পাঁচ দিনের নাট্য উৎসব
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জেলা পুলিশের উদ্যোগে বর্ধমান নাট্য উৎসব শুরু হতে চলেছে ১৪ ফেব্রুয়ারি। বর্ধমান সংস্কৃতি মঞ্চে পাঁচদিন ব্যাপি এই উৎসবে থাকছে পরপর চারটি নাটক। উদ্বোধনী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে থাকছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। জেলা পুলিশেরই একটি সূত্রের খবর, ১৪ তারিখে নাট্যোৎসবের উব্দোধন করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাট্য উৎসবের সাফল্যের জন্য পুলিশের তরফে ইতিমধ্যে হ্যান্ডবিল বিলি শুরু করা হয়েছে বর্ধমান শহরে। তাতে জানানো হয়েছে ১৫ ফেব্রুয়ারির নাটক নৈহাটি সময় ১৪০০-র ‘খড়ির তীরে’। পরের দিন বিভাস চক্রবর্তীর অন্য থিয়াটারের ‘ছোট ছোট বাড়ি’। তারপরের দিন সায়কের ‘ধ্রুবতারা’। আর শেষ দিন রয়েছে বালিগঞ্জ ব্রাত্যজনের ‘অর্ধাঙ্গিনী’।
|
রাজ্য আদিবাসী নাটক প্রতিযোগিতা মেদিনীপুরে |
আজ, শুক্রবার আদিবাসী ভাষায় ১৯তম রাজ্য একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হবে মেদিনীপুর শহরে। সকালে ছৌ নাচ, ঝুমুর, পাতা নাচ, রণ-পা নিয়ে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা ঘুরবে মেদিনীপুর শহরের রিঙ রোড এলাকায়। এরপর বিদ্যাসাগর হলে প্রতিযোগিতার উদ্বোধন হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২৮টি দল তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতায় যোগ দিচ্ছে। জঙ্গলমহলের তিন জেলা বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর তো রয়েছেই, তার বাইরেও বর্ধমান, বীরভূম, নদিয়া, শিলিগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি থেকে বিভিন্ন নাট্যদল আসছে। বৃহস্পতিবারই বেশিরভাগ নাটকের দল চলে এসেছে শহরে। তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলা অনগ্রসর শ্রেণি কল্যাণ আধিকারিক রাহুল নাথ বলেন, “আদিম জনজাতির মানুষ যাতে নিজেদের সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরতে পারেন, সে জন্য রাজ্য সরকার এই প্রতিযোগিতা করায়। জেলায় রাজ্যস্তরের প্রতিযোগিতা সফল করতে আমরা প্রস্তুত।” প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী দল পাবে ২৫ হাজার টাকা, দ্বিতীয় স্থানাধিকারীর জন্য ২০ হাজার ও তৃতীয় স্থানাধিকারীর জন্য ১৭ হাজার টাকা। এ ছাড়াও শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ পরিচালক যাঁরা হবেন, তাঁরা ১০ হাজার টাকা করে পাবেন। |