ফুটবল মাঠে যুযুধান প্রতিপক্ষকে বিঁধতে নয়া চাল না কি গাঁধিগিরি? বুধবার ফিফার বর্ষসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্মদিনে তাঁকে পাঠানো জ্লাটন ইব্রাহিমোভিচের ‘টুইট-উপহার’-এর পর এটাই প্রশ্ন দুনিয়া জুড়ে।
কী সেই উপহার? সেটি আর কিছুই নয়, টুইটারে সুইডিশ ফুটবলারের ছোট্ট একটি পোস্ট। যেখানে লেখা “জন্মদিনের শুভেচ্ছা ক্রিশ্চিয়ানো। তোমাকে নতুন টি-শার্ট পাঠালাম।” এখানেই শেষ নয়। সঙ্গে পোস্ট করা হয়েছে সাদা রঙের সেই টি শার্টের ছবিও। যা মোড়া রয়েছে ইব্রাহিমোভিচের গোল করার নানা ভঙ্গিমার ছবিতে মোড়া কাগজে। টি শার্টের বুকের উপর লেখা-‘ডেয়ার টু ইব্রা’।
সুইডিশ স্ট্রাইকারের এই আপাত নিরীহ পোস্ট ঘিরেই সরগরম মাদ্রিদ থেকে মালমো। কারণ জন্মদিনে টুইট করে রোনাল্ডোকে এ রকম অভিনব উপহার পাঠানোর পিছনে ইব্রার গোপন অভিসন্ধির গন্ধ পাচ্ছেন ফুটবল সমালোচকরা। তাঁদের মতে, ‘ডেয়ার টু ইব্রা’ কথাটি লিখে পর্তুগিজ স্ট্রাইকারের উদ্দেশে এক প্রকার চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছেন ইব্রাহিমোভিচ। নেপথ্যে বার্তা, ইব্রার মতো সাহসী হয়ে দেখাও।
|
সমালোচকদের এই জল্পনা যে অমূলক নয় তা কিছুটা হলেও প্রমাণিত হয়েছে ইব্রার এই টুইট প্রকাশিত হওয়ার ঘণ্টা খানেক পরেই রোনাল্ডোর পাল্টা টুইটে। যেখানে এ বারের ব্যালন ডি’ অর বিজেতা ফিফার পুসকাস পুরস্কার জয়ী ( বছরের সব চেয়ে দর্শনীয় গোলদাতাকে দেওয়া হয়) ইব্রাকে উদ্দেশ্য করে লিখে দেন, “জন্মদিনের উপহারের জন্য তোমায় ধন্যবাদ ইব্রা। এটা ঠিক যে এই উপহার তোমার চেয়ে আমাকেই বেশি মানাবে।”
তবে রোনাল্ডোর জন্মদিনে এই টুইট যুদ্ধের পর দুই তারকার কেউই সংবাদমাধ্যমের কাছে এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। যদিও রোনাল্ডো-ইব্রাহিমোভিচের অম্ল-মধুর সম্পর্কের কথা ফুটবল দুনিয়ার কারও অজানা নয়। গত নভেম্বরেই ঘরের মাঠে রোনাল্ডোর পর্তুগালের কাছে হেরে শেষ হয়ে গিয়েছিল ইব্রাহিমোভিচের ব্রাজিল বিশ্বকাপে খেলার স্বপ্ন। যার পরেই ইব্রাহিমোভিচের একটি মন্তব্য ঘিরে আলোড়ন পড়ে যায় দুনিয়া জুড়ে। যেখানে তিনি রোনাল্ডোকে উদ্দেশ্য করে বলেছিলেন, “ব্রাজিলে ইব্রাহিমোভিচ না থাকার অর্থ বিশ্বকাপ দেখার আর কোনও মূল্যই রইল না।” |
এখানেই শেষ নয়। ফিফার বর্ষসেরা ফুটবলার হিসেবে রোনাল্ডো ব্যালন ডি’ অর খেতাব পাওয়ার পরেও তাঁকে তীর্যক মন্তব্য করতে ছাড়েননি জ্লাটন। বলেছিলেন, “নিছক একটি পুরস্কার প্রমাণ করতে পারে না এই গ্রহের সেরা ফুটবলার কে। গোটা বিশ্ব জানে সেটা ইব্রাহিমোভিচ।”
যদিও দু’ক্ষেত্রেই কোনও প্রতিক্রিয়া দেননি রোনাল্ডো। তবে এ দিন তাঁর টুইট-যুদ্ধে অংশগ্রহণের মধ্যে কেউ কেউ আবার ইব্রার পুসকাস পুরস্কার পাওয়ার ব্যাপারটিকেও সামনে এনেছেন। তাঁদের মতে বছরের দর্শনীয় গোল করার সাহস যে রোনাল্ডোর নেই সেটাই এ ভাবে জন্মদিনের উপহার দেওয়ার মাধ্যমে ঠারেঠোরে বলতে চেয়েছেন ইব্রাহিমোভিচ। যা ধরতে পেরেই পাল্টা টুইট করেন রিয়াল মাদ্রিদ তারকা।
জন্মদিনের রাতটা বরং রোনাল্ডো সেলিব্রেট করলেন কোপা দেল রে সেমিফাইনালের প্রথম পর্বে আটলেটিকো মাদ্রিদকে ৩-০ হারানোর মুহূর্ত সহযোগে। দল জিতলেও যদিও কোনও গোল করেননি রোনাল্ডো। |