|
|
|
|
বিনাশহীন উডস |
একজন টাইগার। অন্য জন অ্যালেন। উডস এবং উডি। কেলেঙ্কারি যতই আসুক
এঁরা অবিনশ্বর। লিখছেন প্রিয়াঙ্কা দাশগুপ্ত। |
একজন টাইগার উডস।
অন্য জন উডি অ্যালেন।
‘উড’ শব্দের মিল ছাড়াও দু’জনের মধ্যে আরও একটা মিল রয়েছে। দুই আন্তর্জাতিক সেলিব্রিটিই সাম্প্রতিক কালে তীব্র ভাবে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন।
কিন্তু যে পাঁচ হাজার দর্শক দিল্লিতে টাইগার উডসকে গল্ফ কোর্সে দেখতে এসেছিলেন, মনে হয় না তাঁদের কারওরই টাইগারের প্রায় চার বছরের পুরনো যৌন কেলেঙ্কারির কথা খেয়াল ছিল। তাঁদের হয়তো মনেই নেই ট্যাবলয়েডে টাইগারকে নিয়ে এক পর্নস্টারের রসালো স্বীকারোক্তি। বা টাইগারের সেই টেলিভিশন বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে বলা, “আমি ভেবেছিলাম আমার যা ইচ্ছে তাই করেই পার পেয়ে যাব... কিন্তু আমি ভুল ছিলাম।”
টাইগারের প্রাক্তন স্ত্রী বিচ্ছেদের পর আর এক মিনিটের জন্যও গল্ফ দেখেননি। কিন্তু তাঁর ফ্যানেদের এ সবে কিছুই এসে যায় না। দিল্লির দরবারে টাইগারকে চাক্ষুষ করা তাঁদের কাছে যেন ঈশ্বর দর্শনেরই সমান। একদিনের ভারত সফরে তাঁকে আনার খরচ আনুমানিক ২০ কোটি টাকা!
|
|
দিল্লি গল্ফ ক্লাবে টাইগার উডস। |
গত সপ্তাহে উডি অ্যালেনের দত্তক নেওয়া মেয়ে ডিলান ফারো জানিয়েছিলেন যে তাঁর যখন ৭ বছর বয়স, উডি নাকি তাঁকে ধর্ষণ করেছিলেন। এর আগেও এই অভিযোগ এনেছিলেন ডিলান। কিন্তু কিছু প্রমাণ হয়নি উডির বিরুদ্ধে। এই বছর উডির ‘ব্লু জ্যাসমিন’ ছবিটির তিনটি মনোনয়ন রয়েছে অস্কারে। গুজব ছড়িয়েছে যে এই ঘটনার জেরে উডির অস্কার মনোনয়ন বাতিল হয়ে যাবে। অস্কার মনোনয়নের বিষয়ে না হয় অ্যাকাডেমির কমিটি তাঁদের সিদ্ধান্ত নেবেন। কিন্তু উডির ফ্যানেরা? যাঁরা দেখে এসেছেন ‘ক্যাসান্দ্রাস ড্রিম’, ‘ম্যাচপয়েন্ট’, ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা’ আর ‘মেলিন্ডা অ্যান্ড মেলিন্ডা’? পরিচালক মৈনাক ভৌমিক উডি-ভক্ত। বলছেন, “আমেরিকাতে মরাল কোডটা খুব ইম্পর্ট্যান্ট। তাই মধ্যবিত্ত মানসিকতার দর্শক, যাঁরা নতুন করে উডির ফিল্মকে আবিষ্কার করছেন, তাঁদের এই বিতর্ক প্রভাবিত করতে পারে। কিন্তু হার্ডকোর ফ্যানেরা ফারোর বিতর্কের পরেও কেট ব্ল্যাঞ্চেট অভিনীত ‘ব্লু জ্যাসমিন’ দেখবে।”
এনডর্সমেন্টের দুনিয়ায় কেলেঙ্কারির খবরে তারকার ব্র্যান্ড ভ্যালুতে প্রভাব পড়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রধান রুবি সাঁই বলছেন, “শিক্ষা এবং রাজনীতির ক্ষেত্রে আজও মানুষ বিতর্কে জড়িয়ে পড়া সেলিব্রিটিকে পছন্দ করেন না। যদি বিল ক্লিন্টনের মোনিকা লিউনেস্কি কাণ্ড থাকে তা হলে কিন্তু আমেরিকানরা আর তাঁকে রাষ্ট্রপতি পদে চাইবেন না। যৌন কেলেঙ্কারিতে কেউ অভিযুক্ত হলে তাঁকে কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত করা হবে না। কিন্তু বিনোদন আর খেলার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা।”
|
|
কেট ব্ল্যাঞ্চেট ও উডি অ্যালেন |
সেখানে নাকি দু’ধরনের ভক্ত আছেন। এক যাঁরা একদম অন্ধ সমর্থক। যাঁদের কাছে সলমন খানের কৃষ্ণসার হরিণ নিয়ে বিতর্কের খবরে কিছু এসে যায় না। বাণিজ্য বিশেষজ্ঞ কোমল নাহতা বলেন যে, জোধপুর শহরে সলমন খানের বিতর্কিত কৃষ্ণসার হরিণ নিয়ে চর্চা সব থেকে বেশি। সেখানে তাঁর আরাধনা হয়। “সলমন জোধপুরে গেলে ওঁর ফ্যানেরা ওঁকে সাষ্টাঙ্গে প্রণাম করে! ওদের কাছে এ সব খবরে কিছু এসে যায় না। রেখার স্বামীর মৃত্যুকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছিল। তার কিছু দিন পরেই রেখা অভিনীত একটা ছবি সুপারহিট হয়েছিল,” বলছেন কোমল। আর এক গোষ্ঠী আছেন যাঁরা সব কিছুর খবর রাখেন। তার সঙ্গে এটাও বোঝেন যে, কোনও সেলিব্রিটির পেশাদার আর ব্যক্তিগত জীবনকে গুলিয়ে ফেললে চলবে না। পেশাদার জীবনে একজন সেলিব্রিটির সফল হওয়া মানে তিনি রক্তমাংসের মানুষ থেকে ভগবান হয়ে যান না। কোমল আশা করছেন উডি অ্যালেনের ক্ষেত্রেও তাই হবে। বলছেন, “অস্কারের জুরি শিক্ষিত। অভিযোগ সত্যি মিথ্যে যাই হোক, উডির ব্যক্তিগত জীবনের ছায়া তাঁরা তাঁর পরিচালক সত্তাকে ঢেকে দেবে না।” তা শুনে মৈনাকের প্রতিক্রিয়া, “সত্যি যদি দর্শকের এই উত্তরণ ঘটে, সেটা ভাল খবর।” |
|
|
|
|
|