টুকরো খবর
ধর্ষণের অভিযোগ, ধৃতের পুলিশি হেফাজত
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃতের ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার ডেবরার জলিমান্দার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা নারায়ণ সরেনকে মেদিনীপুর জেলা আদালতে হাজির করা হয়। গত মঙ্গলবার কৃষ্ণপুরের পাশের গ্রাম আসমতপুরে হাঁড়িয়া খেতে গিয়ে বছর বারোর এক বালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। বুধবার ওই মেয়েটির বাবা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ নারায়ণ সরেনকে গ্রেফতার করে। ওই নাবালিকার পরিবারের দাবি, তৃণমূলের স্থানীয় নেতারা অভিযোগ তুলে নিয়ে টাকা দিয়ে মিটমাট করে নেওয়ার কথা বলে। অভিযোগ, সেই কথা সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবার সকালে ফের গ্রামের তৃণমূল কর্মী-সমর্থকেরা ওই নাবালিকার বাড়িতে গিয়ে হুমকি দেয়। তবে ডেবরার ওসি জয়ন্ত চক্রবর্তী ওই নাবালিকার পরিবারকে তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যদিও হুমকির কথা মানতে নারাজ ব্লক তৃণমূল সভাপতি রতন দে। তিনি বলেন, “অভিযোগ ভিত্তিহীন। আমি এবিষয়ে আবারও খোঁজ নেব। সত্যিই যদি আমাদের দলের কেউ ওই পরিবারকে হুমকি দিয়ে থাকে, তাঁর শাস্তির ব্যবস্থা করা হবে।”

পুলিশি ঘেরাটোপে স্কুলে শিক্ষক
প্রায় আট বছর পর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত এক শিক্ষক বিদ্যালয়ে ঢুকলেন। বৃহস্পতিবার পুলিশের উপস্থিতিতে নারায়ণগড়ের কোতাইগড় বাসুদেবপুর সতীকুমার শিক্ষানিকেতনের ওই শিক্ষক বিদ্যালয়ে যান। ২০০৬ সালের সরস্বতী পুজোর দিন ওই বিদ্যালয়েরই নবম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল সহশিক্ষক সুবীরকুমার পালের বিরুদ্ধে। স্থানীয় সিপিএমের লোকাল কমিটির সদস্য কালিপদ পালের ছেলে সুবীরবাবুর বিরুদ্ধে মামলা রুজু হলে স্কুল পরিচালন সমিতি তাঁকে স্কুল থেকে বহিষ্কার করে। এর পর থেকে নানাভাবে বিদ্যালয়ে ঢুকতে চেয়েও বাধা পেয়েছেন সুবীরবাবু। অভিযুক্ত ওই শিক্ষক ক লকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সম্প্রতি হাইকোর্ট ওই শিক্ষককে সবেতনে বিদ্যালয়ে বহাল করার নির্দেশ দেয়। তবে তাঁর বিরুদ্ধে রুজু হওয়া শ্লীলতাহানির মামলা চলবে বলে জানিয়েছে আদালত। এ দিন হাইকোর্টের সেই নির্দেশকে কাজে লাগিয়েই সুবীরবাবু পুলিশি ঘেরাটোপে বিদ্যালয়ে এলেন।

শিক্ষায় সংগঠন সাজাচ্ছে তৃণমূল
এতদিন শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের (এমএসকে) কর্মীদের নিয়ে একটি আলাদা সংগঠন ছিল। এ বার শিশু শিক্ষাকেন্দ্রকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রকে মাধ্যমিক স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংগঠনের মধ্যে ঢুকিয়ে নিতে চাইছে তৃণমূল। কিভাবে তা করা হবে, পরিকল্পনা করতেই বৃহস্পতিবার জেলা পরিষদ অফিসে এক বৈঠকের আয়োজন করা হয়। যেখানে সমস্ত সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার আহ্বায়ক অর্ঘ্য চক্রবর্তী ও পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের আহ্বায়ক রাজীব মান্না বলেন, “এসএসকে ও এমএসকেতে যাঁরা পড়ান তাঁরাও শিক্ষক। যদিও এতদিন তাঁদের সহায়ক ও সম্প্রসারক বলা হয়েছে। তাঁদের শিক্ষকের মর্যাদা দিতেই আমাদের সংগঠনে সরাসরি সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সদস্যপদ সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্বতন এসএসকে ও এমএসকে সংগঠনের সভাপতি সুজিত ঘোষ ও সম্পাদক তাপস হুইকে।

