টুকরো খবর
বাংলা দলে ডাক পেলেন সিকিমের দিব্যেন্দু
বাংলার সন্তোষ ট্রফি দলে ডাকা হল সিকিম ইউইনাইটেডের গোলকিপার দিব্যেন্দু সরকারকে। আই এফ এ শিল্ডে মহমেডানের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিলেন ওই কিপার। নেওয়া হল চোটের জন্য বাইরে থাকা আরও দুই ফুটবলার পোর্ট ট্রাস্টের অভিষেক আইচ এবং জর্জ টেলিগ্রাফের বিবেকানন্দ বন্দ্যোপাধ্যায়কে। বাংলার কোচ শিশির ঘোষ বললেন, “এই তিনজনকে নেওয়া হচ্ছে নতুন করে।” শিলিগুড়িতে সন্তোষের মূল পর্বে বাংলার প্রথম খেলা ২৭ ফেব্রুয়ারি। সোমবার থেকেই তাই অনুশীলন শুরু করে দিচ্ছে বাংলা। গ্রুপ লিগে বাংলাকে খেলতে হবে পাঁচটি ম্যাচ। অনুশীলন শুরু হচ্ছে সোমবার। রবীন্দ্র সরোবরে। এ দিকে র‌্যান্টি মার্টিন্স শনিবার গেলাং ইউনাইটেডের বিরুদ্ধে শিল্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারবেন কী না তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারল না শিল্ড কমিটি। সিদ্ধান্ত নেওয়া হবে আজ। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লালকার্ড দেখেছিলেন ইউনাইটেড স্ট্রাইকার। ক্লাবের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে দু’ম্যাচের বদলে এক ম্যাচ সাসপেনসনের আওতায় আনা হোক র্যান্টিকে। যাতে গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলতে পারেন নাইজিরিয়ান এই ফুটবলার।

তিরাশি পরিবর্তনের পরেও দল বাছতে ব্যর্থ মোয়েস

৬ ফেব্রুয়ারি
ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁর দল এই মুহূর্তে সপ্তম স্থানে। আর তার জেরেই ডেভিড মোয়েসের দল গঠন নিয়ে সমালোচনা চলছে বিশ্ব জুড়ে। বিশেষজ্ঞদের মতে দলকে সাফল্যের সরণিতে নিয়ে যাওয়ার ফর্মুলা কী তা খুঁজে পেতে আপাতত হাতড়াচ্ছেন ম্যান ইউ বস। আর সেই সূত্র ধরেই বেরিয়ে এসেছে দল গঠনে মোয়েসের কোচিং দর্শনের নানা অজানা তথ্য। সেই তথ্য অনুযায়ী, চলতি মরসুমে প্রথম দল বাছতে গিয়ে ৮৩ টি পরিবর্তন করেছেন ম্যান ইউ কোচ। যা এ বারের এপিএল-এ শীর্ষ স্থানে রেখেছে রুনিদের দলকে। দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটি করেছে ৭২ টি পরিবর্তন। যা মোয়েসের দলের থেকে ১১ ধাপ পিছনে। শুধু তাই নয়, পরিসংখ্যানবিদরা দেখিয়েছেন চলতি মরসুমে এমন কোনও ম্যাচ নেই রেড ডেভিলদের যেখানে পরপর দু’ম্যাচে একই দল খেলিয়েছেন মোয়েস। এর মধ্যে সেন্ট্রাল মিডফিল্ড পজিসনে মোয়েস খেলিয়ে ফেলেছেন ১৩ জন ফুটবলারকে। ম্যান ইউ রক্ষণেও খেলেছে সেন্ট্রাল ডিফেন্ডারদের সাতটি জুটি। কিন্তু তা সত্ত্বেও উইনিং কম্বিনেশন কেন এখনও খুঁজে পেলেন না তা জানতে চেয়েই মোয়েসকে এক হাত নিয়েছে ইংল্যান্ডের প্রচারমাধ্যম।

