দিনভর সিএবি বনাম কেকেআর খটাখটির পর রাতে শান্তির সুর
নিলামে তোলার জন্য বাংলার ক্রিকেটার বাছাইয়ের শিবির নিয়ে কেকেআর ও সিএবি-র মতবিরোধ মেটানোর জন্য আসরে নামতে হল প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়াকে। কেকেআর সিইও বেঙ্কি মাইসোরের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠকের পর পরিস্থিতি ঠান্ডা হল।
বাংলার যে ক’জন ক্রিকেটার আইপিএল নিলাম চুক্তি সই করে পাঠিয়েছিলেন, তাঁদের অর্ধেকেরও কম ক্রিকেটারকে ডাকা হয়েছে, বৃহস্পতিবার শিবির চলাকালীন তিন উত্তেজিত সিএবি শীর্ষকর্তা সুবীর গঙ্গোপাধ্যায়, বিশ্বরূপ দে ও বোর্ডের অন্যতম সহ সভাপতি চিত্রক মিত্র সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে ছুটে গিয়ে বাকি ক্রিকেটারদেরও ট্রায়ালে ডাকার অনুরোধ করেন নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোরের কাছে।
তাঁদের অনুরোধ রেখে বাকি খেলোয়াড়দের মাত্র এক ঘন্টার মধ্যে ডাকার নির্দেশ দেন নাইটদের এই শীর্ষ কর্তা। কিন্তু এত কম সময়ে দু’জনের বেশি ক্রিকেটার সৌরভ সরকার ও গীতিময় বসু ছাড়া আর কেউ আসতে পারেননি। অথচ দু’দিনের এই ট্রায়ালে বাংলার খেলোয়াড়রা যাতে অংশ নিতে পারেন, সে জন্য সিএবি নক আউট টুর্নামেন্টে এ দিনের বেশিরভাগ ম্যাচ পিছিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাদের ক্লাবের ক্রিকেটাররা শিবিরে ডাক না পাওয়ায় বহু ক্লাবই সিএবি-র এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দেয়।

রামনদের ট্রায়াল ঘিরে বিতর্ক।
কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে-র দাবি, “কীসের ভিত্তিতে মাত্র ১৪জনকে ডাকা হল, সেটাই বুঝতে পারলাম না। পুরো বাছাই পর্বটাই একটা প্রহসন মনে হচ্ছে।” কেকেআর সিইও বেঙ্কি মাইসোরের বক্তব্য, “সিএবি-র কোঅর্ডিনেটরই এদের নাম ঠিক করে দেন।” সিএবি-র অভিযোগের তিরও তাঁরই দিকে। বিশ্বরূপ বললেন, “সিএবি ও নাইটদের কোঅর্ডিনেটরের কাজটা কে করেন, তা সকলেই জানেন। আলাদা করে নাম বলার কিছু নেই।” যিনি একাধারে সিএবি-র অন্যতম সহ সচিব এবং কেকেআর -এর সঙ্গে যুক্ত, সেই জিৎ বন্দ্যোপাধ্যায় অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
দু’দিনের এই ট্রায়ালের আদোও কোনও প্রয়োজন ছিল কী না, সেই প্রশ্ন আরও বেশি করে উঠল সন্ধ্যায় চূড়ান্ত নিলাম তালিকা প্রকাশিত হওয়ার পর। ‘ক্যাপড’ ও ‘আনক্যাপড’ মিলিয়ে যে ৫১৪ জনের তালিকা রয়েছে, তাতে বাংলার ১৬ জন খেলোয়াড়ের নাম রয়েছে। মনোজ, ঋদ্ধি, শামি, দিন্দা ও লক্ষ্মী ছাড়াও রয়েছেন প্রাক্তন গত মরশুমেও নাইটদের দলে থাকা দেবব্রত দাস, ইরেশ সাক্সেনা, শ্রীবৎস গোস্বামী, অনুষ্টুপ মজুমদার, বীর প্রতাপ সিংহ, সৌরভ সরকার, অভিষেক ঝুনঝুনওয়ালা, সৌরাশিস লাহিড়ী, সায়নশেখর মন্ডল, অঙ্কিত কেশরি ও বিবেক সিংহ। বাংলার প্রাক্তন ও বর্তমানে রেলের ক্রিকেটার অরিন্দম ঘোষও উঠবেন নিলামে। রাতে এই তালিকা পাওয়ার পর বিশ্বরূপ দে বললেন, “এদের অনেককে তো নাইটদের ট্রায়ালে ডাকাই হয়নি। তা হলে কি জন্য এই বাছাই পর্ব করল কেকেআর? এখন তো আরওই এই দু’দিনের বাছাই শিবিরকে প্রহসন মনে হচ্ছে।” রাতে বৈঠকের পর জগমোহন ডালমিয়া জানান, “কোনও গন্ডগোল নেই সিএবি ও কেকেআরের মধ্যে।”
অবশ্য বিশ্বরূপও মেনে নিচ্ছেন ডালমিয়ার সঙ্গে বেঙ্কি মাইসোরের বৈঠকের পর অশান্তির মেঘ কেটেছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.