলকে নেতৃত্বও দেবেন। উপলক্ষ লর্ডসের দ্বিশতবার্ষিকী উদযাপন। যেখানে এমসিসি-কে নেতৃত্ব দেবেন সচিন। আর বিপক্ষে থাকা অবশিষ্ট বিশ্ব একাদশের অধিনায়ক হবেন ওয়ার্ন। দু’জনেই এমসিসি-র সদস্য। দু’জনেই জানিয়ে দিয়েছেন, তাঁরা খেলতে তৈরি।
|
ফ্ল্যাশব্যাক। লর্ডসে সচিন। |
সচিন এক বিবৃতিতে বলেছেন, “এমসিসি-কে নেতৃত্ব দেওয়ার প্রস্তাবে আমি সম্মানিত। তাও এ রকম একটা ইভেন্টে। অবশ্যই আমি এমসিসি-কে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি। ক্রিকেট আর লর্ডসের মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে। ‘হোম অব ক্রিকেট’-এ আর একবার খেলার সুযোগ পেয়ে আমি সম্মানিত।” ওয়ার্নের বক্তব্য, “ক্রিকেট বিশ্বের সবচেয়ে বিখ্যাত মাঠে এ রকম একটা ম্যাচে খেলার সুযোগ পেয়ে সত্যি দারুণ লাগছে। আশা করছি, ম্যাচটা জমে যাবে।”
তবে শুধু সরকারি বিবৃতি দিয়েই থেমে থাকেননি ওয়ার্ন। পরের পর টুইট করে গিয়েছেন। সেখানে কোথাও লিখেছেন, “সচিনের এমসিসি একাদশের বিরুদ্ধে যে আমাকে নেতা বাছা হয়েছে, তার জন্য আমি সম্মানিত।” কোথাও লিখেছেন, “৫ জুলাই লর্ডসের ম্যাচের জন্য অসংখ্য শুভেচ্ছা বার্তা পাচ্ছি। সবাইকে ধন্যবাদ। সচিনের সঙ্গে একটা দারুণ দিন কাটবে বলেই মনে হয়। আশা করি, সবাই মাঠে আসতে পারবেন।” |
|
“কী মনে হয়, সচিন আমাকে বেধড়ক পেটাবে ওই দিন?
নাকি আমি ওকে আউট করে দেব? হাহাহা...শুভরাত্রি।”
—শেন ওয়ার্ন |
|
আর তাঁর শেষ টুইটে সম্ভবত সচিনের জন্য একটা হাল্কা চ্যালেঞ্জও ছুড়ে দেন ওয়ার্ন। হয়তো বা সেই ‘মরুঝড়ের’ দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন। সচিনের যে ইনিংস ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছিল কিংবদন্তি লেগ স্পিনারের কাছে। “কী মনে হয়, সচিন আমাকে বেধড়ক পেটাবে ওই দিন? নাকি আমি ওকে আউট করে দেব? হাহাহা...শুভরাত্রি।”
শুধু সচিন বনাম ওয়ার্ন দেখেই হয়তো সন্তুষ্ট থাকতে হবে না দর্শকদের। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, সচিনের দলে খেলতে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে। এমসিসি টিম তৈরি করার দায়িত্বে থাকা মাইক গ্যাটিং প্রতিশ্রুতি দিয়েছেন, “সামনের কয়েক সপ্তাহে আরও বড় বড় নাম ঘোষণা করব।”
এর আগে শেষ বার এ ধরনের ম্যাচে সচিন খেলেছিলেন ১৯৯৮ সালে, লর্ডসে প্রিন্সেস ডায়ানা মেমোরিয়াল ম্যাচে। যেখানে সেঞ্চুরি এসেছিল মাস্টারব্লাস্টারের ব্যাট থেকে। এ বারের ম্যাচের কথা ছড়িয়ে পড়তে না পড়তেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জুড়ে এখন একটাই আর্তি: কবে আসবে ৫ জুলাই! |