ভারতীয় শাখার পূর্ণ মালিকানা নিতে অনুমতি ভোডাফোনকে
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
৬ ফেব্রুয়ারি |
কম্পিউটার তৈরি থেকে সরছে সোনি ছাঁটাই ৫ হাজার
সংবাদ সংস্থা • টোকিও
৬ ফেব্রুয়ারি |
১০৮ কোটি ডলারের (৬,৮০৪ কোটি টাকা) বিপুল বার্ষিক লোকসানের ইঙ্গিত দিয়ে পার্সোনাল কম্পিউটার ব্যবসা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত জানাল সোনি। ভায়ো ব্র্যান্ডের পিসি তৈরির বিভাগটি সংস্থা তুলে দিচ্ছে একটি জাপানি লগ্নি সংস্থার হাতে। পাশাপাশি, বছরে ১০০ কোটি ডলার সাশ্রয়ের লক্ষ্যে বিশ্ব জুড়ে ৫ হাজার (৩%) কর্মী ছাঁটাই করছে সংস্থা। তবে সংস্থার সিইও কাজুও হিরাই জানান, টিভি ব্যবসা এখনই গুটিয়ে নিচ্ছে না সোনি, যদিও এ ক্ষেত্রে এক দশকে লোকসান ৭৮০ কোটি ডলার (৪৯,১৪০ কোটি টাকা)। হিরাই জানান, দামি টিভি তৈরি করে বাজার ফিরে পেতে চায় সংস্থা। ডিজিটাল জমানায় টিকে থাকতে হিমসিম খাওয়া সোনি ডিজিটাল ইমেজিং, ভিডিও গেম, মোবাইল ব্যবসাতেই জোর দিচ্ছে।
|
লুমটেক্স নিয়ে বৈঠক
নিজস্ব সংবাদদাতা •কলকাতা |