|
|
|
|
পুরসভার জলের পাইপে পায়রার
পচাগলা দেহ, রেলশহরে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
নলবাহিত জলে দীর্ঘদিন ধরেই দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। বৃহস্পতিবার খড়্গপুর পুরসভার রাজগ্রামের ওভারহেড ট্যাঙ্কের জলের পাইপ থেকে বেরিয়ে আসে পচাগলা পায়রার দেহ। এ দিন খড়্গপুর পুরসভার উপ পুরপ্রধানের সামনে ওই পায়রায় দেহ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভে নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল নেতা তথা কাউন্সিলর দিব্যেন্দু পাল।
১৯৮৪ সালে শহরে দ্বিতীয় জলপ্রকল্পের কাজের সময় পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাজগ্রামে জলের এই ওভারহেড ট্যাঙ্কটি নির্মাণ করা হয়। বর্তমানে ওই ট্যাঙ্ক থেকেই পুর এলাকার ৬, ৭, ৮, ৯, ১৯, ১৬, ১৭ নম্বর ওয়ার্ডের কিছু অংশে জল সরবারহ করা হয়। রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরেই ওই ট্যাঙ্কের অবস্থা বেহাল। বছর খানেক ধরে ট্যাঙ্কের ওপরের ঢাকার একাংশ ভেঙে গিয়েছে। ফলে ট্যাঙ্কের ওই উন্মুক্ত অংশ দিয়ে বাইরের নোংরা জলে মিশছে। স্থানীয় বাসিন্দা সুখময় প্রধানের কথায়, “বহু বছর ট্যাঙ্কের কোনও সংস্কার হয়নি। মাঝে-মধ্যেই জলের সঙ্গে বিভিন্ন পোকামাকড় থেকে পাখির দেহ চলে আসছে। বাধ্য হয়ে সব মেনে নিতে হচ্ছে।”
দিব্যেন্দুবাবু বলেন, “পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডেকে এনিয়ে চিঠি দিয়েছি। কিন্তু কোনও লাভ হয়নি। আজকেও উপ পুরপ্রধানের কাছে সমস্যার কথা লিখিতভাবে জানিয়েছি।” এ দিন ঘটনার কথা স্বীকার করে উপ-পুরপ্রধান চিত্তরঞ্জন মণ্ডল জানান, এই সমস্যা দীর্ঘদিনের। আমরা মাস ছ’য়েক আগে ক্ষমতায় এসেছি। তবে ওঁরা বিক্ষোভ দেখানোর পরেই ওই ট্যাঙ্ক দ্রুত মেরামতের জন্য বলেছি। |
|
|
|
|
|