টুকরো খবর
পরীক্ষা পিছনোর দাবিতে বিক্ষোভ
স্নাতকোত্তর তৃতীয় সেমেস্টার পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন প্রায় ৫০০ পরীক্ষার্থী। তাঁদের দাবি, সরস্বতী পুজোর পরিশ্রমে লেখাপড়ার সময় পাননি তাঁরা। তাই পরীক্ষা অন্তত ১০ দিন পিছিয়ে দিতে হবে।
এ দিন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে ছিলেন না। তবে রেজিস্ট্রারের উপস্থিতিতে উপার্চাযের ঘরে একটি বৈঠক চলছিল। নতুন ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ামক মানিক চক্রবর্তী-সহ বেশিরভাগ আধিকারিকেরাই হাজির ছিলেন সেখানে। খবর পেয়ে বিক্ষোভকারীরা সেই ঘরে ঢুকে তাঁদের দাবি জানাতে থাকেন। রেজিস্ট্রার শ্রীপতি মুখোপাধ্যায় বলেন, “৭ তারিখ যে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তা উপাচার্য আগেই পিছিয়ে ১৭ তারিখ করার সিদ্ধান্ত নিয়েছেন।” তবে ছাত্রছাত্রীদের দাবি, বাকি ১০, ১২ ও ১৪ তারিখের পরীক্ষাও পিছিয়ে দিতে হবে। রেজিস্ট্রার জানান, উপাচার্যের সঙ্গে ফোনে কথা বলে স্থির হয়েছে, পরীক্ষা পিছোবে। তবে তারিখগুলি পরে জানানো হবে। ১৭ তারিখের আগে কোনও পরীক্ষা নেওয়া হবে না বলেও জানান তিনি।

অস্বাভাবিক মৃত্যু দুই ছাত্রীর
অস্বাভাবিক মৃত্যু হয়েছে দুই ছাত্রীর। তাদের নাম সুচিত্রা বালা (১৭) ও সখী খাতুন (১৫)। বাড়ি যথাক্রমে জামালপুর থানার হাবাসপুর ও ভাতারের এরুয়ারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার, সরস্বতী পুজোর দিনে জামালপুরের পাঁচড়া হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী সুচিত্রা স্কুলে গিয়েছিল খিচুড়ি খেতে। বিকেলের আগে তাকে ফিরে আসতে বলেছিলেন অভিভাবকেরা। কিন্তু বাড়ি ফিরতে সন্ধ্যে হয়ে যায় তার। এতে বাবা বকাঝকা করায় অভিমানে ওই সুচিত্রা কীটনাশক পান করে তার পরিবারের দাবি। রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করানো হলে সেখানেই মারা যায় সে। অন্যজন সখী খাতুন ভাতারের এরুয়ার হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছা্ত্রী। সরস্বতী ঠাকুর দেখতে বাড়ির বাইরে না যেতে দেওয়ায় কীটনাশক পান করে। রাত সাড়ে আটটা নাগাদ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকাকালীনই তার মৃত্যু হয়।

ঝুলন্ত দেহ উদ্ধার
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম নন্দ হেমব্রম। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ভাতারের মাহিনগর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের সুমিদেবীর স্বামী নন্দ হেমব্রম বুধবার রাতে বাড়িতে ছিলেন না। সুমিদেবীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল স্থানীয় যুবক অরূপ সরকারের। গ্রামবাসীরা জানান, নন্দবাবুর অনুপস্থিতিতে অরূপবাবু সুমিদেবীর বাড়িতে আসেন। দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন গ্রামবাসীরা। নন্দবাবু বাড়ি ফিরলে তাঁকে সব জানান। এ দিন সকালে নিজের ঘর থেকে নন্দবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সুমিদেবী ও অরূপবাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

হারল বর্ধমান
কলকাতা বাস্কেটবল সংস্থার মাঠে আয়োজিত আন্তঃজেলা সিনিয়র বাস্কেটবলে দক্ষিণ ২৪ পরগনাকে ১৮-৩৫ ও ওয়াই এমসিএকে ২১-২৯ পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বর্ধমানের মেয়েরা। কিন্তু সেখানে খালসা ব্লুজের কাছে ২৮-৩৭ পয়েন্টে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় তারা। বর্ধমানের ছেলেরা অবশ্য গ্রুপ লিগের তিন ম্যাচে পরপর হেরে বিদায় নিয়েছে আগেই।

জিমের উদ্বোধন
শহরের দুবরাজদিঘি ও সুভাষপল্লিতে দুই ক্লাবে দু’টি জিমের উদ্বোধন করলেন দুই মন্ত্রী। বৃহস্পতিবার দুবরাজদিঘি মহামেডান স্পোর্টিং ক্লাবে জিমের উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তার আগে সুভাষপল্লি সুব্রত স্মৃতি সঙ্ঘে জিম উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। দুটি জিমই সরকারের কাছ থেকে দু লক্ষ টাকা করে পেয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.