|
|
|
|
মোদীর সভায় ব্রিগেডের ভিড় চায় গুয়াহাটি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
৬ ফেব্রুয়ারি |
লখরা থেকে পল্টনবাজারের বিভিন্ন জায়গায় ‘মোদী চা’র দোকান কয়েকদিন থেকেই ভিড় টানছে। সঙ্গে চলছে গাড়িতে মাইক বাজিয়ে গণসঙ্গীতের ধাঁচে প্রচার, বাইক মিছিল। এমনকী, নরেন্দ্র মোদীর গুয়াহাটির ‘মহাজাগরণ মহাসভা’ নিয়ে সোশ্যাল সাইটে অন্তত চারটি ইভেন্ট কমিউনিটি খোলা হয়েছে। সেখানে জনগণকে আমন্ত্রণ যেমন জানানো হয়েছে, তেমনই, গুয়াহাটি তথা অসমের বিভিন্ন সমস্যা সম্পর্কেও মোদীকে সরাসরি জানানোর ব্যবস্থা রয়েছে।
এই সবই করা হচ্ছে শনিবার খানাপাড়া মাঠে ৩ লক্ষ মানুষের ভিড় জমাতে। গুয়াহাটির সভা সফল করতে কলকাতার তুলনাও টানা হচ্ছে। ইন্টারনেটে ‘নমো ফর গুয়াহাটি’ নামের কমিউনিটিতে কলকাতার সমাবেশের ছবি ‘পোস্ট’ করে বলা হচ্ছেকলকাতায় দিন বদল হয়েছে, এ বার গুয়াহাটির পালা।
সভা সফল করতে প্রদেশ বিজেপি সভাপতি সর্বানন্দ সোনোয়াল ও গুয়াহাটির সাংসদ বিজয়া চক্রবর্তী দলীয় নেতা-কর্মীদের সঙ্গে খানাপাড়া মাঠে ‘ভূমিপূজা’ করেন। ফুলাম গামোসার আদলে সাজানো হচ্ছে ভাষণ মঞ্চের ‘ব্যাকড্রপ’। সেই সঙ্গে চা বাগান, গন্ডার, বিভিন্ন উপজাতির সংস্কৃতির ছবি থাকবে সেখানে।
মোদী আসার আগে, কংগ্রেসর বিরুদ্ধে উত্তর-পূর্বের প্রতি বঞ্চনার কথা মনে করিয়ে দিতে মোদীর ব্লগে বিভিন্ন খবর তুলে ধরা হচ্ছে। লেখা হচ্ছে, ‘১৯৬২ সালে চিন উত্তরপূর্বের ৭২ হাজার বর্গ মাইল এলাকা দখল করে ফেলার পর, নেহরু বলেছিলেন, ওই সব এলাকা বন্ধ্যা, অনুর্বর। সেখানে ফসল ফলে না। চিন নেড়া পাহাড় দখল করলে চিন্তার কী আছে? জবাবে তৎকালীন সাংসদ মনোহর ত্যাগী বলেছিলেন, আপনার মাথাতেও তো কিছু গজায় না। সেটাও নেড়া। তাহলে মাথা কেটে ওদের দিয়ে দিন।’
দিল্লিতে নিদো টানিয়ার হত্যাকাণ্ড, মণিপুরের দুই মেয়ের উপরে কুকুর লেলিয়ে দেওয়া-সহ উত্তর-পূর্বের ছাত্রছাত্রীদের উপরে বিভিন্ন অত্যাচারের ঘটনা ও চলতে থাকা বিক্ষোভকেও হাতিয়ার করেছে বিজেপি।
পুলিশ শনিবার মোদীর সভা নিয়ে নিরাপত্তার কঠোর ব্যবস্থা করছে। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। মাঠের বাইরে ও সভাস্থলের দায়িত্বে থাকছে অসম পুলিশ। মঞ্চের আশপাশের দায়িত্ব নেবে গুজরাত পুলিশের কম্যান্ডোরা। মঞ্চে মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকবে এনএসজি। মেটাল ডিটেক্টর
ও সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকবে পুরো এলাকা। থাকছে বোমা বিশেষজ্ঞ বাহিনী। সরুসজাইতে মোদীর হেলিকপ্টার নামবে। সেখান থেকে গাড়িতে খানাপাড়া যাবেন তিনি। বিজেপি-র রাজ্য সম্পাদক শান্তনু ভরালি জানান, সভার জন্য ৪০০০ বাসের ব্যবস্থা করা হয়েছে। ২০০০ স্বেচ্ছাসেবক ভিড় নিয়ন্ত্রণ করবেন।
|
|
|
|
|
|