দুর্ঘটনায় হত তরুণ ক্রিকেটার
দুর্ঘটনায় অকালেই ঝরে গেলেন হরিয়ানার তরুণ ক্রিকেটার সন্দীপ সিংহ। বৃহস্পতিবার স্থানীয় মুন্ডল গ্রামে ফুটবল মাঠ মাটি ফেলে সমান করার সময় আচমকাই বছর পঁচিশের এই উইকেটকিপারকে পিষে দিয়ে যায় নিয়ন্ত্রণহীন একটি ট্র্যাক্টর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। হরিয়ানার হয়ে এখনও পর্যন্ত পনেরোটি প্রথম শ্রেণির ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন সন্দীপ। তাঁর মৃত্যুতে শোকাহত হরিয়ানার ক্রিকেট মহল।

বেঙ্গালুরুতে দল বাছবেন নির্বাচকরা
বেঙ্গালুরুতে ইরানি ট্রফির ম্যাচ চলাকালীনই আসন্ন টি-২০ বিশ্বকাপ এবং এশিয়া কাপের দল বাছবেন নির্বাচকরা। আগামী রবিবার থেকে বেঙ্গালুরুতে শুরু হবে এ বারের ইরানি ট্রফির ম্যাচ। বোর্ড সূত্রে খবর, রঞ্জি চ্যাম্পিয়ন কর্নাটক এবং অবশিষ্ট ভারতের মধ্যে এই ম্যাচ চলাকালীন সেখানে উপস্থিত থাকবেন পাঁচ জাতীয় নির্বাচকের সকলেই। টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করার শেষ দিন ১৫ ফেব্রুয়ারি। বাংলাদেশে টি-২০ বিশ্বকাপ শুরু ১৬ মার্চ। টুর্নামেন্টে ভারত তাঁদের অভিযান শুরু করবে ২১ মার্চ মীরপুরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের পরবর্তী প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (২৩ মার্চ, মীরপুর), কোয়ালিফায়ার টিম (২৮ মার্চ, মীরপুর), অস্ট্রেলিয়া (৩০ মার্চ, মীরপুর)। ফাইনাল ৬ এপ্রিল। টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশেই বসবে এশিয়া কাপের আসর। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে তা চলবে ৮ মার্চ পর্যন্ত। খেলা হবে মীরপুর এবং ফাতুল্লায়।

জোড়া সেঞ্চুরিতে ভর করে লড়ছে বাংলাদেশ
শামসুর রহমান এবং ইমরুল কায়েশের জোড়া সেঞ্চুরির সৌজন্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় এবং শেষ টেস্টে লড়ছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৫৮৭ রানের জবাবে তৃতীয় দিনের শেষে বাংলাদেশের রান আট উইকেটে ৪০৯। ওপেনার তামিম ইকবাল কোনও রান করার আগে প্যাভিলিয়নে ফিরে যাওয়ায় শুরুতে চাপে পড়ে যায় বাংলাদেশ। কিন্তু সেখান থেকে মুশফিকুর রহিমের দলকে টেনে তোলে শামসুর (১০৬) এবং ইমরুলের (১১৫) ব্যাট। দ্বিতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ২৩২ রান স্কোরবোর্ডে তোলেন এই দুই ব্যাটসম্যান। তবে সেঞ্চুরির পাঁচ রান আগে ইমরুলের দুটো লোপ্পা ক্যাচ ধরতে পারেননি শ্রীলঙ্কান ফিল্ডাররা। লাঞ্চের পরেই ফিরে যান জীবনের দ্বিতীয় টেস্টে শতরানকারী শামসুর রহমান। তিনি ফিরতেই ছন্দ হারায় বাংলাদেশ ব্যাটিং। এই দুই ব্যাটম্যানকেই প্যাভিলিয়নে ফেরান অফস্পিনার অজন্তা মেন্ডিস। ৮৪ রান দিয়ে চার উইকেট নিয়েছেন তিনি। এর আগে ঢাকায় প্রথম টেস্টে ইনিংস এবং ২৪৮ রানে হেরেছিল বাংলাদেশ।

অন্য খেলায়
• কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক ক্রীড়া রবিবার ক্লাবের মাঠে শুরু সকাল দশটায়।
• বেহালা মর্নিং ফুটবল কোচিং সেন্টারের সারা বাংলা ছোটদের ফুটবল ফাইনাল ৯ ফেব্রায়ারি। রায়নগর মাঠে নৈশালোকে।
• শ্রীরামপুর সবুজ সঙ্ঘের ৭৫ বছর উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ৯ ফেব্রুয়ারি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.