দিনহাটা-কাণ্ডের শাস্তি চায় সব রাজনৈতিক দল
দিনহাটা-কাণ্ডে দোষীদের শাস্তি দাবি তুলল বিভিন্ন রাজনৈতিক দল। কেউ বলছেন নারায়ণচন্দ্র শীলের রিপোর্ট মেনে দোষীদের শাস্তি দেওয়া হোক। কেউ বলছেন, ওই রিপোর্ট বাতিল করে নতুন করে কমিশন বসিয়ে দোষীদের চিহ্নিত করতে হবে। কেউ আবার, কোনও রিপোর্টের মধ্যে না গিয়ে দোষীদের শাস্তির দাবি তুলেছেন। দিনহাটা-কাণ্ড নিয়েই ফের সরগরম কোচবিহারের রাজনীতি।
বুধবার দিনহাটা মহকুমাশাসকের দফতরের সামনে প্রধান সড়ক অবরোধ করে শহিদ দিবস পালন করে ফরওয়ার্ড ব্লক। দলের জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “শীল কমিশনের রিপোর্ট নিরপেক্ষ নয়। আমরা চাই ওই রিপোর্ট বাতিল করা হোক। রাজ্য সরকার নতুন করে বিচার বিভাগীয় কমিশন বসাক। ঘটনায় যারা দোষী, তাঁদের শাস্তির ব্যবস্থা করুক। সে দাবিতে আমাদের আন্দোলন চলবে।”
তৃণমূল ও কংগ্রেস অবশ্য একযোগে দাবি করেছে, নারায়ণচন্দ্র শীলের রিপোর্ট মেনেই দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “বাম আমলে ওই কমিশন গঠন হয়েছে। ওই কমিশনের রিপোর্ট মেনেই দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। ফরওয়ার্ড ব্লক গোড়া থেকেই বিষয়টি নিয়ে দ্বিচারিতা করছে। রিপোর্ট প্রকাশ হলে সিপিএম, ফরওয়ার্ড ব্লকের অনেকের নাম সামনে আসবে, এ সব বুঝে নাটক শুরু হয়েছে।” অনেকটা একই সুরে কংগ্রেস নেতা তথা বিধায়ক কেশব রায় বলেন, “কমিশন গঠন করার সময় বামেরা ক্ষমতায় ছিল। শরিক ছিল ফরওয়ার্ড ব্লক। সে সময় কেন তারা চুপ ছিল? তারাও দায় এড়াতে পারে না। ওই রিপোর্ট প্রকাশ করতে হবে। তার পর দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।”
বাম শরিকেরা অবশ্য বিষয়টি নিয়ে আগ বাড়িয়ে বিশেষ কিছু বলতে চাইছে না। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তমসের আলি বলেন, “ওটা ফরওয়ার্ড ব্লকের ব্যাপার। বামফ্রন্টে কোনও আলোচনা হয়নি। তাই কিছু বলতে চাই না।” আরএসপির জেলা সম্পাদক তাপস সাহা শুধু বলেন, “আমরা চাই দোষীদের শাস্তি হোক।” বিজেপি অবশ্য ঘটনা নিয়ে বাম সরকার, ফরওয়ার্ড ব্লক ও তৃণমূলকে একযোগে আক্রমণ করেছে। দলের জেলা সম্পাদক নিখিল রঞ্জন দে বলেন, “একবার ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষ বাম আমলের মুখ্যমন্ত্রীকে ওই রিপোর্ট পেশ করতে দেননি। নতুন সরকার ক্ষমতায় আসার পর ওই রিপোর্ট একবার হারিয়ে যায়। এসবের মধ্যে যোগসাজশ রয়েছে। আমরা চাই ওই রিপোর্ট প্রকাশ্যে এনে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক।”
প্রশাসন সূত্রের খবর, ২০০৮ সালের ৫ ফেব্রুয়ারি আইন অমান্য আন্দোলনকে ঘিরে গণ্ডগোলের জেরে দিনহাটা মহকুমাশাসকের দফতরের অফিসের সামনে পুলিশের গুলিতে ৫ ফরওয়ার্ড ব্লক কর্মীর মৃত্যু হয়। মৃত্যু হয় পুলিশ কর্মীদের। ঘটনায় পর ৬৬ জন ফরওয়ার্ড ব্লক নেতা কর্মীর নামে খুন, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা করে পুলিশ। ২০১২ সালে ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে আদালতে। বাম সরকার বিচার বিভাগীয় কমিশন বসিয়ে ঘটনার তদন্ত শুরু করে। ২০১০ সালে ওই রিপোর্ট জমা পড়ে রাজ্য সরকারের কাছে। নতুন সরকার দায়িত্বে আসার পর একবার ওই রিপোর্ট হারিয়ে যায়। পরে অবশ্য তা খুঁজে পাওয়া যায়। লোকসভা নির্বাচনের আগে ফের ওই রিপোর্ট নিয়ে সরগরম হয়ে উঠেছে কোচবিহারের রাজনীতি।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.