আবাসিক স্কুলের দাবি। বুধবার রায়গঞ্জে উত্তর দিনাজপুরের জেলাশাসকের দফতরের সামনে খুদেদের বিক্ষোভের ছবিটি তুলেছেন তরুণ দেবনাথ।
সকলে প্রথম থেকে অষ্টমের পড়ুয়া। ৬ থেকে ১৪ বছর বয়সী ওই খুদেদের সকলের মা-বাবা বছরের বেশিরভাগ সময় দিনমজুরির কাজে ভিন রাজ্যে থাকেন। সে কারণে ওদের অনেককেই বাবা-মায়ের সঙ্গে ভিনরাজ্যে যেতে হয়। রায়গঞ্জ ব্লকের বিন্দোল পঞ্চায়েতে কয়লাডাঙ্গি, পরিহারপুর, অন্তরা, বালিয়া, জালিপাড়া, বাজবিন্দোল, বিন্দোল, বহর, মৌজগাঁও, বড়বার ও বিসরাইল এলাকার এমনই ১২০ জন পড়ুয়া প্রাতিষ্ঠানিক আবাসিক শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে বুধবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অতিরিক্ত জেলাশাসকের দ্বারস্থ হল। রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন শ্রীপুর মহিলা ও খাদি উন্নয়ন সমিতির উদ্যোগে এ দিন ওই পড়ুয়ারা অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে দেখা করে তাদের জন্য বিন্দোলে সরকারি উদ্যোগে প্রাতিষ্ঠানিক আবাসিক শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানায়।
বাবা-মায়ের সঙ্গে বছরের বেশি সময় ভিন রাজ্যে থাকতে হয়। অনেকে বাড়িতে থাকলেও বাবা-মা না থাকায় গৃহস্থালির কাজকর্মে তারা নিয়মিত স্কুলে যেতে পারে না। পড়াশোনাও ব্যাহত হয়। গত ৩ ফেব্রুয়ারি বিন্দোল পঞ্চায়েত এলাকায় সুরক্ষিত ও নিরাপদ স্থানান্তরিত সপ্তাহ পালন অনুষ্ঠানের সূচনা করেন নারী উন্নয়ন ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। দিনমজুর পরিবারের ছেলেমেয়েদের পড়াশুনার সমস্যার কথা জানতে পেরে ওই দিনই মন্ত্রী উদ্বেগ প্রকাশ করে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তাদের সক্রিয় হওয়ার পরামর্শ দেন। স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারপার্সন জবা ভট্টাচার্য ও উপদেষ্টা কৌশিক চৌধুরী বলেন, “এলাকার ৮০০ পড়ুয়ার শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। ১২০ পড়ুয়াকে আমরা চিহ্নিত করেছি। ওদেরকেই এ দিন অতিরিক্ত জেলাশাসকের কাছে নিয়ে যাওয়া হয়।” অতিরিক্ত জেলাশাসক প্রভুদত্ত ডেভিড প্রধান জানিয়েছেন, “দিনমজুর পরিবারের ছেলেমেয়েদের পড়াশুনা যাতে ব্যাহত না হয়, সে জন্য প্রশাসন উপযুক্ত পদক্ষেপ করবে।”
এ দিন জালিপাড়ার বাসিন্দা সপ্তম শ্রেণির ছাত্রী সখি জালি, বাজবিন্দোল এলাকার বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্রী অনিতা মার্ডি ও ষষ্ঠ শ্রেণির ছাত্র জগদীশ জালি বলে, “মা-বাবা অনেক দিন বাইরের রাজ্যে থাকে। আমাদেরও সেখানে যেতে হয়।” ওই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় সরকারি আবাসিক স্কুল থাকলে, পড়ুয়ারা পড়াশোনা চালিয়ে যেতে পারবে। মা-বাবা তাদের স্কুলে রেখেই ভিনরাজ্যে যেতে পারবেন। |