গানের গুঁতোয় মামলার জটে গুন্ডে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দ্বিভাষিক ছবি ‘গুন্ডে’র মুক্তি পাওয়ার কথা ১৪ ফেব্রুয়ারি। তার আগেই ওই ছবির একটি গানে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠল। তাই অবিলম্বে ছবিটির প্রদর্শন বন্ধ করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থের মামলা করা হয়েছে। অরিন্দম দাস নামে এক আইনজীবী বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের করেছেন।
ওই ছবির ‘তুনে মেরি এন্ট্রিয়ান’ গানটির দৃশ্যায়ন হয়েছে দক্ষিণেশ্বর কালীমন্দির চত্বর এবং কলকাতা হাইকোর্টের সামনে। বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেল ও ইন্টারনেটে ওই গান-সহ ‘গুন্ডে’র প্রোমো দেখানো হচ্ছে। অরিন্দমবাবুর আইনজীবী অয়নাভ রাহা এ দিন আদালতে বলেন, দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির অত্যন্ত পবিত্র জায়গা। রোজই দেশ-বিদেশের অসংখ্য ভক্ত সেখানে সমবেত হন। এই মন্দিরের প্রতি তাঁদের বিশেষ আবেগ রয়েছে। এমন একটি পবিত্র এবং অসংখ্য ভক্তের বিশ্বাসের জায়গায় প্রিয়ঙ্কা চোপড়া, রণবীর সিংহ এবং অর্জুন কপূরের যে-ধরনের নাচ দেখা গিয়েছে, তা খুব স্বাভাবিক ভাবেই ভক্তদের ক্ষুব্ধ করবে। তাই তাঁর মক্কেল অরিন্দমবাবু কেন্দ্রীয় তথ্যসচিব, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যান ও রিজিওনাল অফিসার, রাজ্যের তথ্যসচিব, দক্ষিণেশ্বর মন্দিরের ট্রাস্টির সচিব, ছবির প্রযোজক আদিত্য চোপড়া, গুগল (ইন্ডিয়া)-এর বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন।
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগের সঙ্গে সঙ্গে ছবিটিকে ঘিরে আইনি প্রশ্নও উঠেছে। ওই একই গানের দৃশ্যায়ন হয়েছে কলকাতা হাইকোর্টের সামনের চত্বরেও। এই মামলার কৌঁসুলি প্রবাল মুখোপাধ্যায় এ দিন জানতে চান, হাইকোর্টের অনুমতি নিয়ে এই আদালত-চত্বরে ওই গানের শু্যটিং হয়েছিল কি না।
ওই গানটি ছবিতে দু’মিনিট ৩৭ সেকেন্ড ধরে শোনানো এবং দেখানো হয়েছে। তার মধ্যে দক্ষিণেশ্বর কালীমন্দিরেই নাচ চলেছে এক মিনিট ৫৪ সেকেন্ড। সেন্সর বোর্ড ছবিটি দেখানোর যে-অনুমতি দিয়েছে, তা প্রত্যাহারের আর্জি জানিয়েছেন অরিন্দমবাবু। হিন্দি মূল ছবিটি তো বটেই, সেই সঙ্গে বাংলায় তার ডাবিং সংস্করণের প্রদর্শনও বন্ধ করার আর্জি জানিয়েছেন আবেদনকারী। শুক্রবার মামলাটির শুনানি হতে পারে। |