টুকরো খবর
ভারতীয় শাখার পূর্ণ মালিকানা নিতে অনুমতি ভোডাফোনকে

৬ ফেব্রুয়ারি
ভারতীয় শাখার পুরো মালিকানা হাতে নিতে মূল ব্রিটিশ সংস্থা ভোডাফোনকে অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। সে ক্ষেত্রে ভোডাফোন ইন্ডিয়ায় ছোট শেয়ারহোল্ডারদের হাতে থাকা মালিকানা কিনে নিতে মূল সংস্থা ঢালবে ১০,১৪১ কোটি টাকা। ভোডাফোন ইন্ডিয়াই হবে ভারতে প্রথম পুরোপুরি বিদেশি মালিকানাধীন টেলি পরিষেবা সংস্থা। গত বছর টেলিকমে ১০০% প্রত্যক্ষ বিদেশি লগ্নিতে সায় দিয়েছে কেন্দ্র। ডিসেম্বরে ভোডাফোনের প্রস্তাবে সায় দেয় বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদ। এই মুহূর্তে ভারতীয় শাখার ৬৪.৩৮% শেয়ার রয়েছে মূল ব্রিটিশ সংস্থার হাতে। তা বেড়ে হবে ১০০%। অজয় পিরামলের ১০.৯৭% শেয়ার ৮৯০০ কোটি টাকায় ও অনলজিৎ সিংহের ২৪.৬৫% ১২৪১ কোটিতে কিনবে তারা।

কম্পিউটার তৈরি থেকে সরছে সোনি ছাঁটাই ৫ হাজার

৬ ফেব্রুয়ারি
১০৮ কোটি ডলারের (৬,৮০৪ কোটি টাকা) বিপুল বার্ষিক লোকসানের ইঙ্গিত দিয়ে পার্সোনাল কম্পিউটার ব্যবসা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত জানাল সোনি। ভায়ো ব্র্যান্ডের পিসি তৈরির বিভাগটি সংস্থা তুলে দিচ্ছে একটি জাপানি লগ্নি সংস্থার হাতে। পাশাপাশি, বছরে ১০০ কোটি ডলার সাশ্রয়ের লক্ষ্যে বিশ্ব জুড়ে ৫ হাজার (৩%) কর্মী ছাঁটাই করছে সংস্থা। তবে সংস্থার সিইও কাজুও হিরাই জানান, টিভি ব্যবসা এখনই গুটিয়ে নিচ্ছে না সোনি, যদিও এ ক্ষেত্রে এক দশকে লোকসান ৭৮০ কোটি ডলার (৪৯,১৪০ কোটি টাকা)। হিরাই জানান, দামি টিভি তৈরি করে বাজার ফিরে পেতে চায় সংস্থা। ডিজিটাল জমানায় টিকে থাকতে হিমসিম খাওয়া সোনি ডিজিটাল ইমেজিং, ভিডিও গেম, মোবাইল ব্যবসাতেই জোর দিচ্ছে।

লুমটেক্স নিয়ে বৈঠক
ব্যর্থ হল টিটাগড়ের লুমটেক্স জুট মিল খোলা নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক। বৃহস্পতিবার নব মহাকরণে শ্রম দফতরে নকশালপন্থী-সহ ১৩টি শ্রমিক সংগঠনের সঙ্গে মালিক -পক্ষের বৈঠকে জট কাটল না। এ আই টিইউসির কারখানা সম্পাদক তোলন রাম জানান, ১৫ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া বেতন বাবদ প্রায় ৮০ লাখ টাকা মেটানো এবং ২৫শে-র পর নিঃশর্তে মিল খোলার দাবি করা হয়। কিন্তু কর্তৃপক্ষের আর্থিক উপদেষ্টা উষা মোহতা জানান, উৎপাদন চালু রাখার লিখিত প্রতিশ্রুতি না-পাওয়া পর্যন্ত চটকল চালুর সম্ভাবনা নেই।

পুরনো খবর:
স্পেকট্রাম নিলাম
টুজি স্পেকট্রাম নিলামে টেলি সংস্থাগুলি এ পর্যন্ত ৫২,৭০০ কোটি টাকার দরপত্র জমা দিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.