ধর্ষণে অভিযুক্তের শাস্তি চায় ত্রিপুরার শাসক, বিরোধী দল

৬ ফেব্রুয়ারি
ক্ষিণ ত্রিপুরায় এক গৃহবধূর নির্যাতনের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। দিল্লির ‘দামিনীকাণ্ডের’ সঙ্গেও তার তুলনা করা হচ্ছে। প্রদেশ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং শাসক দল সিপিএম ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
অভিযোগ উঠেছে, ওই গৃহবধূকে শুধু ধর্ষণই করা হয়নি, তাঁর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। এমনকী, যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে মারাত্মক ভাবে আঘাত করেছে দুষ্কৃতীরা। নষ্ট করে দেওয়া হয়েছে একটি চোখ। আগরতলার সরকারি জিবি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন ওই মহিলা। রবিবার রাতে দক্ষিণ ত্রিপুরার উদয়পুরের জামজুরি গ্রামে ঘটনাটি ঘটে।
কাঁকড়াবন থানার পুলিশ আজ জানিয়েছে, প্রধান অভিযুক্ত বিশ্বজিৎ ভৌমিককে গ্রেফতার করা হয়েছে। এলাকাবাসীর একাংশের দাবি, পারিবারিক বিবাদের জেরেই ওই গৃহবধূকে অত্যাচার করা হয়।
জামজুরির ঘটনা নৃশংসতার নিরিখে দিল্লির ‘দামিনী-কাণ্ড’কে পিছনে ফেলেছে বলে মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী নেতা সুদীপ রায়বর্মণ। রাজনীতি ভুলে এ ঘটনার নিন্দা করতে সবাইকে অনুরোধ করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সরকারি খরচে দিল্লির এইম্স হাসপাতালে ওই মহিলার চিকিৎসার ব্যবস্থাও দাবি তুলেছে তাঁরা। দলের রাজ্য সভাপতি দিবাচন্দ্র রাংখল বলেন, ‘‘ঘটনার প্রতিবাদে ৮ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাবেন। অভিযুক্তদের শাস্তির দাবিতে লাগাতার আন্দোলন চলবে।’’
ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তীর অভিযোগ, প্রধান অভিযুক্ত বিশ্বজিৎ ভৌমিক শাসক দলের কর্মী বলে পরিচিত। তাই তাকে গ্রেফতার করতে দেরি করেছে পুলিশ। উদয়পুরে গৃহবধূ ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে আগামীকাল আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল। রতনবাবু বলেন, ‘‘দলীয় কর্মীরা মৌন মিছিল করে অভিযুক্তের শাস্তির দাবি জানাবেন।’’
কংগ্রেস এবং তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর। তাঁর বক্তব্য, প্রধান অভিযুক্তের সঙ্গে সিপিএমের নাম জড়িয়ে রাজ্যের বিরোধী দলের নেতারা ‘রাজনৈতিক ফায়দা’ তোলার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘‘বিষয়টি রাজনৈতিক দ্বন্দ্বের বাইরে। গৃহবধূর উপর পাশবিক অত্যাচারের তীব্র প্রতিবাদ করছি। ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীর উপযুক্ত শাস্তি হওয়া দরকার।’’


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.