শহরে সংখ্যালঘু কাউন্সিলের সভা
সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির এক সভা হল বৃহস্পতিবার। মেদিনীপুর শহরের গাঁধী মূর্তির পাদদেশে সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, কাউন্সিলের রাজ্য সম্পাদক মহম্মদ কামরুজ্জামান, জেলা সম্পাদক মির্জা আজিবুর রহমান প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে সংখ্যালঘু কাউন্সিলের জেলা সম্পাদক মির্জা আজিবুর রহমান বলেন, “কেন্দ্র ও রাজ্য সরকারের নানা কর্মসূচি রয়েছে। অর্থও বরাদ্দ হয়। তবে কর্মসূচিগুলোর সুফল মানুষের কাছে পৌঁছচ্ছে না। একাংশ সরকারি কর্মীর এ ক্ষেত্রে আন্তরিকতার অভাব রয়েছে। তাই এই পরিস্থিতি।” সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি অবশ্য বলেন, “রাজ্য সরকার সংখ্যালঘুদের প্রতি অত্যন্ত আন্তরিক। সরকার সব সময় সংখ্যালঘু মানুষদের পাশে রয়েছে। গত আড়াই বছরে সংখ্যালঘুদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হয়েছে। এই সব কর্মসূচির সুফলও পেয়েছেন মানুষ।”

সুবর্ণজয়ন্তী
বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পিংলার উজান হরিপদ হাইস্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সূচনা হল বৃহস্পতিবার। তিনদিন ব্যাপী ওই অনুষ্ঠান চলবে। এ দিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা আঞ্চলিক নাচ-গান মঞ্চস্থ করা হয়। বার্ষিক পুরস্কারও বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রবোধচন্দ্র সিংহ, ব্লক যুব কল্যাণ আধিকারিক অমূল্যচরণ সাহু প্রমুখ।

বাম-প্রতিবাদ প্রতিষ্ঠা দিবস
শিক্ষক সংগঠন এবিটিএ-র প্রতিষ্ঠা দিবস উদ্যাপন হল পশ্চিম মেদিনীপুরে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে সংগঠনের জেলা কার্যালয়ে এক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন এবিটিএ’র জেলা সম্পাদক অশোক ঘোষ, জেলা সভাপতি ব্রজগোপাল পড়িয়া প্রমুখ।

এজেন্টদের দাবি
সারদার ন্যায় আর্থিক সুরক্ষা দেওয়া, আমানতকারীদের টাকা ফেরত-সহ বেশ কয়েকটি দাবিতে বুধবার গড়বেতা-১ বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছে ‘অল বেঙ্গল ফিনান্সিয়াল এজেন্ট অ্যাসোসিয়েশন’-এর গড়বেতা-১ ব্লক কমিটি। ৭৬টি লগ্নি সংস্থার এজেন্টরা রয়েছেন এই সংগঠনে।

কোথায় কী


বার্ষিক অনুষ্ঠান

বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সভা।

শিল্প মেলা

জঙ্গলমহল মাইক্রো অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার ২০১৪। মেদিনীপুর কলেজ-কলেজিয়েট স্কুল মাঠে।
চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনে থাকার কথা মন্ত্রী স্বপন দেবনাথের।

শতবর্ষ উদ্যাপন

রামনগর থানার মীরগোদা মৃত্যুঞ্জয় বাণীপীঠের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা। স্মারকগৃহের উদ্বোধন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.