গণধর্ষণের ঘটনায় বিক্ষোভ, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
স্বরূপনগর থানার সামনে বিক্ষোভ। ছবি: নির্মল বসু।
|
স্বরূপনগরের কিশোরীকে গণধর্ষণের ঘটনায় জড়িত সব অভিযুক্তের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নির্যাতিতার নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখালেন বাম মনোভাবাপন্ন গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যেরা। বুধবার বিকেলে স্বরূপনগর বাসস্ট্যান্ডে রাস্তা অবরোধ করলে তেঁতুলিয়া-ডাকবাংলো রাস্তায় যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পরে বাস চলাচল স্বাভাবিক হয়। বুধবার বিকেলে পোস্টার, ব্যানার, ফেস্টুন নিয়ে স্বরূপনগর থানায় অবস্থান বিক্ষোভে সামিল হন তাঁরা। থানার ওসির কাছে স্মারকলিপিও দেন তাঁরা। তবে পাঁচ জনের বেশি থানায় ঢুকতে দেওয়া হবে না বলে পুলিশের তরফে জানানো হলে পুলিশের সঙ্গে তাঁদের বচসাও বাধে। রবিবার বিকেলে প্রেমিকের মায়ের সঙ্গে দেখা করার জন্য প্রেমিক ও তার তিন সঙ্গীর সঙ্গে বেরিয়েছিলেন নির্যাতিতা ওই কিশোরী ও তাঁর সম্পর্কিত বোন। অভিযোগ, সেই সময়ে ইছামতীর ধারে তাঁকে ধর্ষণ করে প্রেমিক জাহাঙ্গির সর্দার। তার এক বোনের শ্লীলতাহানিও করা হয়। এই ঘটনায় জাহাঙ্গির ও তার এক সঙ্গী মনিরুল গাজি গ্রেফতার হলেও বাপ্পা সর্দার ও মফিজুল গাজি নামে দুই অভিযুক্ত এখনও ধরা পড়েনি।
|
বাগানে উদ্ধার সদ্যোজাত
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
শাল বাগানের মধ্যে শালপাতায় মোড়া এক নবজাতক শিশুকন্যাকে উদ্ধার করলেন গ্রামবাসীরা। বুধবার সকালে বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর গ্রামের ঘটনা। পরে পুলিশের পরামর্শে শিশুটিকে প্রথমে রুদ্রপুর গ্রামীণ হাসপাতাল এবং পরে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল ৭টা নাগাদ নারায়ণ পাল পালপাড়ার এক বাসিন্দা গিয়েছিলেন স্থানীয় একটি পুুকর ধারে। সেখানে শাল এবং বাঁশ বাগানের মধ্যে থেকে শিশুটির কান্না শুনতে পেয়ে তিনিই খুঁজে একটি শাল গাছের তলা থেকে শিশুটিকে উদ্ধার করেন। খবর ছড়িয়ে পড়তেই বাগানে ভিড় জমে যায়। পরে পুলিশ এসে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু ব্যবসায়ীর
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যবসায়ীর। গুরুতর আহত আরও তিন ব্যবসায়ীকে বারাসত হাসপাতাল এবং বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। বুধবার দুপুরে দেগঙ্গার আর্জিলাপুর গ্রামের মোহনপুর কন্দাসা মোড়ের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম শিবু কুণ্ডু (৩২)। বাড়ি বনগাঁর চাঁদপাড়ায়।
|
সিগারেট খাওয়ার প্রতিবাদ করে প্রহৃত পুলিশ |
চলন্ত ট্রেনে সিগারেট খাওয়ার প্রতিবাদ করায় সমরেন্দ্র চক্রবর্তী নামে এক কলকাতা পুলিশের কর্মীকে মারধরের অভিযোগ উঠল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার দক্ষিণ বারাসত এলাকার বাসিন্দা সমরেন্দ্রবাবু শিয়ালদহ থেকে ডাউন লক্ষ্মীকান্তপুর ট্রেনে উঠেছিলেন। বারুইপুরের পর থেকে কয়েক জন যুবক উঠে এক নাগাড়ে সিগারেট খেতে শুরু করে। সমরেন্দ্রবাবু ও কয়েক জন যাত্রী প্রতিবাদ করেন। দক্ষিণ বারাসত স্টেশন আসতেই ওই যুবকরা সমরেন্দ্রবাবু-সহ তিন যাত্রীকে ট্রেন থেকে টেনে নামিয়ে মারধর করতে থাকে। সমরেন্দ্রবাবুর একটি চোখ গুরুতর জখম হয়েছে। জয়নগর থানায় ও রেল পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। অভিযুক্তদের খোঁজ চলছে বলে রেল পুলিশ জানিয়েছে।
|
কোস্ট গার্ড স্টেশন ফ্রেজারগঞ্জে |
উপকূল রক্ষী বাহিনীর নতুন কোস্ট গার্ড স্টেশন চালু হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে। আগামী মার্চ মাসের মধ্যেই স্টেশনটির উদ্বোধন হবে বলে জানা গিয়েছে। হলদিয়ার একটি অনুষ্ঠানে উপকূল রক্ষী বাহিনীর পশ্চিমবঙ্গ সার্কেলের ডিআইজি শরদ মন্ত্রী বলেন, “বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা বাড়ছে। তাই সীমানা এলাকায় টহলদারি আরও বাড়ানো প্রয়োজন। সেই কারণেই ফ্রেজারগঞ্জে কোস্ট গার্ড স্টেশন চালু করা হবে। ওই স্টেশনে হলদিয়ার মতো একইরকম পরিকাঠামোগত সুবিধা পাওয়া যাবে।”
|
আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি কাপড়ের দোকান। বুধবার ভোরে ডায়মন্ড হারবার স্টেশন রোডে ঘটনাটি ঘটেছে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে তিন ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। |